ETV Bharat / state

Heatwave in Bengal: বিকেলের এক পশলা বৃষ্টিতে স্বস্তি তিলোত্তমায়

author img

By

Published : Apr 21, 2023, 6:42 PM IST

Updated : Apr 21, 2023, 7:03 PM IST

তিন মিনিটের বৃষ্টি প্রাণ জুড়োল কলকাতার ৷ সঙ্গে ঝোড়ো হাওয়ায় বেশ খানিকটা নীচে নামল তাপমাত্রার পারদ ৷

Etv Bharat
এক পশলা বৃষ্টিতে সিক্ত হল বঙ্গ
কয়েক পশলা বৃষ্টিতে ভিজল তিলোত্তমা

কলকাতা, 21 এপ্রিল: আকাশ জুড়ে মেঘ নয় হালকা মেঘের আস্তরণ । সঙ্গে দমকা হাওয়া । শুক্রবার বিকেল 5টায় মাত্র তিন মিনিটের বৃষ্টিতেই যেন জ্বালা জুড়োল কলকাতাবাসীর ৷ স্বস্তি এল জনজীবনে । আগামিকাল থেকে দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েইছে ৷ তবে তার আগেই এই এক পশলা বৃষ্টিতেই পারদ নামল 3 থেকে 5 ডিগ্রি ।

আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় আধিকারিক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামিকাল অর্থাৎ 22 এপ্রিল থেকে 25 এপ্রিল পর্যন্ত পর্যন্ত রাজ্যের আর কোনও জায়গায় তাপপ্রবাহের সম্ভাবনা আপাতত নেই ৷ শুক্রবার আলিপুরের তাপমাত্রা ছিল 34.8 ডিগ্রি, দমদমে 35.8 ডিগ্রি, আলিপুর 34.8 ডিগ্রি, সল্টলেক 35.6 ডিগ্রি, ডায়মন্ড হারবার 33.8 ডিগ্রি, বাঁকুড়া 35.8 ডিগ্রি, শ্রীনিকেতন 35.8 ডিগ্রি, আসানসোল 34.8 ডিগ্রি ও জলপাইগুড়ি 31.2 ডিগ্রি ৷

শুক্রবার অধিকাংশ জেলাতেই তাপমাত্রা 4-5 ডিগ্রি কমেছে । আগামিকাল আরও খানিকটা কমবে তাপপ্রবাহ । 22 থেকে 25 তারিখ দক্ষিণবঙ্গের সব জায়গাতেই ঝড় বৃষ্টি শুরু হবে । মধ্য-উত্তরপ্রদেশের উপরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে ৷ এর ফলে বঙ্গোপসাগরের উপর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করেছে ৷ আগামি 5 দিনে তাপমাত্রা অনেকটাই কমে যাবে ৷ সঙ্গে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাসও রয়েছে । আজ মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা, দুই মেদিনীপুরে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি হবে । আগামিকালও চলবে । 23 এবং 24 এপ্রিল দক্ষিণবঙ্গের সব জায়গাতেই ঝড়-বৃষ্টি পরিমাণ বাড়বে ।

আরও পড়ুন: পাহাড়ে বৃষ্টি নামলেও দক্ষিণবঙ্গে চলবে তাপপ্রবাহ, পূর্বাভাস হাওয়া অফিসের

উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে আজ ঝড়-বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে । এছাড়াও জলপাইগুড়ি, কোচবিহার, দুই দিনাজপুর এবং মালদায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে । 25 এপ্রিল দুই বঙ্গেই হালকা বৃষ্টির সম্ভাবনা । এই ঝড় বৃষ্টির সময় বজ্রপাতের সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস । 22 তারিখে হাওয়ার গতি থাকবে 30 থেকে 40 কিলোমিটার ৷ 23 ও 24 এপ্রিল 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে ৷ সঙ্গে বৃষ্টি ৷

কয়েক পশলা বৃষ্টিতে ভিজল তিলোত্তমা

কলকাতা, 21 এপ্রিল: আকাশ জুড়ে মেঘ নয় হালকা মেঘের আস্তরণ । সঙ্গে দমকা হাওয়া । শুক্রবার বিকেল 5টায় মাত্র তিন মিনিটের বৃষ্টিতেই যেন জ্বালা জুড়োল কলকাতাবাসীর ৷ স্বস্তি এল জনজীবনে । আগামিকাল থেকে দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েইছে ৷ তবে তার আগেই এই এক পশলা বৃষ্টিতেই পারদ নামল 3 থেকে 5 ডিগ্রি ।

আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় আধিকারিক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামিকাল অর্থাৎ 22 এপ্রিল থেকে 25 এপ্রিল পর্যন্ত পর্যন্ত রাজ্যের আর কোনও জায়গায় তাপপ্রবাহের সম্ভাবনা আপাতত নেই ৷ শুক্রবার আলিপুরের তাপমাত্রা ছিল 34.8 ডিগ্রি, দমদমে 35.8 ডিগ্রি, আলিপুর 34.8 ডিগ্রি, সল্টলেক 35.6 ডিগ্রি, ডায়মন্ড হারবার 33.8 ডিগ্রি, বাঁকুড়া 35.8 ডিগ্রি, শ্রীনিকেতন 35.8 ডিগ্রি, আসানসোল 34.8 ডিগ্রি ও জলপাইগুড়ি 31.2 ডিগ্রি ৷

শুক্রবার অধিকাংশ জেলাতেই তাপমাত্রা 4-5 ডিগ্রি কমেছে । আগামিকাল আরও খানিকটা কমবে তাপপ্রবাহ । 22 থেকে 25 তারিখ দক্ষিণবঙ্গের সব জায়গাতেই ঝড় বৃষ্টি শুরু হবে । মধ্য-উত্তরপ্রদেশের উপরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে ৷ এর ফলে বঙ্গোপসাগরের উপর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করেছে ৷ আগামি 5 দিনে তাপমাত্রা অনেকটাই কমে যাবে ৷ সঙ্গে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাসও রয়েছে । আজ মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা, দুই মেদিনীপুরে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি হবে । আগামিকালও চলবে । 23 এবং 24 এপ্রিল দক্ষিণবঙ্গের সব জায়গাতেই ঝড়-বৃষ্টি পরিমাণ বাড়বে ।

আরও পড়ুন: পাহাড়ে বৃষ্টি নামলেও দক্ষিণবঙ্গে চলবে তাপপ্রবাহ, পূর্বাভাস হাওয়া অফিসের

উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে আজ ঝড়-বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে । এছাড়াও জলপাইগুড়ি, কোচবিহার, দুই দিনাজপুর এবং মালদায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে । 25 এপ্রিল দুই বঙ্গেই হালকা বৃষ্টির সম্ভাবনা । এই ঝড় বৃষ্টির সময় বজ্রপাতের সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস । 22 তারিখে হাওয়ার গতি থাকবে 30 থেকে 40 কিলোমিটার ৷ 23 ও 24 এপ্রিল 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে ৷ সঙ্গে বৃষ্টি ৷

Last Updated : Apr 21, 2023, 7:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.