ETV Bharat / state

ভোট মিটতেই পুরনো পদে বহাল বীরেন্দ্র ও জাভেদ শামিম, সরানো হল পূর্ব মেদিনীপুরের এডিএমকেও

author img

By

Published : May 5, 2021, 7:48 PM IST

ভোট মিটতেই রদবদল করা হল বিভিন্ন প্রশাসনিক পদে ৷ রাজ্য পুলিশের ডিজির পদ থেকে বীরেন্দ্রকে এবং এডিজির (আইনশৃঙ্খলা) পদ থেকে জাভেদ শামিমকে ভোটের শুরুতেই তাঁদের পদ থেকে সরিয়েছিল নির্বাচন কমিশন ৷ ভোট মিটতেই তাঁদের পুরনো পদে ফেরালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বুধবার শপথ নিয়েই এই কাজটি করেন তিনি ৷

পুরনো পদে বহাল বীরেন্দ্র ও জাভেদ শামীম
পুরনো পদে বহাল বীরেন্দ্র ও জাভেদ শামীম

কলকাতা, 5 মে: রাজ্যে ভোট প্রক্রিয়ার শুরুতেই রাজ্য পুলিশের ডিজির পদ থেকে বীরেন্দ্রকে এবং এডিজির (আইনশৃঙ্খলা) পদ থেকে জাভেদ শামিমকে অপসারিত করেছিল নির্বাচন কমিশন । তাঁদের পরিবর্তে দুই পদে বসানো হয়েছিল পি নীরজনয়ন ও জগমোহনকে । বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েই ডিজি ও এডিজি (আইনশৃঙ্খলা) পদে অপসারিত দুই পুলিশ আধিকারিক ফিরিয়ে আনলেন মমতা বন্দ্যোপাধ্যায় । ফলে বুধবার থেকেই ডিজির পদে ফিরে এলেন বীরেন্দ্র ও এডিজি (আইনশৃঙ্খলা) পদে ফিরলেন জাভেদ শামিম ।

কমিশনের রাজ্য পুলিশের ডিজির পদে যাঁকে বসেছিলেন সেই পি নীরজনয়নকে দমকলের ডিজি পদে সরিয়ে দেওয়া হল । আর এডিজি (আইনশৃঙ্খলা)-এর দায়িত্বে থাকা জগমোহনকে পাঠানো হল এডিজি আসামরিক প্রতিরক্ষা পদে । এদিন রাজ্য পুলিশের ডিজি ও এডিজি (আইনশৃঙ্খলা) পদে রদবদলের পাশাপাশি কমিশনের নির্দেশে যাঁরা পুলিশের বিভিন্ন শীর্ষ পদে আসীন হয়েছিলেন তাঁদের বদলেরও ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী ।

নবান্ন সূত্রে খবর, কমিশনের দয়ায় পূর্ব মেদিনীপুর, কোচবিহার ও বীরভূমের পুলিশ সুপারের পদে বসা ‘বিজেপি ঘনিষ্ঠ’ হিসাবে পরিচিত সুনীল যাদব, দেবাশিস ধর ও নগেন্দ্র ত্রিপাঠীকেও আগামী দিনে সরানো হতে পারে । সূত্রের খবর, এই তিনজনকেই কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো হবে । সেই সঙ্গে আর এক ‘বিজেপি ঘনিষ্ঠ’ হিসাবে পরিচিত এডিজি (পশ্চিমাঞ্চল) রাজেশ কুমারকেও গুরুত্বহীন পদে বদলি করা হতে পারে ।

আরও জানা গিয়েছে, পুলিশ আধিকারিকদের পাশাপাশি বেশ কয়েকজন জেলাশাসককেও বদলি করা হতে পারে বলে খবর । ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুরের জেলাশাসক স্মিতা পাণ্ডে সরিয়ে দিল রাজ্য সরকার। তাঁর বদলে পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক হলেন পূর্ণেন্দু মাজি । পূর্ব মেদিনীপুরের জেলাশাসক হিসাবে ইতিমধ্যেই বিজেপির প্রতি বাড়তি পক্ষপাতিত্ব দেখানোর অভিযোগ উঠেছিল স্মিতা পান্ডের বিরুদ্ধে ৷ সেই কারণে এদিন তাঁকে সরিয়ে দেওয়া হল । শুধু তাই নয়, ভোটের সময়ে যে সব জেলাশাসক, পুলিশ সুপার সহ প্রশাসন-পুলিশ আধিকারিকরা বিজেপিকে পরোক্ষে মদত দিয়েছিলেন সেই সব আধিকারিকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার পথে হাঁটা হচ্ছে নবান্ন সূত্রে খবর ।

