ETV Bharat / state

10 বছর পর বদল আসতে চলেছে উচ্চ মাধ্যমিকের সিলেবাসে, জাতীয় স্তরের পরীক্ষার কথা মাথায় রেখেই এই বদল - উচ্চ মাধ্যমিকের পাঠ্যক্রম

WB higher secondary syllabus change: বর্তমানে উচ্চ মাধ্যমিক স্তরে 60টি বিষয় পড়ানো হয়। এর মধ্যে 13টি ভোকেশনাল বিষয় পড়ানো হয়। উচ্চ মাধ্যমিকের পাঠ্যক্রম পরিবর্তন হলেও ভোকেশনাল সাবজেক্টের পাঠ্যক্রম পরিবর্তন করা হচ্ছে না। যেহেতু এই ভোকেশনাল বিষয়ের পাঠ্যক্রম তৈরি করে ভোকেশনাল কাউন্সিল। তাই সেগুলো বাদ দিয়ে মোট 47টি বিষয়ে সিলেবাস বদলের ভাবনা নেওয়া হয়েছে।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 14, 2023, 10:26 PM IST

Updated : Dec 15, 2023, 10:47 AM IST

কলকাতা, 14 ডিসেম্বর: এবার বদল আসতে চলেছে উচ্চ মাধ্যমিকের সিলেবাসে। দীর্ঘ 10 বছর পর বদল আসছে উচ্চ মাধ্যমিকের সিলেবাসে। সব বোর্ডের সঙ্গে সামঞ্জস্য রেখেই এবার তৈরি হচ্ছে নতুন এই সিলেবাস। সিলেবসে মোট 47টি বিষয় বদল করা হচ্ছে বলেই সংসদ সূত্রে খবর। জাতীয় স্তরের পরীক্ষার জন্যে রাজ্যের ছাত্র-ছাত্রীদের যাতে কোনও অসুবিধা না হয়, সেদিকে নজর দিতেই নয়া এই সিলেবাসের তৈরির ভাবনা নেওয়া হয়েছে ৷

বর্তমানে উচ্চ মাধ্যমিক স্তরে 60টি বিষয় পড়ানো হয়। এর মধ্যে 13টি ভোকেশনাল বিষয় পড়ানো হয়। উচ্চ মাধ্যমিকের পাঠ্যক্রম পরিবর্তন হলেও ভোকেশনাল সাবজেক্টের পাঠ্যক্রম পরিবর্তন করা হচ্ছে না। যেহেতু এই ভোকেশনাল বিষয়ের পাঠ্যক্রম তৈরি করে ভোকেশনাল কাউন্সিল। তাই সেগুলো বাদ দিয়ে মোট 47টি বিষয়ে সিলেবাস বদলের ভাবনা নেওয়া হয়েছে। সিলেবাস বদলের বিষয়ে সংসদের সভাপতি চিরঞ্জিব ভট্টাচার্য বলেন, "জাতীয় স্তরে বেশ কিছু পরীক্ষা হয় ৷ সেই পরীক্ষাগুলোর জন্যই ছাত্র-ছাত্রীদের যাতে সুবিধা না হয় তাই এই নতুন সিলেবাস তৈরির ভাবনা। তাই সিলেবাস পরিবর্তন করার সময় এনসিআরটি অর্থাৎ সিবিএসই বোর্ডকে বিশেষ গুরুত্বও দেওয়া হচ্ছে।"

নতুন সিলেবাস তৈরির জন্য 47টি বিষয়ের উপর গঠন করা হয়েছে সিলেবাস সাব কমিটি। সেই কমিটিতে রয়েছে, বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি, কলেজের শিক্ষকের এক প্রতিনিধি এবং দু'জন করে স্কুল শিক্ষক প্রতিনিধি। চার সদস্যের এই কমিটিকে নিয়ে আগামী 16 ডিসেম্বর প্রথম বৈঠক বসতে চলেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদে। সেই বৈঠকে শুধুমাত্র সিলেবাস বদল নয় আরও বেশ কিছু বিষয় নিয়ে কথা হবে বলেই জানাচ্ছেন সংসদ সভাপতি।

তিনি বলেন, "2024-25 শিক্ষাবর্ষ থেকে সেমিস্টারের এর মাধ্যমে উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়ার ভাবনা নিয়েছি। তবে সেই সবগুলোই আলোচনা সাপেক্ষ। তাই এই কমিটির বৈঠকে সেই সময়ে প্রশ্নপত্র ধরন এবং সেমিস্টার পরীক্ষা হলে কেমন সিলেবাস হতে পারে সেই সবকিছু বিবেচনা করা হবে।"

