ETV Bharat / state

Calcutta High Court: রস্টার পরিবর্তন হলেও বিচারপতি গঙ্গোপাধ্যায় ও মান্থার বিচার্য বিষয় অপরিবর্তিত থাকছে - Justice Gangopadhyay and Manthas jurisdiction

বাকিদের মামলা সংক্রান্ত বিষয়ে শুনানির ক্ষেত্রে পরিবর্তন হলেও নয়া রস্টারে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও বিচারপতি রাজাশেখর মান্থা যে বিষয়ে মামলা শুনতেন তার কোনও পরিবর্তন করা হয়নি ৷

Etv Bharat
কলকাতা হাইকোর্ট
author img

By

Published : May 25, 2023, 11:04 PM IST

কলকাতা, 25 মে: হাইকোর্টে বদল হল রস্টার । অর্থাৎ কোন বিচারপতি কী মামলা শুনবেন সেই সংক্রান্ত বিষয়গুলো ঠিক করেন সংশ্লিষ্ট হাইকোর্টের প্রধান বিচারপতি । কয়েকমাস অন্তর অন্তর সেটা ঠিক করা হয় । তবে বৃহস্পতিবার যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও বিচারপতি রাজাশেখর মান্থা যে বিষয়ে মামলা শুনতেন তার কোনও পরিবর্তন করা হয়নি ।

কোন বিচারপতি কী বিষয় সংক্রান্ত মামলা শুনবেন তার যে রস্টার প্রকাশ হয়েছে সেখানে একই রাখা হল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি রাজাশেখর মান্থার বিচার্য বিষয় । প্রাথমিক মামলা শুনবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় । এই মুহূর্তে প্রাথমিকের মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে 32 হাজার শিক্ষকের চাকরি বাতিল সংক্রান্ত মামলা বিচারাধীন রয়েছে । পাশাপাশি পুলিশি নিষ্ক্রিয়তার মামলা শুনবেন রাজাশেখর মান্থা ।

আরও পড়ুন : দুবছরে মামলায় রাজ্য সরকারের খরচ 330 কোটি, দাবি শুভেন্দু অধিকারীর

সাম্প্রতিককালে এই দুই বিচারপতিকে নিয়ে শাসকদলপন্থী আইনজীবীরা আন্দোলনে সামিল হয়েছিলেন । এই দুই বিচারপতির ব্যাপারে একাধিকবার ক্ষোভ ব্যক্ত করা হয়েছে । বিচারপতিদের বেঞ্চও বয়কট করা হয়েছে । যদিও হাইকোর্টের প্রধান বিচারপতি আপাতত তাদের বিচার্য বিষয়ে কোনও পরিবর্তন করলেন না ।

অন্যদিকে পঞ্চায়েত বিষয়ক মামলা বিচারপতি শম্পা সরকারের কাছ থেকে গেল বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে ।বিচারপতির সিনহার কাছে পৌরসভার মামলাগুলোও রয়েছে ।

আগাম জামিন সংক্রান্ত মামলা বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ থেকে চলে গেল বিচারপতি চিত্তরঞ্জন দাসের বেঞ্চে । বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ শুনবে বিভিন্ন ট্রাইব্যুনাল সংক্রান্ত আপিল । জামিন সংক্রান্ত মামলা যেমন ছিল রইল বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে । বিচারপতি বিবেক চৌধুরী যে সমস্ত মামলা শুনতেন তা এখন শুনবেন বিচারপতি জয় সেনগুপ্ত ।

আরও পড়ুন: পৌরনিয়োগে দুর্নীতি সংক্রান্ত আবেদন শোনার এক্তিয়ার নেই, মামলা ছাড়ল ডিভিশন বেঞ্চ

কলকাতা, 25 মে: হাইকোর্টে বদল হল রস্টার । অর্থাৎ কোন বিচারপতি কী মামলা শুনবেন সেই সংক্রান্ত বিষয়গুলো ঠিক করেন সংশ্লিষ্ট হাইকোর্টের প্রধান বিচারপতি । কয়েকমাস অন্তর অন্তর সেটা ঠিক করা হয় । তবে বৃহস্পতিবার যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও বিচারপতি রাজাশেখর মান্থা যে বিষয়ে মামলা শুনতেন তার কোনও পরিবর্তন করা হয়নি ।

কোন বিচারপতি কী বিষয় সংক্রান্ত মামলা শুনবেন তার যে রস্টার প্রকাশ হয়েছে সেখানে একই রাখা হল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি রাজাশেখর মান্থার বিচার্য বিষয় । প্রাথমিক মামলা শুনবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় । এই মুহূর্তে প্রাথমিকের মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে 32 হাজার শিক্ষকের চাকরি বাতিল সংক্রান্ত মামলা বিচারাধীন রয়েছে । পাশাপাশি পুলিশি নিষ্ক্রিয়তার মামলা শুনবেন রাজাশেখর মান্থা ।

আরও পড়ুন : দুবছরে মামলায় রাজ্য সরকারের খরচ 330 কোটি, দাবি শুভেন্দু অধিকারীর

সাম্প্রতিককালে এই দুই বিচারপতিকে নিয়ে শাসকদলপন্থী আইনজীবীরা আন্দোলনে সামিল হয়েছিলেন । এই দুই বিচারপতির ব্যাপারে একাধিকবার ক্ষোভ ব্যক্ত করা হয়েছে । বিচারপতিদের বেঞ্চও বয়কট করা হয়েছে । যদিও হাইকোর্টের প্রধান বিচারপতি আপাতত তাদের বিচার্য বিষয়ে কোনও পরিবর্তন করলেন না ।

অন্যদিকে পঞ্চায়েত বিষয়ক মামলা বিচারপতি শম্পা সরকারের কাছ থেকে গেল বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে ।বিচারপতির সিনহার কাছে পৌরসভার মামলাগুলোও রয়েছে ।

আগাম জামিন সংক্রান্ত মামলা বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ থেকে চলে গেল বিচারপতি চিত্তরঞ্জন দাসের বেঞ্চে । বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ শুনবে বিভিন্ন ট্রাইব্যুনাল সংক্রান্ত আপিল । জামিন সংক্রান্ত মামলা যেমন ছিল রইল বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে । বিচারপতি বিবেক চৌধুরী যে সমস্ত মামলা শুনতেন তা এখন শুনবেন বিচারপতি জয় সেনগুপ্ত ।

আরও পড়ুন: পৌরনিয়োগে দুর্নীতি সংক্রান্ত আবেদন শোনার এক্তিয়ার নেই, মামলা ছাড়ল ডিভিশন বেঞ্চ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.