কলকাতা, 12 জুন : উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলেও গরমের হাত থেকে নিস্তার নেই দক্ষিণবঙ্গের । এই মুহূর্তে বর্ষা ঢুকবে না দক্ষিণবঙ্গে । তবে, আগামীকাল বিকেলে হালকা বৃষ্টির সম্ভবনা আছে । কিন্তু, এরফলে তাপমাত্রার কোনও হেরফের হবে না । পাশাপাশি আগামী 24 ঘণ্টা চার জেলায় চলবে তাপপ্রবাহ । আজ এই সর্তকতা জারি করল আলিপুর আবহাওয়া অফিস ।
আগামীকাল সকালে গুজরাত উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় "বায়ু" । এই ঘূর্ণিঝড় চলে যাবার পর মৌসুমি বায়ুর গতিপথের পরিবর্তনের উপর নির্ভর করছে রাজ্যের বর্ষার আগমন । আগামী 24 ঘণ্টায় পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস । দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলোতে তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে। পাশাপাশি দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা এবং সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । সেই সঙ্গে থাকবে আদ্রতাজনিত কষ্ট ।
আজ কলকাতার তাপমাত্রা 36.5 ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিন তাপমাত্রা এর আশপাশে থাকবে। আদ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। বৃষ্টি হলেও স্বস্তি ফিরবে না এখনই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া অফিসের সহ অধিকর্তা গণেশ দাস বলেন, "আগামীকাল তাপমাত্রার কোনও হেরফের হবে না । তবে আগামীকাল বিকেল থেকে পরের দিন সকালের মধ্যে রাজ্যে বৃষ্টি হতে পারে ।"