ETV Bharat / state

Woodburn Block: পুজোর পরেই উডবার্ন ব্লকে শুরু হচ্ছে ক্যাশলেস প্রক্রিয়া - উডবার্ন ব্লক

এবার নগদ টাকা ছাড়াই বিল মেটাতে পারবেন উডবার্ন ব্লকে থাকা রোগী ও তার পরিবার ৷ এতদিন উডবার্নের রোগীদের নগদে বিল মেটাতে হত ৷ এই সমস্যার সমাধান হতে চলেছে পুজোর পরই ৷

Etv Bharat
উডবার্ন ব্লক
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 9, 2023, 6:49 PM IST

কলকাতা, 9 অক্টোবর: এবার নগদহীন প্রক্রিয়া শুরু হচ্ছে এসএসকেএমের উডবার্ন ব্লকে । পিজির ওই ব্লকে দৈনিক 2 হাজার টাকা ভাড়ায় দু'জনের থাকার শয্যা রয়েছে 12টি, 2 হাজার 500 টাকার কেবিন রয়েছে 10টি এবং 4 হাজার টাকার সুইট রয়েছে 12টি । নতুন প্রকল্পে খরচ হচ্ছে প্রায় 6 কোটি টাকা । তার দরপত্রের প্রক্রিয়া চলছে । এতদিন উডবার্নের রোগীদের নগদে বিল মেটাতে হত । নগদহীন (ক্যাশলেস) কোনও বিমা গ্রহণ করা হত না । তবে সেই সমস্যার সমাধান হতে চলেছে শিগগির ।

সম্প্রতি হাসপাতাল কর্তৃপক্ষ নগদহীন বিমা নেওয়ার বিষয়ে রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠায় । জানা যাচ্ছে, সেই বিষয়ে অনুমোদন মিলেছে । পুজোর পরেই শুরু হবে নতুন এই প্রক্রিয়া । তবে কেবলমাত্র ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে থাকা রোগীরাই সেখানে নগদহীন চিকিৎসা পরিষেবা পাবেন । এই বিষয়ে হাসপাতালের এক কর্তা বলেন, "বিমা করানো আছে ৷ কিন্তু রোগীর পকেটে সেই সময়ে বিল মেটানোর অবস্থা নেই । এমন রোগী উডবার্ন ব্লকে ক্যাশলেস সুবিধা পাবেন ।"
এছাড়াও থাকছে বিশেষ কিছু ব্যবস্থা । নির্দিষ্ট খরচ দিয়ে কেবিনে থাকলেও অস্ত্রোপচারের জন্য রোগীকে নিয়ে যেতে হত অন্য ভবনে । তবে তার পরিবর্তন হয়েছে ইতিমধ্যেই । উডবার্ন ওয়ার্ডেই চালু হচ্ছে সেখানকার রোগীদের জন্য অস্ত্রোপচারের ব্যবস্থা । সাধারণত পূর্ব পরিকল্পিত অস্ত্রোপচার এবং সাধারণ চিকিৎসার প্রয়োজনে আসা রোগীদের একাংশ খরচ দিয়ে উডবার্নে থাকেন । সেখানে তিনতলায় একটি অপারেশন থিয়েটারও রয়েছে । কিন্তু এত দিন সেখানে সাধারণ রোগীদের অস্ত্রোপচারের সুযোগ ছিল না । শুধু কোনও ভিআইপির যদি উডবার্নে ভর্তি থাকাকালীন অস্ত্রোপচারের প্রয়োজন হয়, তাহলে সেটি ব্যবহার করা হত । কিন্তু দীর্ঘদিন ধরে সাধারণ রোগীদেরও দাবি ছিল, উডবার্নেই অস্ত্রোপচার চালু হোক । সেই মতো সম্প্রতি এসএসকেএম কর্তৃপক্ষও সিদ্ধান্ত নিয়েছেন, ওই অপারেশন থিয়েটার এবার থেকে উডবার্নে ভর্তি থাকা অন্য রোগীদের জন্যও ব্যবহৃত হবে ।

কলকাতা, 9 অক্টোবর: এবার নগদহীন প্রক্রিয়া শুরু হচ্ছে এসএসকেএমের উডবার্ন ব্লকে । পিজির ওই ব্লকে দৈনিক 2 হাজার টাকা ভাড়ায় দু'জনের থাকার শয্যা রয়েছে 12টি, 2 হাজার 500 টাকার কেবিন রয়েছে 10টি এবং 4 হাজার টাকার সুইট রয়েছে 12টি । নতুন প্রকল্পে খরচ হচ্ছে প্রায় 6 কোটি টাকা । তার দরপত্রের প্রক্রিয়া চলছে । এতদিন উডবার্নের রোগীদের নগদে বিল মেটাতে হত । নগদহীন (ক্যাশলেস) কোনও বিমা গ্রহণ করা হত না । তবে সেই সমস্যার সমাধান হতে চলেছে শিগগির ।

সম্প্রতি হাসপাতাল কর্তৃপক্ষ নগদহীন বিমা নেওয়ার বিষয়ে রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠায় । জানা যাচ্ছে, সেই বিষয়ে অনুমোদন মিলেছে । পুজোর পরেই শুরু হবে নতুন এই প্রক্রিয়া । তবে কেবলমাত্র ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে থাকা রোগীরাই সেখানে নগদহীন চিকিৎসা পরিষেবা পাবেন । এই বিষয়ে হাসপাতালের এক কর্তা বলেন, "বিমা করানো আছে ৷ কিন্তু রোগীর পকেটে সেই সময়ে বিল মেটানোর অবস্থা নেই । এমন রোগী উডবার্ন ব্লকে ক্যাশলেস সুবিধা পাবেন ।"
এছাড়াও থাকছে বিশেষ কিছু ব্যবস্থা । নির্দিষ্ট খরচ দিয়ে কেবিনে থাকলেও অস্ত্রোপচারের জন্য রোগীকে নিয়ে যেতে হত অন্য ভবনে । তবে তার পরিবর্তন হয়েছে ইতিমধ্যেই । উডবার্ন ওয়ার্ডেই চালু হচ্ছে সেখানকার রোগীদের জন্য অস্ত্রোপচারের ব্যবস্থা । সাধারণত পূর্ব পরিকল্পিত অস্ত্রোপচার এবং সাধারণ চিকিৎসার প্রয়োজনে আসা রোগীদের একাংশ খরচ দিয়ে উডবার্নে থাকেন । সেখানে তিনতলায় একটি অপারেশন থিয়েটারও রয়েছে । কিন্তু এত দিন সেখানে সাধারণ রোগীদের অস্ত্রোপচারের সুযোগ ছিল না । শুধু কোনও ভিআইপির যদি উডবার্নে ভর্তি থাকাকালীন অস্ত্রোপচারের প্রয়োজন হয়, তাহলে সেটি ব্যবহার করা হত । কিন্তু দীর্ঘদিন ধরে সাধারণ রোগীদেরও দাবি ছিল, উডবার্নেই অস্ত্রোপচার চালু হোক । সেই মতো সম্প্রতি এসএসকেএম কর্তৃপক্ষও সিদ্ধান্ত নিয়েছেন, ওই অপারেশন থিয়েটার এবার থেকে উডবার্নে ভর্তি থাকা অন্য রোগীদের জন্যও ব্যবহৃত হবে ।

আরও পড়ুন : দালালচক্র রুখতে তৎপর পুলিশ, এসএসকেএম হাসপাতাল থেকে গ্রেফতার চার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.