কলকাতা, 4 নভেম্বর: প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর কোর্সের 80 শতাংশ আসন সংরক্ষিত থাকে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের জন্য । সেই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কোটায় হোম ক্যাটাগরির অধীনে স্নাতকোত্তর কোর্সগুলিতে 80 শতাংশ পড়ুয়াকে ভরতি নেওয়ার প্রক্রিয়া আগেই শেষ হয়ে গেছে। বৃহস্পতিবার থেকে বাকি 20 শতাংশ আসনে পড়ুয়া ভরতির জন্য শুরু হচ্ছে আবেদন গ্রহণ প্রক্রিয়া । অন্যান্য বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের পড়ুয়ারা সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে পারবেন M.A এবং M.Sc কোর্সে ভরতির জন্য । যাদবপুর বিশ্ববিদ্যালয় বৃহস্পতিবার থেকে দিনের M.A কোর্সে ভরতির জন্য হোম স্টুডেন্টস অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের থেকে অনলাইনে আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু করছে ।
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, "বিশ্ববিদ্যালয়ের 80 শতাংশ আসন আমাদের নিজেদের ছাত্র-ছাত্রীদের জন্য সংরক্ষিত থাকে। তাঁদের ভরতি প্রক্রিয়া গত 16 অক্টোবর থেকে শুরু হয়েছিল । এবার আমরা 20 শতাংশ আসনে অন্যান্য বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের পড়ুয়াদের স্নাতকোত্তর কোর্সে ভরতির প্রক্রিয়া চালু করছি ।"
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে মোট 17টি বিভাগে স্নাতকোত্তর কোর্স রয়েছে এবং এই 17টি কোর্স মিলিয়ে 125টি আসন অন্য বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের পড়ুয়াদের জন্য রাখা হয়েছে । অন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য সবথেকে বেশি আসন রয়েছে বায়োটেকনোলজিতে । ওই বিভাগে মোট 20টি আসনের জন্য আবেদন করতে পারবেন অন্য প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা । স্নাতকের মতো এবছর স্নাতকোত্তর কোর্সের ভরতির আবেদন করতে কোনও ফি দিতে হবে না প্রার্থীদের । 12 নভেম্বর পর্যন্ত চলবে এই আবেদন গ্রহণ প্রক্রিয়া। মেধাতালিকা প্রকাশিত হবে 20 নভেম্বর।ইতিমধ্যেই প্রেসিডেন্সির ওয়েবসাইটে বিভিন্ন বিষয়ে ভরতির তালিকা জানিয়ে দেওয়া হয়েছে ।
প্রতি বছর স্নাতকোত্তর কোর্সে ছাত্র ভরতির জন্য প্রবেশিকা পরীক্ষা নিয়ে থাকে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় । বিশ্ববিদ্যালয়ের হয়ে সেই পরীক্ষা (PUMDET) পরিচালনা করত পশ্চিমবঙ্গ জয়েন্ট প্রবেশিকা পরীক্ষা বোর্ড । কিন্তু, এবছর কোরোনা আবহে স্নাতকের মতো স্নাতকোত্তরেরও প্রবেশিকা পরীক্ষা বাতিল করে দেওয়া হয় ।
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেবজ্যোতি কোনার বলেন, "আমরা এবার কোনও অ্যাডমিশন টেস্ট নিতে পারিনি । তাই শুধু স্নাতকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে স্নাতকোত্তরে পড়ুয়া ভরতি নেওয়া হবে না প্রেসিডেন্সিতে । স্নাতকে প্রাপ্ত নম্বরের পাশাপাশি এবছর উচ্চমাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নেওয়া হবে ভরতি । "
অন্যদিকে, যাদবপুর বিশ্ববিদ্যালয় বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে , হোম স্টুডেন্ট অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের যে পড়ুয়ারা B.A. অনার্স কোর্সের ষষ্ঠ সিমেস্টারের পরীক্ষায় দিয়েছেন , তাঁরা সংশ্লিষ্ট বিষয়ে M.A কোর্সে ভরতির জন্য 5 নভেম্বর থেকে অনলাইনে আবেদন করতে পারবেন ।
https://admission.jdvu.ac.in -এই ওয়েব সাইটে 20 নভেম্বর পর্যন্ত আবেদনপত্র পাওয়া যাবে । যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ফ্যাটাল্টি বুধবার একটি বৈঠক করে M.Sc কোর্সে ভরতির নিয়মনীতি স্থির করার জন্য । তাঁরা শীঘ্রই জানিয়ে দেবে কবে থেকে আবেদনপত্র জমা করতে পারবেন পড়ুয়ারা ।