আরও পড়ুন

অঙ্গনওয়াড়ির খিচুড়িতে টিকটিকি! হাসপাতালে ভর্তি একাধিক শিশু, প্রশ্নের মুখে কেন্দ্রের সুরক্ষা ব্যবস্থা

সমাবর্তনের দিন ঘিরে অনিশ্চিয়তা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, কাটল না জট

বকেয়া মহার্ঘভাতার দাবিতে নবান্নের দুয়ারে আন্দোলন, অনুমতি চেয়ে হাইকোর্টে সংগ্রামী যৌথ মঞ্চ

কলকাতা, 14 ডিসেম্বর: এবার বদল আসতে চলেছে উচ্চ মাধ্যমিকের সিলেবাসে। দীর্ঘ 10 বছর পর বদল আসছে উচ্চ মাধ্যমিকের সিলেবাসে। সব বোর্ডের সঙ্গে সামঞ্জস্য রেখেই এবার তৈরি হচ্ছে নতুন এই সিলেবাস। সিলেবসে মোট 47টি বিষয় বদল করা হচ্ছে বলেই সংসদ সূত্রে খবর। জাতীয় স্তরের পরীক্ষার জন্যে রাজ্যের ছাত্র-ছাত্রীদের যাতে কোনও অসুবিধা না হয়, সেদিকে নজর দিতেই নয়া এই সিলেবাসের তৈরির ভাবনা নেওয়া হয়েছে ৷

বর্তমানে উচ্চ মাধ্যমিক স্তরে 60টি বিষয় পড়ানো হয়। এর মধ্যে 13টি ভোকেশনাল বিষয় পড়ানো হয়। উচ্চ মাধ্যমিকের পাঠ্যক্রম পরিবর্তন হলেও ভোকেশনাল সাবজেক্টের পাঠ্যক্রম পরিবর্তন করা হচ্ছে না। যেহেতু এই ভোকেশনাল বিষয়ের পাঠ্যক্রম তৈরি করে ভোকেশনাল কাউন্সিল। তাই সেগুলো বাদ দিয়ে মোট 47টি বিষয়ে সিলেবাস বদলের ভাবনা নেওয়া হয়েছে। সিলেবাস বদলের বিষয়ে সংসদের সভাপতি চিরঞ্জিব ভট্টাচার্য বলেন, "জাতীয় স্তরে বেশ কিছু পরীক্ষা হয় ৷ সেই পরীক্ষাগুলোর জন্যই ছাত্র-ছাত্রীদের যাতে সুবিধা না হয় তাই এই নতুন সিলেবাস তৈরির ভাবনা। তাই সিলেবাস পরিবর্তন করার সময় এনসিআরটি অর্থাৎ সিবিএসই বোর্ডকে বিশেষ গুরুত্বও দেওয়া হচ্ছে।"

নতুন সিলেবাস তৈরির জন্য 47টি বিষয়ের উপর গঠন করা হয়েছে সিলেবাস সাব কমিটি। সেই কমিটিতে রয়েছে, বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি, কলেজের শিক্ষকের এক প্রতিনিধি এবং দু'জন করে স্কুল শিক্ষক প্রতিনিধি। চার সদস্যের এই কমিটিকে নিয়ে আগামী 16 ডিসেম্বর প্রথম বৈঠক বসতে চলেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদে। সেই বৈঠকে শুধুমাত্র সিলেবাস বদল নয় আরও বেশ কিছু বিষয় নিয়ে কথা হবে বলেই জানাচ্ছেন সংসদ সভাপতি।

তিনি বলেন, "2024-25 শিক্ষাবর্ষ থেকে সেমিস্টারের এর মাধ্যমে উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়ার ভাবনা নিয়েছি। তবে সেই সবগুলোই আলোচনা সাপেক্ষ। তাই এই কমিটির বৈঠকে সেই সময়ে প্রশ্নপত্র ধরন এবং সেমিস্টার পরীক্ষা হলে কেমন সিলেবাস হতে পারে সেই সবকিছু বিবেচনা করা হবে।"

আরও পড়ুন

অঙ্গনওয়াড়ির খিচুড়িতে টিকটিকি! হাসপাতালে ভর্তি একাধিক শিশু, প্রশ্নের মুখে কেন্দ্রের সুরক্ষা ব্যবস্থা

সমাবর্তনের দিন ঘিরে অনিশ্চিয়তা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, কাটল না জট

বকেয়া মহার্ঘভাতার দাবিতে নবান্নের দুয়ারে আন্দোলন, অনুমতি চেয়ে হাইকোর্টে সংগ্রামী যৌথ মঞ্চ

Last Updated : Dec 15, 2023, 10:47 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.