ETV Bharat / state

নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করে আরও দুটি মামলা দায়ের কলকাতা হাইকোর্টে - RESULT

বিধানসভা নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করে শুক্রবার আরও দুটি মামলা দায়ের করা হল কলকাতা হাইকোর্টে । মামলা দুটি করেছেন বনগাঁ দক্ষিণের তৃণমূল প্রার্থী আলোরানি সরকার এবং বৈষ্ণবনগরের বিজেপি প্রার্থী স্বাধীন সরকার । মামলা দুটির পরবর্তী শুনানি হবে 30 জুলাই এবং 20 অগস্ট ।

HIGH COURT
নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করে আরও দুটি মামলা দায়ের কলকাতা হাইকোর্টে
author img

By

Published : Jul 16, 2021, 4:35 PM IST

কলকাতা, 16 জুলাই : বিধানসভা নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করে শুক্রবার আরও দুটি মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে । বনগাঁ দক্ষিণ বিধানসভার ফলকে চ্যালেঞ্জ করে মামলা করেছেন এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী আলোরানী সরকার । তাঁর অভিযোগ, এই কেন্দ্রের জয়ী প্রার্থী স্বপন মজুমদার হলফনামায় মিথ্যা তথ্য দিয়েছেন । সাইলেন্ট পিরিওডে নির্বাচনী প্রচার চালিয়েছেন তিনি । এই কেন্দ্রে সিআরপিএফ জওয়ানরাও প্রভাব খাটিয়েছে ।

মামলাটি আজ বিচারপতি বিবেক চৌধুরীর সিঙ্গেল বেঞ্চে উঠলে বিচারপতি প্রশ্ন করেন, কেন্দ্রীয় জওয়ানরা প্রভাব খাটিয়েছে বলে কি কোনও নির্বাচন বাতিল করে দেওয়া যায় ? এরপর তিনি বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের নির্বাচনের সব ভিডিয়ো রেকর্ডিং, ভিভিপ্যাট, ইভিএম সহ সমস্ত তথ্য সংরক্ষণ করার নির্দেশ দিয়েছেন । আগামী 30 জুলাই মামলাটির পরবর্তী শুনানি হবে । সেদিন দুই প্রার্থীকেই আদালতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে ।

অন্যদিকে মালদার বৈষ্ণবনগর বিধানসভার ফলাফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিজেপি প্রার্থী স্বাধীন সরকার । নির্বাচনে তৃণমূল প্রার্থী চন্দনা সরকারের কাছে মাত্র 2471 ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন তিনি । শুক্রবার মামলাটি বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গেল বেঞ্চে উঠলে তিনি জয়ী তৃণমূল প্রার্থী চন্দনা সরকারকে নোটিস দেওয়ার নির্দেশ দিয়েছেন । পাশাপাশি ইভিএম, ভিভিপ্যাট সহ সমস্ত নথি ও যাবতীয় ভিডিও রেকর্ডিং নির্বাচন কমিশনকে সংরক্ষণ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি । 20 অগষ্ট মামলার পরবর্তী শুনানি ।

আরও পড়ুন: Madhyamik Result 2021 : মঙ্গলবার মাধ্যমিকের ফলপ্রকাশ

উল্লেখ্য, এতদিন পর্যন্ত বিধানসভা নির্বাচনের ফলাফল পুনর্বিবেচনার দাবিতে কলকাতা হাইকোর্টে তৃণমূল কংগ্রেসের তরফে মামলা দায়ের করা হয়েছিল । কিছুদিন আগে আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি ভোটের ফলাফল পুনর্বিবেচনার দাবিতে মামলা করেছিলেন । এরপর শুক্রবার আরও এক বিজেপি প্রার্থী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন । স্পষ্টতই, ভারতীয় জনতা পার্টির পরাজিত প্রার্থীরাও এবার একে একে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে শুরু করেছেন বিধানসভা নির্বাচনের ফলাফল পুনর্বিবেচনার দাবিতে ।

কলকাতা, 16 জুলাই : বিধানসভা নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করে শুক্রবার আরও দুটি মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে । বনগাঁ দক্ষিণ বিধানসভার ফলকে চ্যালেঞ্জ করে মামলা করেছেন এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী আলোরানী সরকার । তাঁর অভিযোগ, এই কেন্দ্রের জয়ী প্রার্থী স্বপন মজুমদার হলফনামায় মিথ্যা তথ্য দিয়েছেন । সাইলেন্ট পিরিওডে নির্বাচনী প্রচার চালিয়েছেন তিনি । এই কেন্দ্রে সিআরপিএফ জওয়ানরাও প্রভাব খাটিয়েছে ।

মামলাটি আজ বিচারপতি বিবেক চৌধুরীর সিঙ্গেল বেঞ্চে উঠলে বিচারপতি প্রশ্ন করেন, কেন্দ্রীয় জওয়ানরা প্রভাব খাটিয়েছে বলে কি কোনও নির্বাচন বাতিল করে দেওয়া যায় ? এরপর তিনি বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের নির্বাচনের সব ভিডিয়ো রেকর্ডিং, ভিভিপ্যাট, ইভিএম সহ সমস্ত তথ্য সংরক্ষণ করার নির্দেশ দিয়েছেন । আগামী 30 জুলাই মামলাটির পরবর্তী শুনানি হবে । সেদিন দুই প্রার্থীকেই আদালতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে ।

অন্যদিকে মালদার বৈষ্ণবনগর বিধানসভার ফলাফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিজেপি প্রার্থী স্বাধীন সরকার । নির্বাচনে তৃণমূল প্রার্থী চন্দনা সরকারের কাছে মাত্র 2471 ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন তিনি । শুক্রবার মামলাটি বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গেল বেঞ্চে উঠলে তিনি জয়ী তৃণমূল প্রার্থী চন্দনা সরকারকে নোটিস দেওয়ার নির্দেশ দিয়েছেন । পাশাপাশি ইভিএম, ভিভিপ্যাট সহ সমস্ত নথি ও যাবতীয় ভিডিও রেকর্ডিং নির্বাচন কমিশনকে সংরক্ষণ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি । 20 অগষ্ট মামলার পরবর্তী শুনানি ।

আরও পড়ুন: Madhyamik Result 2021 : মঙ্গলবার মাধ্যমিকের ফলপ্রকাশ

উল্লেখ্য, এতদিন পর্যন্ত বিধানসভা নির্বাচনের ফলাফল পুনর্বিবেচনার দাবিতে কলকাতা হাইকোর্টে তৃণমূল কংগ্রেসের তরফে মামলা দায়ের করা হয়েছিল । কিছুদিন আগে আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি ভোটের ফলাফল পুনর্বিবেচনার দাবিতে মামলা করেছিলেন । এরপর শুক্রবার আরও এক বিজেপি প্রার্থী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন । স্পষ্টতই, ভারতীয় জনতা পার্টির পরাজিত প্রার্থীরাও এবার একে একে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে শুরু করেছেন বিধানসভা নির্বাচনের ফলাফল পুনর্বিবেচনার দাবিতে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.