ETV Bharat / state

Trinamoole Nabo Jowar: উৎসবের মরশুম মিটলেই কি ফের তৃণমূলে নবজোয়ার ? - Abhishek Will Starts Trinamoole Nabo Jowar

পুজো পার্বণের মরশুম কেটে গেলেই ফের তৃণমূলে নবজোয়ার শুরু করতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তৃণমূল কংগ্রেস সূত্রে এমনটাই খবর ৷

Etv Bharat
তৃণমূলে নবজোয়ারে অভিষেক বন্দ্যোপাধ্যায়
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 17, 2023, 3:14 PM IST

কলকাতা, 17 সেপ্টেম্বর: পঞ্চায়েত নির্বাচনের আগে টানা দুই মাস কোচবিহার থেকে কাকদ্বীপ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে নবজোয়ার কর্মসূচি করেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । সামনেই লোকসভা নির্বাচন । লোকসভা নির্বাচনের আগেও একইভাবে নবজোয়ারে শান দিতে পারেন অভিষেক । আরও একবার পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে মানুষের দরজায় দলীয় অ্যাজেন্ডা নিয়ে পৌঁছে যেতে পারেন তিনি । অন্তত তৃণমূল কংগ্রেস সূত্রে এমনটাই খবর ।

লোকসভা নির্বাচনের আগেই দ্বিতীয় পর্বের নবজোয়ারের সাক্ষী থাকতে পারে বঙ্গবাসী । বলার অপেক্ষা রাখে না, চোব্বিশের লোকসভা নির্বাচন তৃণমূল কংগ্রেসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ । জাতীয় ক্ষেত্রে নিজেদের গ্রহণযোগ্যতা প্রমাণের জন্য বেশি সংখ্যক সাংসদ জিতিয়ে লোকসভায় পাঠানো জরুরি, এটা ভালোভাবেই জানেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক । ইন্ডিয়া জোট নিয়ে দেশজুড়ে যতই আলোচনা বা জল্পনা হোক না কেন, এ রাজ্যে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে প্রধান শক্তি তৃণমূলই । তাই নিজের শক্তি ব্যবহার করেই বিজেপির বিরুদ্ধে কিস্তিমাত করতে তৈরি হচ্ছে তৃণমূল । যেহেতু ঊনিশের লোকসভা নির্বাচনে তৃণমূলের ফল আশানুরূপ হয়নি । এক্ষেত্রে তেইশের ভোটে ঊনিশের পুনরাবৃত্তি চাইছেন না অভিষেক ।

আর তাই আবার কালীঘাটের চৌহদ্দি ছেড়ে পাহাড় থেকে সাগরের মানুষের দরজায় যেতে পারেন অভিষেক । এখনও পর্যন্ত যতটুকু জানা যাচ্ছে, তাতে উৎসবের মরশুম মিটলেই নবজোয়ার কর্মসূচির দ্বিতীয় সংস্করণ শুরু করতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । এই দ্বিতীয় সংস্করণের সূত্রপাত হতে পারে দার্জিলিংয়ের পাহাড় থেকে আর সমাপ্তি অনুষ্ঠান হতে পারে সাগরে । তৃণমূল কংগ্রেস সূত্রে তেমনটাই জানা যাচ্ছে । প্রথম নবজোয়ার কর্মসূচি মূলত পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখেই করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । এই কর্মসূচি থেকেই প্রার্থী বাছাই থেকে শুরু করে দলীয়বার্তা সাধারণ মানুষের কাছে সরাসরি পৌঁছে দিয়েছিলেন তিনি ।

এবার নবজোয়ার কর্মসূচিতে বাংলার বিভিন্ন প্রান্তে পঞ্চায়েতগুলিতে তাদের দল(তৃণমূল কংগ্রেস) গত তিনমাস কী কাজ করছে তার রিপোর্ট কার্ড নিয়ে মানুষের দরজায় যেতে চান বলে খবর পাওয়া যাচ্ছে । এই কর্মসূচি থেকে যে এলাকায় তিনি যাবেন সেখানে তৃণমূলের পঞ্চায়েত শেষ তিন মাসে কী কাজ করেছে তার খতিয়ান তুলে ধরতে পারেন বলেও খবর । এর থেকে একটা জিনিস স্পষ্ট যে, বিরোধীরা যখন ব্যক্তি আক্রমণ সরকারের ব্যর্থতা দুর্নীতিকে ইস্যু করছে সেখানে তৃণমূলের প্রচারের ভরসার জায়গা অবশ্যই তৃণমূলস্তর থেকে উন্নয়ন । আর এই উন্নয়নের খতিয়ান নিয়েই মানুষের দরজায় পৌঁছে যাবেন অভিষেক ।

কেন দ্বিতীয় পর্যায়ে নবজোয়ারের সিদ্ধান্ত নিলেন অভিষেক বিশ্লেষণ করতে গিয়ে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক রাজু রায় বলেছেন, "যথেষ্ট পরিকল্পনা করে তথা অঙ্ক কষে আবার এই সিদ্ধান্ত নিতে চলেছেন অভিষেক । 51 দিন ধরে চলা প্রথম পর্যায়ে নবজোয়ারে পশ্চিমবঙ্গের সব জেলায় গিয়েছেন অভিষেক । প্রায় সাড়ে চার হাজার কিলোমিটারের বেশি পথে পঞ্চায়েতের ভোটে চমকপ্রদ ফল করেছে রাজ্যের শাসকদল । আর সে কারণেই হয়তো দ্বিতীয় দফার এই সিদ্ধান্ত নিতে চলেছেন অভিষেক । শুধু পঞ্চায়েত নয় । আশা করা যায় এই কর্মসূচি হলে তা শাসকদলকে অবশ্যই নির্বাচনে সুবিধা করে দেবে ।"

আরও পড়ুন : মমতার ছায়া থেকে বেরিয়ে জননেতা হতেই কি অভিষেকের নবজোয়ার ?

