ETV Bharat / state

TMC Protest in Delhi: ট্রেনের পর এবার বাতিল তৃণমূল নেতাদের দিল্লি যাওয়ার বিমানও - বিমান বাতিল

আগামী 2 এবং 3 অক্টোবর দিল্লিতে বিক্ষোভ কর্মসূচি নিয়েছে তৃণমূল ৷ আর সেকারণে বাংলা থেকে মানুষকে নিয়ে যাওয়ার জন্য রেলের কাছে বিশেষ ট্রেনের আবেদন করেছিল তৃণমূল ৷ শুক্রবার সেই আবেদন প্রত্যাখ্যান করেছে রেল ৷ রেলের তরফে পালটা চিঠি দিয়ে তৃণমূল নেতৃত্বকে জানিয়ে দেওয়া হয়, পর্যাপ্ত কোচের অভাবে বিশেষ ট্রেন দিতে তারা অপারগ ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 30, 2023, 9:25 PM IST

কলকাতা, 30 সেপ্টেম্বর: ট্রেনের পর এবার বিমান বাতিলের অভিযোগ তৃণমূলের ৷ কেন্দ্র 100 দিনের কাজের বকেয়া টাকা দিচ্ছে না এই অভিযোগে দিল্লির যন্তরমন্তরে ধরনা-অবস্থানে বসছে তৃণমূল ৷ আর সেই লক্ষ্যে বাংলা থেকে 100 দিনের কাজের ভুক্তভোগীদের সঙ্গে তৃণমূলের শীর্ষ নেতৃত্বও দিল্লি যাওয়ার প্রস্তুতি নিয়েছে ৷ কিন্তু ট্রেনের পর এবার তৃণমূল নেতাদের বিমান বাতিল করার অভিযোগে সরব নেতারা ৷

আগামী 2 এবং 3 অক্টোবর দিল্লিতে বিক্ষোভ কর্মসূচি নিয়েছে তৃণমূল ৷ আর সে কারণে বাংলা থেকে মানুষকে নিয়ে যাওয়ার জন্য রেলের কাছে বিশেষ একটি ট্রেনের আবেদন করেছিল তৃণমূল ৷ শুক্রবার সেই আবেদন প্রত্যাখ্যান করেছে রেল ৷ রেলের তরফে পালটা চিঠি দিয়ে তৃণমূল নেতৃত্বকে জানিয়ে দেওয়া হয়, পর্যাপ্ত কোচের অভাবে বিশেষ ট্রেন দিতে তারা অপারগ ৷ এরপর প্রায় শ'খানেক বাসে করে 100 দিনের কাজের ভুক্তোভোগীদের দিল্লি নিয়ে যাওয়ার পরিকল্পনা করে দল ৷ সেই মতো সকালে বাসও রওনা দেয় দিল্লির উদ্দেশে ৷ অন্যদিকে, তৃণমূলের শীর্ষ নেতৃত্ব বিমানে দিল্লি যাওয়ার জন্য প্রস্তুতি নেয় ৷

  • OUTRAGEOUS!

    After rejecting the request for a special train to Delhi, @BJP4India has now ensured the cancellation of flights that were booked by our leaders.

    These consecutive vindictive moves clearly suggest BJP's ulterior ANTI-BENGAL sentiment.

    Here's a note for the BJP-led… pic.twitter.com/tyUnZlRVYm

    — All India Trinamool Congress (@AITCofficial) September 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: রাজ্য সরকারের বিরুদ্ধে ফের নজরদারির অভিযোগে সরব রাজ্যপাল

রবিবার সন্ধ্যায় বিমানে করে দিল্লি যাওয়ার কথা ছিল 120 জন নেতার ৷ কিন্তু এদিন তৃণমূলের তরফে অভিযোগ করা হয়, আচমকাই সেই বিমান বাতিল করা হয়েছে ৷ এক্ষেত্রেও বিজেপির বিরুদ্ধে প্রতিহিংসার অভিযোগ তুলেছে তৃণমূল ৷ রাজ্যের শাসক দলের তরফে টুইট করে লেখা হয়, "এখন আমাদের নেতাদের জন্য যে বিমানের আসন সংরক্ষণ করা হয়েছিল, সেই ফ্লাইট বাতিল করা হয়েছে ৷ নিশ্চিতও করা হয়েছে যে সেই বিমান বাতিল ৷ এই ক্রমাগত প্রতিহিংসামূলক পদক্ষেপগুলি থেকে স্পষ্টতই বিজেপির চরম বাংলা বিরোধী মনোভাবের ইঙ্গিত দেয়। বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের জন্য আমরা বলব, আপনি আপনার সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করতে পারেন ৷ তবে আমরা রাজধানী দিল্লিতে পৌঁছব এবং ন্যায়বিচারের জন্য আমাদের লড়াই জারি থাকবে ৷ আমরা এই লড়াইয়ে জয়ী হব ৷"

