ETV Bharat / state

কালোবাজারি হলে কড়া পদক্ষেপ, স্পষ্ট বার্তা মেয়র পারিষদের - allegation of black marketing in 118 no ward

কালোবাজারির অভিযোগ পেয়ে বাজার পরিদর্শন করলেন মেয়র পারিষদ তারক সিং । জানিয়ে দিলেন কোনও ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে ।

image
ছবি
author img

By

Published : Mar 31, 2020, 8:55 PM IST

কলকাতা, 31 মার্চ : ফের কালোবাজারির অভিযোগ উঠল 118 নম্বর ওয়ার্ড এলাকার বেশ কয়েকটি বাজারে। অভিযোগ, লকডাউনের সুযোগে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে । যার সম্মুখীন হচ্ছেন ক্রেতারা । খবর পেয়ে বাজার পরিদর্শনে যান মেয়র পারিষদ তারক সিং । কথা বলেন ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে । স্পষ্ট জানিয়ে দেন, কোনও ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে ।

গতকাল সকালে ভোলা দাস মুখার্জির বাজার পরিদর্শন করেন মেয়র পারিষদ । কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথাও বলেন । খতিয়ে দেখেন সামগ্রিক পরিস্থিতি । সেই সঙ্গে বাজারে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে মাস্কও বিলি করেন । জানিয়ে দেন, যদি কোনওরকম কালোবাজারির অভিযোগ আসে । তাহলে কড়া পদক্ষেপ করবে প্রশাসন । পাশাপাশি এলাকার লোকজনের মধ্যে চাল, ডাল ও প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হবে ।

মেয়র পারিষদ তারক সিং বলেন, "যাঁদের কাছে রেশন কার্ড রয়েছে আগামী 2 ও 3 এপ্রিল রেশন দোকান থেকে তাঁদের 5 কেজি চাল, 3 কেজি ডাল, 5 কেজি আলু ও সাবান দেওয়া হবে । যাতে আগামী 15 দিনের জন্য খাবার মজুত করতে পারে সাধারণ মানুষ। প্রায় সাড়ে 25 হাজার মানুষ ওই এলাকায় রয়েছেন । এদের প্রত্যেকের কাছে রেশন কার্ড রয়েছে। এছাড়াও ওই এলাকায় বহু মানুষ রয়েছেন, যাঁদের রেশন কার্ড নেই । তাঁদের জন্য বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে । এলাকা ঘুরে ঘুরে গরিব মানুষজনের হাতে 5 কেজি চাল, 3 কেজি ডাল, 5 কেজি আলু ও একটি করে সাবান বিলি করা হচ্ছে।"

রবিবার 250 জন গরিবের মধ্যে 5 কেজি চাল, 3 কেজি ডাল, 5 কেজি আলু ও একটি করে সাবান বিলি করেছেন মেয়র পারিষদ তারক সিং। তিনি জানান, যদি এলাকার কোনও মানুষ আর্থিক সমস্যায় পড়েন । তাঁদের কাছে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী না থাকে । তাহলে তাঁদের বাড়িতে খাদ্য সামগ্রী দেওয়া পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে।

কলকাতা, 31 মার্চ : ফের কালোবাজারির অভিযোগ উঠল 118 নম্বর ওয়ার্ড এলাকার বেশ কয়েকটি বাজারে। অভিযোগ, লকডাউনের সুযোগে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে । যার সম্মুখীন হচ্ছেন ক্রেতারা । খবর পেয়ে বাজার পরিদর্শনে যান মেয়র পারিষদ তারক সিং । কথা বলেন ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে । স্পষ্ট জানিয়ে দেন, কোনও ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে ।

গতকাল সকালে ভোলা দাস মুখার্জির বাজার পরিদর্শন করেন মেয়র পারিষদ । কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথাও বলেন । খতিয়ে দেখেন সামগ্রিক পরিস্থিতি । সেই সঙ্গে বাজারে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে মাস্কও বিলি করেন । জানিয়ে দেন, যদি কোনওরকম কালোবাজারির অভিযোগ আসে । তাহলে কড়া পদক্ষেপ করবে প্রশাসন । পাশাপাশি এলাকার লোকজনের মধ্যে চাল, ডাল ও প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হবে ।

মেয়র পারিষদ তারক সিং বলেন, "যাঁদের কাছে রেশন কার্ড রয়েছে আগামী 2 ও 3 এপ্রিল রেশন দোকান থেকে তাঁদের 5 কেজি চাল, 3 কেজি ডাল, 5 কেজি আলু ও সাবান দেওয়া হবে । যাতে আগামী 15 দিনের জন্য খাবার মজুত করতে পারে সাধারণ মানুষ। প্রায় সাড়ে 25 হাজার মানুষ ওই এলাকায় রয়েছেন । এদের প্রত্যেকের কাছে রেশন কার্ড রয়েছে। এছাড়াও ওই এলাকায় বহু মানুষ রয়েছেন, যাঁদের রেশন কার্ড নেই । তাঁদের জন্য বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে । এলাকা ঘুরে ঘুরে গরিব মানুষজনের হাতে 5 কেজি চাল, 3 কেজি ডাল, 5 কেজি আলু ও একটি করে সাবান বিলি করা হচ্ছে।"

রবিবার 250 জন গরিবের মধ্যে 5 কেজি চাল, 3 কেজি ডাল, 5 কেজি আলু ও একটি করে সাবান বিলি করেছেন মেয়র পারিষদ তারক সিং। তিনি জানান, যদি এলাকার কোনও মানুষ আর্থিক সমস্যায় পড়েন । তাঁদের কাছে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী না থাকে । তাহলে তাঁদের বাড়িতে খাদ্য সামগ্রী দেওয়া পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.