ETV Bharat / state

Burrabazar Cash Recovery: বালিগঞ্জ ও গড়িয়াহাটের পর এবার বড়বাজারে মিলল টাকার পাহাড়, গ্রেফতার 2 - Kolkata Police

বালিগঞ্জ ও গড়িয়াহাটের পর এ বার বড়বাজারে হদিশ মিলল বিপুল পরিমাণ নগদের (Cash recovered from Burrabazar)৷ একটি বেসরকারি সংস্থার অফিসে হানা দিয়ে লক্ষ লক্ষ টাকা (Burrabazar Cash Recovery) উদ্ধার করেছেন কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার গোয়েন্দারা ৷

Burrabazar Cash Recovery
টাকার পাহাড়
author img

By

Published : Feb 10, 2023, 5:41 PM IST

Updated : Feb 10, 2023, 5:47 PM IST

কলকাতা, 10 ফেব্রুয়ারি: বালিগঞ্জ ও গড়িয়াহাটের পর এ বার বান্ডিল বান্ডিল নোটের (Burrabazar Cash Recovery) হদিশ মিলল মধ্য কলকাতার বড়বাজার থানা এলাকায় (Cash recovered from Burrabazar)। একটি বেসরকারি সংস্থার অফিসে তল্লাশি চালিয়ে প্রায় 35 লক্ষ টাকা উদ্ধার করেন কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার গোয়েন্দারা ৷ এই ঘটনায় এখনও পর্যন্ত 2 জনকে গ্রেফতার করা হয়েছে ৷

উদ্ধার বান্ডিল বান্ডিল টাকা: তদন্তকারী আধিকারিকরা জানতে পারেন যে, হাওয়ালার টাকা বিভিন্ন সংস্থায় খাটানো হচ্ছে । সেই সূত্র ধরেই শুক্রবার দুপুরে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার গোয়েন্দারা বড়বাজার এলাকায় একটি বেসরকারি সংস্থার অফিসে হাজির হন । সেখানকার কর্মী এবং আধিকারিকদের সঙ্গে কথা বলার পর সেখানকার একাধিক লকার থেকে বান্ডিল বান্ডিল নোট উদ্ধার করা হয় । টাকা গোনার জন্য মেশিন আনিয়েছেন গোয়েন্দারা । প্রতিবেদন লেখা পর্যন্ত 35 লক্ষ টাকা উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন: একাধিক শেল কোম্পানির মালিক নিশীথ, উদ্ধার হওয়া কোটি টাকায় হাওয়ালা যোগ পাচ্ছে লালবাজার

গড়িয়াহাটে নগদ উদ্ধারের সঙ্গে যোগ আছে কি না তদন্ত: বৃহস্পতিবার গড়িয়াহাটের মুক্তি ওয়ার্ল্ডের ঠিক সামনে একটি সন্দেহজনক গাড়ি থেকে উদ্ধার হয় নগদ এক কোটি টাকা । পুলিশের এসটিএফ-এর গোয়েন্দারা অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন, সল্টলেকের একজন ব্যবসায়ীর কাছ থেকে ওই টাকা বাঙুর অ্যাভিনিউয়ের এক বাসিন্দা নিশীথ রায়ের হাত ঘুরে বড়বাজারে এক ব্যবসায়ীর কাছে যাচ্ছিল । এ বার গতকাল উদ্ধার হওয়া টাকার সঙ্গে আজকের বড়বাজারে উদ্ধার হওয়া টাকার কোনও যোগ রয়েছে কি না তাও খতিয়ে দেখছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ।

গ্রেফতার 2: এই ঘটনায় এখনও পর্যন্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে ৷ বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । ইতিমধ্যেই শহরজুড়ে বেশ কয়েকটি শেল কোম্পানি বা ভুয়ো কোম্পানির হদিশ পেয়েছেন গোয়েন্দারা । গোয়েন্দাদের অনুমান, কাগজে-কলমে এই সব ভুয়ো বা শেল কোম্পানির নাম দেখিয়ে ভেতরে ভেতরে কালো টাকা সাদা করার কাজ করা হত ।

কলকাতা, 10 ফেব্রুয়ারি: বালিগঞ্জ ও গড়িয়াহাটের পর এ বার বান্ডিল বান্ডিল নোটের (Burrabazar Cash Recovery) হদিশ মিলল মধ্য কলকাতার বড়বাজার থানা এলাকায় (Cash recovered from Burrabazar)। একটি বেসরকারি সংস্থার অফিসে তল্লাশি চালিয়ে প্রায় 35 লক্ষ টাকা উদ্ধার করেন কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার গোয়েন্দারা ৷ এই ঘটনায় এখনও পর্যন্ত 2 জনকে গ্রেফতার করা হয়েছে ৷

উদ্ধার বান্ডিল বান্ডিল টাকা: তদন্তকারী আধিকারিকরা জানতে পারেন যে, হাওয়ালার টাকা বিভিন্ন সংস্থায় খাটানো হচ্ছে । সেই সূত্র ধরেই শুক্রবার দুপুরে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার গোয়েন্দারা বড়বাজার এলাকায় একটি বেসরকারি সংস্থার অফিসে হাজির হন । সেখানকার কর্মী এবং আধিকারিকদের সঙ্গে কথা বলার পর সেখানকার একাধিক লকার থেকে বান্ডিল বান্ডিল নোট উদ্ধার করা হয় । টাকা গোনার জন্য মেশিন আনিয়েছেন গোয়েন্দারা । প্রতিবেদন লেখা পর্যন্ত 35 লক্ষ টাকা উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন: একাধিক শেল কোম্পানির মালিক নিশীথ, উদ্ধার হওয়া কোটি টাকায় হাওয়ালা যোগ পাচ্ছে লালবাজার

গড়িয়াহাটে নগদ উদ্ধারের সঙ্গে যোগ আছে কি না তদন্ত: বৃহস্পতিবার গড়িয়াহাটের মুক্তি ওয়ার্ল্ডের ঠিক সামনে একটি সন্দেহজনক গাড়ি থেকে উদ্ধার হয় নগদ এক কোটি টাকা । পুলিশের এসটিএফ-এর গোয়েন্দারা অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন, সল্টলেকের একজন ব্যবসায়ীর কাছ থেকে ওই টাকা বাঙুর অ্যাভিনিউয়ের এক বাসিন্দা নিশীথ রায়ের হাত ঘুরে বড়বাজারে এক ব্যবসায়ীর কাছে যাচ্ছিল । এ বার গতকাল উদ্ধার হওয়া টাকার সঙ্গে আজকের বড়বাজারে উদ্ধার হওয়া টাকার কোনও যোগ রয়েছে কি না তাও খতিয়ে দেখছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ।

গ্রেফতার 2: এই ঘটনায় এখনও পর্যন্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে ৷ বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । ইতিমধ্যেই শহরজুড়ে বেশ কয়েকটি শেল কোম্পানি বা ভুয়ো কোম্পানির হদিশ পেয়েছেন গোয়েন্দারা । গোয়েন্দাদের অনুমান, কাগজে-কলমে এই সব ভুয়ো বা শেল কোম্পানির নাম দেখিয়ে ভেতরে ভেতরে কালো টাকা সাদা করার কাজ করা হত ।

Last Updated : Feb 10, 2023, 5:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.