আরও পড়ুন: ভোট পরবর্তী হিংসার মামলায় এখনই কোনও নির্দেশ নয়: হাইকোর্ট

কলকাতা, 5 মে: রাজ্যে ভোট প্রক্রিয়ার শুরুতেই রাজ্য পুলিশের ডিজির পদ থেকে বীরেন্দ্রকে এবং এডিজির (আইনশৃঙ্খলা) পদ থেকে জাভেদ শামিমকে অপসারিত করেছিল নির্বাচন কমিশন । তাঁদের পরিবর্তে দুই পদে বসানো হয়েছিল পি নীরজনয়ন ও জগমোহনকে । বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েই ডিজি ও এডিজি (আইনশৃঙ্খলা) পদে অপসারিত দুই পুলিশ আধিকারিক ফিরিয়ে আনলেন মমতা বন্দ্যোপাধ্যায় । ফলে বুধবার থেকেই ডিজির পদে ফিরে এলেন বীরেন্দ্র ও এডিজি (আইনশৃঙ্খলা) পদে ফিরলেন জাভেদ শামিম ।

কমিশনের রাজ্য পুলিশের ডিজির পদে যাঁকে বসেছিলেন সেই পি নীরজনয়নকে দমকলের ডিজি পদে সরিয়ে দেওয়া হল । আর এডিজি (আইনশৃঙ্খলা)-এর দায়িত্বে থাকা জগমোহনকে পাঠানো হল এডিজি আসামরিক প্রতিরক্ষা পদে । এদিন রাজ্য পুলিশের ডিজি ও এডিজি (আইনশৃঙ্খলা) পদে রদবদলের পাশাপাশি কমিশনের নির্দেশে যাঁরা পুলিশের বিভিন্ন শীর্ষ পদে আসীন হয়েছিলেন তাঁদের বদলেরও ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী ।

নবান্ন সূত্রে খবর, কমিশনের দয়ায় পূর্ব মেদিনীপুর, কোচবিহার ও বীরভূমের পুলিশ সুপারের পদে বসা ‘বিজেপি ঘনিষ্ঠ’ হিসাবে পরিচিত সুনীল যাদব, দেবাশিস ধর ও নগেন্দ্র ত্রিপাঠীকেও আগামী দিনে সরানো হতে পারে । সূত্রের খবর, এই তিনজনকেই কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো হবে । সেই সঙ্গে আর এক ‘বিজেপি ঘনিষ্ঠ’ হিসাবে পরিচিত এডিজি (পশ্চিমাঞ্চল) রাজেশ কুমারকেও গুরুত্বহীন পদে বদলি করা হতে পারে ।

আরও জানা গিয়েছে, পুলিশ আধিকারিকদের পাশাপাশি বেশ কয়েকজন জেলাশাসককেও বদলি করা হতে পারে বলে খবর । ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুরের জেলাশাসক স্মিতা পাণ্ডে সরিয়ে দিল রাজ্য সরকার। তাঁর বদলে পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক হলেন পূর্ণেন্দু মাজি । পূর্ব মেদিনীপুরের জেলাশাসক হিসাবে ইতিমধ্যেই বিজেপির প্রতি বাড়তি পক্ষপাতিত্ব দেখানোর অভিযোগ উঠেছিল স্মিতা পান্ডের বিরুদ্ধে ৷ সেই কারণে এদিন তাঁকে সরিয়ে দেওয়া হল । শুধু তাই নয়, ভোটের সময়ে যে সব জেলাশাসক, পুলিশ সুপার সহ প্রশাসন-পুলিশ আধিকারিকরা বিজেপিকে পরোক্ষে মদত দিয়েছিলেন সেই সব আধিকারিকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার পথে হাঁটা হচ্ছে নবান্ন সূত্রে খবর ।

আরও পড়ুন: ভোট পরবর্তী হিংসার মামলায় এখনই কোনও নির্দেশ নয়: হাইকোর্ট

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.