ETV Bharat / state

রাজীব কুমারের আগাম জামিন মঞ্জুর - রাজীব কুমারের আগাম জামিন মঞ্জুর

রাজীব কুমারের আগাম জামিন মঞ্জুর করল হাইকোর্ট । জিজ্ঞাসাবাদ করতে হলে 48 ঘণ্টা আগে নোটিশ দিতে হবে বলে জানিয়েছেন বিচারপতি ।

রাজীব কুমার
author img

By

Published : Oct 1, 2019, 11:51 AM IST

Updated : Oct 1, 2019, 12:12 PM IST

কলকাতা, 1 অক্টোবর : রাজীব কুমারের আগাম জামিন মঞ্জুর করল হাইকোর্ট । 50 হাজার টাকার দুটি ব্যক্তিগত বন্ডে তাঁর আগাম জামিন মঞ্জুর করা হয়েছে । এছাড়া উচ্চ আদালত জানিয়েছে, রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করতে হলে অন্তত 48 ঘণ্টা CBI-এ তরফে তাঁকে নোটিশ পাঠাতে হবে ।

গতকালই শেষ হয় রাজীব কুমারের আগাম জামিনের আবেদনের শুনানি । বিচারপতি শহিদুল্লাহ মুন্সি ও শুভাশিস দাসগুপ্তর ডিভিশন বেঞ্চে আগাম জামিনের আবেদনের শুনানি হয় । তবে গতকাল এ নিয়ে উচ্চ আদালত কোনও নির্দেশ দেয়নি । আজ উচ্চ আদালত রাজীব কুমারের আগাম জামিনের আবেদন মঞ্জুর করে । জামিনের আবেদন মঞ্জুর করতে গিয়ে উচ্চ আদালত তাদের পর্যবেক্ষণে জানায়, রাজীব কুমারকে হেপাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই । তাই 50 হাজার টাকার দুটি ব্যক্তিগত বন্ডে তাঁর আগাম জামিন মঞ্জুর করা হল ।

রাজীব কুমারের তরফে আগাম জামিনের আবেদন জানানো হয়েছিল আলিপুর জেলা আদালতে । গত শনিবার সেই আবেদন খারিজ হয়ে যায় । এরপর 23 সেপ্টেম্বর হাইকোর্টের দ্বারস্থ হন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার । 24 সেপ্টেম্বর শুরু হয়েছিল শুনানি, যা শেষ হয় 30 অক্টোবর । CBI ও রাজীব কুমারের আইনজীবীর বক্তব্য শোনার পর আজ উচ্চ আদালত আগাম জামিন মঞ্জুর করে ।

কলকাতা, 1 অক্টোবর : রাজীব কুমারের আগাম জামিন মঞ্জুর করল হাইকোর্ট । 50 হাজার টাকার দুটি ব্যক্তিগত বন্ডে তাঁর আগাম জামিন মঞ্জুর করা হয়েছে । এছাড়া উচ্চ আদালত জানিয়েছে, রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করতে হলে অন্তত 48 ঘণ্টা CBI-এ তরফে তাঁকে নোটিশ পাঠাতে হবে ।

গতকালই শেষ হয় রাজীব কুমারের আগাম জামিনের আবেদনের শুনানি । বিচারপতি শহিদুল্লাহ মুন্সি ও শুভাশিস দাসগুপ্তর ডিভিশন বেঞ্চে আগাম জামিনের আবেদনের শুনানি হয় । তবে গতকাল এ নিয়ে উচ্চ আদালত কোনও নির্দেশ দেয়নি । আজ উচ্চ আদালত রাজীব কুমারের আগাম জামিনের আবেদন মঞ্জুর করে । জামিনের আবেদন মঞ্জুর করতে গিয়ে উচ্চ আদালত তাদের পর্যবেক্ষণে জানায়, রাজীব কুমারকে হেপাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই । তাই 50 হাজার টাকার দুটি ব্যক্তিগত বন্ডে তাঁর আগাম জামিন মঞ্জুর করা হল ।

রাজীব কুমারের তরফে আগাম জামিনের আবেদন জানানো হয়েছিল আলিপুর জেলা আদালতে । গত শনিবার সেই আবেদন খারিজ হয়ে যায় । এরপর 23 সেপ্টেম্বর হাইকোর্টের দ্বারস্থ হন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার । 24 সেপ্টেম্বর শুরু হয়েছিল শুনানি, যা শেষ হয় 30 অক্টোবর । CBI ও রাজীব কুমারের আইনজীবীর বক্তব্য শোনার পর আজ উচ্চ আদালত আগাম জামিন মঞ্জুর করে ।

Intro:রাজীবের আগাম জামিন মঞ্জুর করলো হাইকোর্ট Body:
রাজীবের আগাম জামিন মঞ্জুর করলো হাইকোর্ট।
তাকে যদি গ্রেফতার করাও হয় সঙ্গে সঙ্গে জামিন দিতে হবে।
জিজ্ঞাসাবাদের জন্য ৪৮ ঘন্টা আগে নোটিশ দিতে হবে।রায় হাইকোর্টের।

গতকাল শেষ হয় রাজীব কুমারের আগাম জামিন সংক্রান্ত মামলার শুনানি। এরপর রায়দান স্থগিত রাখে হাইকোর্ট। বিচারপতি শহিদুল্লাহ মুন্সি ও শুভাশিস দাসগুপ্তর ডিভিশন বেঞ্চ।

১৭ সেপ্টেম্বর বারাসাত আদালত এক্তিয়ার নেই বলে রাজীবের আগাম জামিনের আবেদন পাঠিয়ে দেয় আলিপুর আদালতে।সেই মামলায় ACJM আলিপুর , রাজীবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারে সিবিআই তবে তা জামিন অযোগ্য ধারাতে নয় বলে নির্দেশ দেয়।তারপরই রাজীব কুমারের তরফে আগাম জামিনের আবেদন জানানো হয়েছিলো আলিপুর জেলা আদালতে। গত শনিবার সেই আবেদন খারিজ হয়ে যায়। এরপর ২৩ সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন কলকাতার প্রক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার। ২৪ সেপ্টেম্বর শুরু হয় এই মামলার শুনানি। গতকাল দুই পক্ষের বক্তব্য শেষ হয়।Conclusion:
Last Updated : Oct 1, 2019, 12:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.