কলকাতা, 30 সেপ্টেম্বর: ট্রেনের পর এবার বিমান বাতিলের অভিযোগ তৃণমূলের ৷ কেন্দ্র 100 দিনের কাজের বকেয়া টাকা দিচ্ছে না এই অভিযোগে দিল্লির যন্তরমন্তরে ধরনা-অবস্থানে বসছে তৃণমূল ৷ আর সেই লক্ষ্যে বাংলা থেকে 100 দিনের কাজের ভুক্তভোগীদের সঙ্গে তৃণমূলের শীর্ষ নেতৃত্বও দিল্লি যাওয়ার প্রস্তুতি নিয়েছে ৷ কিন্তু ট্রেনের পর এবার তৃণমূল নেতাদের বিমান বাতিল করার অভিযোগে সরব নেতারা ৷

আগামী 2 এবং 3 অক্টোবর দিল্লিতে বিক্ষোভ কর্মসূচি নিয়েছে তৃণমূল ৷ আর সে কারণে বাংলা থেকে মানুষকে নিয়ে যাওয়ার জন্য রেলের কাছে বিশেষ একটি ট্রেনের আবেদন করেছিল তৃণমূল ৷ শুক্রবার সেই আবেদন প্রত্যাখ্যান করেছে রেল ৷ রেলের তরফে পালটা চিঠি দিয়ে তৃণমূল নেতৃত্বকে জানিয়ে দেওয়া হয়, পর্যাপ্ত কোচের অভাবে বিশেষ ট্রেন দিতে তারা অপারগ ৷ এরপর প্রায় শ'খানেক বাসে করে 100 দিনের কাজের ভুক্তোভোগীদের দিল্লি নিয়ে যাওয়ার পরিকল্পনা করে দল ৷ সেই মতো সকালে বাসও রওনা দেয় দিল্লির উদ্দেশে ৷ অন্যদিকে, তৃণমূলের শীর্ষ নেতৃত্ব বিমানে দিল্লি যাওয়ার জন্য প্রস্তুতি নেয় ৷

  • OUTRAGEOUS!

    After rejecting the request for a special train to Delhi, @BJP4India has now ensured the cancellation of flights that were booked by our leaders.

    These consecutive vindictive moves clearly suggest BJP's ulterior ANTI-BENGAL sentiment.

    Here's a note for the BJP-led… pic.twitter.com/tyUnZlRVYm

    — All India Trinamool Congress (@AITCofficial) September 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: রাজ্য সরকারের বিরুদ্ধে ফের নজরদারির অভিযোগে সরব রাজ্যপাল

রবিবার সন্ধ্যায় বিমানে করে দিল্লি যাওয়ার কথা ছিল 120 জন নেতার ৷ কিন্তু এদিন তৃণমূলের তরফে অভিযোগ করা হয়, আচমকাই সেই বিমান বাতিল করা হয়েছে ৷ এক্ষেত্রেও বিজেপির বিরুদ্ধে প্রতিহিংসার অভিযোগ তুলেছে তৃণমূল ৷ রাজ্যের শাসক দলের তরফে টুইট করে লেখা হয়, "এখন আমাদের নেতাদের জন্য যে বিমানের আসন সংরক্ষণ করা হয়েছিল, সেই ফ্লাইট বাতিল করা হয়েছে ৷ নিশ্চিতও করা হয়েছে যে সেই বিমান বাতিল ৷ এই ক্রমাগত প্রতিহিংসামূলক পদক্ষেপগুলি থেকে স্পষ্টতই বিজেপির চরম বাংলা বিরোধী মনোভাবের ইঙ্গিত দেয়। বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের জন্য আমরা বলব, আপনি আপনার সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করতে পারেন ৷ তবে আমরা রাজধানী দিল্লিতে পৌঁছব এবং ন্যায়বিচারের জন্য আমাদের লড়াই জারি থাকবে ৷ আমরা এই লড়াইয়ে জয়ী হব ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.