ETV Bharat / state

COVID 19 Vaccination Drive : স্কুলের পর এবার কলেজ-বিশ্ববিদ্যালয়ে টিকাকরণ কলকাতা পৌরনিগমের

স্কুলের পর এবার কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতেও শুরু হল করোনার টিকাকরণ ৷ উদ্যোক্তা কলকাতা পৌরনিগম ।

latest news of Kolkata Municipal Corporation
latest news of Kolkata Municipal Corporation
author img

By

Published : Jun 5, 2021, 7:34 AM IST

কলকাতা , 5 জুন : এবার কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতেও শুরু হল করোনার টিকাকরণ ৷ উদ্যোক্তা কলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation) । ইতিমধ্যেই কলকাতার বুুুুকে তিনটি বিশ্ববিদ্যালয়ে শুরু হয়ে গেছে এই প্রক্রিয়া ৷

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় (Presidency University), যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University) ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে (Rabindra Bharati University) শিক্ষক ও অশিক্ষক কর্মীদের আপাতত নিয়ে আসা হয়েছে টিকাকরণের আওতায় ৷ সম্পূর্ণ বিনামূল্যে চলছে এই টিকাকরণ প্রক্রিয়া ৷

পুর নিগমকে চিঠি দিলেই মিলবে বিনামূল্যে টিকা ৷ এমনকি, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গিয়ে চালানো হবে টিকাকরণ ৷ এমনটাই কথা দেওয়া হয়েছিল কলকাতা পৌরনিগমের তরফ থেকে ।

এবার সেই পথেই হাঁটল কলকাতা পৌরনিগম ৷ স্কুলের পর কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতেও চালু করা হল বিনামূল্যে টিকাকরণ ৷

আরও পড়ুন : দিনহাটা ফিরেই পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ উদয়ন গুহের

শুক্রবার রবীন্দ্রভারতীর দুটি ক্যাম্পাসে মিলিয়ে মোট 370 জন কর্মীকে টিকা দেওয়া হয় । একইভাবে টিকাকরণের পর্ব চলে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়েও ৷

আজ শহরের 144 টি ওয়ার্ডের টিকাকরণ সেন্টার গুলি দেড় দিনের জন্য বন্ধ থাকবে ৷ সেইসঙ্গে বন্ধ থাকবে মেগা সেন্টার গুলিও ৷ শুক্রবার পুর প্রশাসক বলেন, "দীর্ঘদিন ধরে এই স্বাস্থ্য কেন্দ্র গুলি থেকে টিকাকরণ চলছে । বহুদিন সাজেশন করা হয়নি । তাই আগামীকাল দুপুর ও রবিবার স্বাস্থ্যকেন্দ্রগুলোতে টিকাকরণ বন্ধক রেখে স্যানিটাইজেশন করা হবে । আগামী সোমবার থেকে আবার স্বাভাবিক নিয়মে টিকাকরণ চলবে ।"

কলকাতা , 5 জুন : এবার কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতেও শুরু হল করোনার টিকাকরণ ৷ উদ্যোক্তা কলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation) । ইতিমধ্যেই কলকাতার বুুুুকে তিনটি বিশ্ববিদ্যালয়ে শুরু হয়ে গেছে এই প্রক্রিয়া ৷

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় (Presidency University), যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University) ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে (Rabindra Bharati University) শিক্ষক ও অশিক্ষক কর্মীদের আপাতত নিয়ে আসা হয়েছে টিকাকরণের আওতায় ৷ সম্পূর্ণ বিনামূল্যে চলছে এই টিকাকরণ প্রক্রিয়া ৷

পুর নিগমকে চিঠি দিলেই মিলবে বিনামূল্যে টিকা ৷ এমনকি, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গিয়ে চালানো হবে টিকাকরণ ৷ এমনটাই কথা দেওয়া হয়েছিল কলকাতা পৌরনিগমের তরফ থেকে ।

এবার সেই পথেই হাঁটল কলকাতা পৌরনিগম ৷ স্কুলের পর কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতেও চালু করা হল বিনামূল্যে টিকাকরণ ৷

আরও পড়ুন : দিনহাটা ফিরেই পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ উদয়ন গুহের

শুক্রবার রবীন্দ্রভারতীর দুটি ক্যাম্পাসে মিলিয়ে মোট 370 জন কর্মীকে টিকা দেওয়া হয় । একইভাবে টিকাকরণের পর্ব চলে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়েও ৷

আজ শহরের 144 টি ওয়ার্ডের টিকাকরণ সেন্টার গুলি দেড় দিনের জন্য বন্ধ থাকবে ৷ সেইসঙ্গে বন্ধ থাকবে মেগা সেন্টার গুলিও ৷ শুক্রবার পুর প্রশাসক বলেন, "দীর্ঘদিন ধরে এই স্বাস্থ্য কেন্দ্র গুলি থেকে টিকাকরণ চলছে । বহুদিন সাজেশন করা হয়নি । তাই আগামীকাল দুপুর ও রবিবার স্বাস্থ্যকেন্দ্রগুলোতে টিকাকরণ বন্ধক রেখে স্যানিটাইজেশন করা হবে । আগামী সোমবার থেকে আবার স্বাভাবিক নিয়মে টিকাকরণ চলবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.