ETV Bharat / state

Tiljala Traffic Guard : কৃষ্ণনগরে অ্যাম্বুলেন্সে বালকের মৃত্যুর পর তৎপরতা কলকাতা পুলিশে - ট্র্যাফিক সার্জেন্ট

কৃষ্ণনগরে বিক্ষোভের মুখে পড়ে অ্যাম্বুলেন্সের মধ্যেই প্রাণ হারায় সাত বছরের এক বালক ৷ এই ঘটনার পরই নড়েচড়ে বসল কলকাতা পুলিশ ৷ রাস্তায় বাড়ানো হল ট্র্যাফিক পুলিশের সংখ্যা ৷ কর্তব্যরত সার্জেন্টদের সঙ্গে কথা বলল ইটিভি ভারত ৷

কৃষ্ণনগরে অবরোধের জেরে অ্যাম্বুলেন্সে বালকের মৃত্যুর ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর কলকাতা পুলিশের ট্র্যাফিক বিভাগ
কৃষ্ণনগরে অবরোধের জেরে অ্যাম্বুলেন্সে বালকের মৃত্যুর ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর কলকাতা পুলিশের ট্র্যাফিক বিভাগ
author img

By

Published : Nov 11, 2021, 10:26 PM IST

কলকাতা, 11 নভেম্বর : বুধবার কৃষ্ণনগরে জগদ্ধাত্রীর ঘটপুজোর শোভাযাত্রার দাবিতে রাস্তা অবরোধ করে চলছিল বিক্ষোভ ৷ সেখানেই আটকে পড়ে অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যু হয় বছর সাতের এক বালকের ৷ অ্যাম্বুলেন্সটি মালদা থেকে কৃষ্ণনগর হয় কলকাতাগামী যাচ্ছিল । এই ঘটনা কি কোথাও পুলিশি নিষ্ক্রিয়তাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় না ? কেন অ্যাম্বুলেন্সে মূমুর্ষু রোগী থাকা সত্ত্বেও কোনও পুলিশকর্মী এসে সেই অ্যাম্বুলেন্সকে যাওয়ার রাস্তা করে দিল না ? এই ঘটনার পর উঠছে একাধিক প্রশ্ন ৷

এই ঘটনার যাতে আর পুনরাবৃত্তি না হয় তাই কলকাতা পুলিশের নগরপাল সৌমেন মিত্রের নির্দেশে রাস্তায় দেখা গেল তিনজন কর্তব্যরত সার্জেন্টকে ৷ এদিন পঁচিশটি ট্র্যাফিক গার্ডের অফিসার ইনচার্জ সৌমেন মিত্রের নির্দেশ মতো রাস্তায় অ্যাম্বুলেন্স বা এমারজেন্সি কোনও গাড়ি দেখলে তা ছেড়ে দিতে দেখা গেল কর্তব্যরত সার্জেন্টদের ৷

রাস্তায় থাকা ট্র্যাফিক পুলিশ জানালেন, বাইপাস সংলগ্ন রাস্তায় বেশ কিছু সরকারি এবং বেসরকারি হাসপাতাল রয়েছে ৷ তাই এই রাস্তা দিয়ে প্রায় সময়ই অ্যাম্বুলেন্স পারাপার হয় । কোনও অ্যাম্বুলেন্স যাতে ট্র্যাফিক সিগন্যালে, যানজটে পড়ে আটকে না থাকে তার জন্য তৎপর রয়েছে তিলজলা ট্র্যাফিক পুলিশ ৷

কৃষ্ণনগরে অবরোধের জেরে অ্যাম্বুলেন্সে বালকের মৃত্যুর ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর কলকাতা পুলিশের ট্র্যাফিক বিভাগ

কৃষ্ণনগরের ঘটনায় স্বাভাবিকভাবেই যখন প্রশ্নের মুখে ট্র্যাফিক পুলিশ, তখনই তড়িঘড়ি কলকাতা পুলিশের ট্র্যাফিক বিভাগের এই তৎপরতা চোখে পড়ল তিলজলায় ৷

আরও পড়ুন : Krishnanagar Child Death : ঘটপুজোর শোভাযাত্রার দাবিতে বিক্ষোভ, অ্যাম্বুল্যান্সেই মৃত্যু বালকের

কলকাতা, 11 নভেম্বর : বুধবার কৃষ্ণনগরে জগদ্ধাত্রীর ঘটপুজোর শোভাযাত্রার দাবিতে রাস্তা অবরোধ করে চলছিল বিক্ষোভ ৷ সেখানেই আটকে পড়ে অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যু হয় বছর সাতের এক বালকের ৷ অ্যাম্বুলেন্সটি মালদা থেকে কৃষ্ণনগর হয় কলকাতাগামী যাচ্ছিল । এই ঘটনা কি কোথাও পুলিশি নিষ্ক্রিয়তাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় না ? কেন অ্যাম্বুলেন্সে মূমুর্ষু রোগী থাকা সত্ত্বেও কোনও পুলিশকর্মী এসে সেই অ্যাম্বুলেন্সকে যাওয়ার রাস্তা করে দিল না ? এই ঘটনার পর উঠছে একাধিক প্রশ্ন ৷

এই ঘটনার যাতে আর পুনরাবৃত্তি না হয় তাই কলকাতা পুলিশের নগরপাল সৌমেন মিত্রের নির্দেশে রাস্তায় দেখা গেল তিনজন কর্তব্যরত সার্জেন্টকে ৷ এদিন পঁচিশটি ট্র্যাফিক গার্ডের অফিসার ইনচার্জ সৌমেন মিত্রের নির্দেশ মতো রাস্তায় অ্যাম্বুলেন্স বা এমারজেন্সি কোনও গাড়ি দেখলে তা ছেড়ে দিতে দেখা গেল কর্তব্যরত সার্জেন্টদের ৷

রাস্তায় থাকা ট্র্যাফিক পুলিশ জানালেন, বাইপাস সংলগ্ন রাস্তায় বেশ কিছু সরকারি এবং বেসরকারি হাসপাতাল রয়েছে ৷ তাই এই রাস্তা দিয়ে প্রায় সময়ই অ্যাম্বুলেন্স পারাপার হয় । কোনও অ্যাম্বুলেন্স যাতে ট্র্যাফিক সিগন্যালে, যানজটে পড়ে আটকে না থাকে তার জন্য তৎপর রয়েছে তিলজলা ট্র্যাফিক পুলিশ ৷

কৃষ্ণনগরে অবরোধের জেরে অ্যাম্বুলেন্সে বালকের মৃত্যুর ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর কলকাতা পুলিশের ট্র্যাফিক বিভাগ

কৃষ্ণনগরের ঘটনায় স্বাভাবিকভাবেই যখন প্রশ্নের মুখে ট্র্যাফিক পুলিশ, তখনই তড়িঘড়ি কলকাতা পুলিশের ট্র্যাফিক বিভাগের এই তৎপরতা চোখে পড়ল তিলজলায় ৷

আরও পড়ুন : Krishnanagar Child Death : ঘটপুজোর শোভাযাত্রার দাবিতে বিক্ষোভ, অ্যাম্বুল্যান্সেই মৃত্যু বালকের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.