কলকাতা, 17 সেপ্টেম্বর: পঞ্চায়েত নির্বাচনের আগে টানা দুই মাস কোচবিহার থেকে কাকদ্বীপ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে নবজোয়ার কর্মসূচি করেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । সামনেই লোকসভা নির্বাচন । লোকসভা নির্বাচনের আগেও একইভাবে নবজোয়ারে শান দিতে পারেন অভিষেক । আরও একবার পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে মানুষের দরজায় দলীয় অ্যাজেন্ডা নিয়ে পৌঁছে যেতে পারেন তিনি । অন্তত তৃণমূল কংগ্রেস সূত্রে এমনটাই খবর ।

লোকসভা নির্বাচনের আগেই দ্বিতীয় পর্বের নবজোয়ারের সাক্ষী থাকতে পারে বঙ্গবাসী । বলার অপেক্ষা রাখে না, চোব্বিশের লোকসভা নির্বাচন তৃণমূল কংগ্রেসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ । জাতীয় ক্ষেত্রে নিজেদের গ্রহণযোগ্যতা প্রমাণের জন্য বেশি সংখ্যক সাংসদ জিতিয়ে লোকসভায় পাঠানো জরুরি, এটা ভালোভাবেই জানেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক । ইন্ডিয়া জোট নিয়ে দেশজুড়ে যতই আলোচনা বা জল্পনা হোক না কেন, এ রাজ্যে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে প্রধান শক্তি তৃণমূলই । তাই নিজের শক্তি ব্যবহার করেই বিজেপির বিরুদ্ধে কিস্তিমাত করতে তৈরি হচ্ছে তৃণমূল । যেহেতু ঊনিশের লোকসভা নির্বাচনে তৃণমূলের ফল আশানুরূপ হয়নি । এক্ষেত্রে তেইশের ভোটে ঊনিশের পুনরাবৃত্তি চাইছেন না অভিষেক ।

আর তাই আবার কালীঘাটের চৌহদ্দি ছেড়ে পাহাড় থেকে সাগরের মানুষের দরজায় যেতে পারেন অভিষেক । এখনও পর্যন্ত যতটুকু জানা যাচ্ছে, তাতে উৎসবের মরশুম মিটলেই নবজোয়ার কর্মসূচির দ্বিতীয় সংস্করণ শুরু করতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । এই দ্বিতীয় সংস্করণের সূত্রপাত হতে পারে দার্জিলিংয়ের পাহাড় থেকে আর সমাপ্তি অনুষ্ঠান হতে পারে সাগরে । তৃণমূল কংগ্রেস সূত্রে তেমনটাই জানা যাচ্ছে । প্রথম নবজোয়ার কর্মসূচি মূলত পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখেই করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । এই কর্মসূচি থেকেই প্রার্থী বাছাই থেকে শুরু করে দলীয়বার্তা সাধারণ মানুষের কাছে সরাসরি পৌঁছে দিয়েছিলেন তিনি ।

এবার নবজোয়ার কর্মসূচিতে বাংলার বিভিন্ন প্রান্তে পঞ্চায়েতগুলিতে তাদের দল(তৃণমূল কংগ্রেস) গত তিনমাস কী কাজ করছে তার রিপোর্ট কার্ড নিয়ে মানুষের দরজায় যেতে চান বলে খবর পাওয়া যাচ্ছে । এই কর্মসূচি থেকে যে এলাকায় তিনি যাবেন সেখানে তৃণমূলের পঞ্চায়েত শেষ তিন মাসে কী কাজ করেছে তার খতিয়ান তুলে ধরতে পারেন বলেও খবর । এর থেকে একটা জিনিস স্পষ্ট যে, বিরোধীরা যখন ব্যক্তি আক্রমণ সরকারের ব্যর্থতা দুর্নীতিকে ইস্যু করছে সেখানে তৃণমূলের প্রচারের ভরসার জায়গা অবশ্যই তৃণমূলস্তর থেকে উন্নয়ন । আর এই উন্নয়নের খতিয়ান নিয়েই মানুষের দরজায় পৌঁছে যাবেন অভিষেক ।

কেন দ্বিতীয় পর্যায়ে নবজোয়ারের সিদ্ধান্ত নিলেন অভিষেক বিশ্লেষণ করতে গিয়ে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক রাজু রায় বলেছেন, "যথেষ্ট পরিকল্পনা করে তথা অঙ্ক কষে আবার এই সিদ্ধান্ত নিতে চলেছেন অভিষেক । 51 দিন ধরে চলা প্রথম পর্যায়ে নবজোয়ারে পশ্চিমবঙ্গের সব জেলায় গিয়েছেন অভিষেক । প্রায় সাড়ে চার হাজার কিলোমিটারের বেশি পথে পঞ্চায়েতের ভোটে চমকপ্রদ ফল করেছে রাজ্যের শাসকদল । আর সে কারণেই হয়তো দ্বিতীয় দফার এই সিদ্ধান্ত নিতে চলেছেন অভিষেক । শুধু পঞ্চায়েত নয় । আশা করা যায় এই কর্মসূচি হলে তা শাসকদলকে অবশ্যই নির্বাচনে সুবিধা করে দেবে ।"

আরও পড়ুন : মমতার ছায়া থেকে বেরিয়ে জননেতা হতেই কি অভিষেকের নবজোয়ার ?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.