কলকাতা, 4 নভেম্বর: উৎসবের মরশুমে সরাসরি রাজনীতিতে না থেকে জনসংযোগে নেমেছিল তৃণমূল কংগ্রেস ৷ দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনটাই চেয়েছিলেন । বিগত এক-দেড় মাসে সেভাবে রাজনীতির ময়দানে দেখা যায়নি তাঁকে ৷ কারণ তিনি বিদেশে ছিলেন ৷ চোখের চিকিৎসা করাতে গিয়েছিলেন আমেরিকায় ৷ সেখান থেকে ফিরে শুক্রবার প্রথম কোনও রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee in Diamond Harbour) ৷ তাও আবার তাঁর নিজের সংসদীয় এলাকা ডায়মন্ড হারবারে ৷
আর উৎসবের মরশুমে সরাসরি রাজনীতি না করে, মানুষের পাশে থেকে জনসংযোগের যে ভাবনা অভিষেকের ছিল ,এবার সেই কর্মসূচিতে তিনি নিজে সরাসরি যোগ দিচ্ছেন । এর আগে নিজের নির্বাচনী ক্ষেত্র ভবানীপুরে বিজয়া সম্মিলনীর মাধ্যমে জনসংযোগ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও (Mamata Banerjee) ৷ এর পাশাপাশি উত্তরবঙ্গেও একটি বিজয়া সম্মেলনীতে যোগ দেন তিনি ৷
কমবেশি তৃণমূলের প্রায় সকলেই এই জনসংযোগ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন ৷ ব্যতিক্রমী ছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। তিনিও এবার তাঁর নির্বাচনী ক্ষেত্রে জনসংযোগ কর্মসূচিতে যোগ দিচ্ছেন ৷ আর ডায়মন্ডহারবারের এই অনুষ্ঠানের মাধ্যমেই মাসভর বিজয় সম্মিলনীর কর্মসূচি আজ শেষ হচ্ছে (After Surgery First Public Meeting of Abhishek Banerjee) ৷
আরও পড়ুন: 'যেন ছোট অমিতাভ বচ্চন' ! অভিষেককে কটাক্ষ শুভেন্দুর
এদিনের কর্মসূচি আরও একটি কারণে খুব গুরুত্বপূর্ণ ৷ কারণ, নভেম্বর মাস থেকেই পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Elections) প্রস্তুতিতে নেমে পড়েছে রাজ্যের শাসকদল ৷ ইতিমধ্যেই শাসকদলের মহিলা সংগঠন তাদের কর্মসূচি শুরু করে দিয়েছে ৷ নেমেছে শ্রমিক ও যুব সংগঠনও ৷ তবে কোন পথে আগামী দিনে প্রচার চলবে, তার অভিমুখ হয়তো এই বিজয়া সম্মিলনী থেকে ঠিক করে দেবেন অভিষেক ৷ ধরা হচ্ছে এদিন থেকেই পঞ্চায়েত নির্বাচনের প্রচার শুরু হয়ে যাচ্ছে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে ৷ রাজ্যের সব তৃণমূল নেতা-কর্মী থেকে বিরোধী শিবির, সকলের চোখ আজ থাকবে ডায়মন্ড হারবারের দিকে ৷ আরও নির্দিষ্ট করে বললে, অভিষেক বন্দ্যোপাধ্যা কী বার্তা দেন, সেইদিকে ৷