কলকাতা, 1 অগাস্ট: 10 অগাস্ট থেকে রাজ্যজুড়ে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন তথা D.El.Ed কোর্সে ভরতির প্রক্রিয়া শুরু করতে চলেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ । এবছর রাজ্যজুড়ে সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট 45 হাজার 700টি আসনে সম্পূর্ণ অনলাইনে ভরতি প্রক্রিয়া চলবে । বিগত বছরগুলির মতো অনলাইনেই আবেদন করতে পারবেন প্রার্থীরা ।
প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষকতার প্রশিক্ষণের জন্য দু'বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন কোর্সটি করানো হয় । এই নিয়ে চতুর্থ বছর অনলাইনে আবেদনপত্র গ্রহণ করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ । গতকাল একটি সাংবাদিক বৈঠক করে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য বলেন, "প্রতি বছর উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের পর জুলাইয়ে D.El.Ed-এ ভরতি প্রক্রিয়া শুরু হয় । উচ্চশিক্ষা দপ্তর থেকে ঘোষণা করা হয়েছে, 10 অগাস্ট থেকে রাজ্যে অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার প্রক্রিয়াটি শুরু হবে । যার সঙ্গে সঙ্গতি রেখে আমরাও অনলাইনে আবেদনপত্র জমা নেওয়ার প্রক্রিয়া চালু করব 10 অগাস্ট থেকে । 10 অগাস্ট থেকেই আবেদন করা যাবে । আজকেই আমরা এই মর্মে বিস্তারিত বিজ্ঞপ্তি ওয়েবসাইটে প্রকাশ করেছি। বিজ্ঞপ্তিতে ভরতির নিয়ম, যোগ্যতা, প্রতিষ্ঠান ও মাধ্যম অনুযায়ী আসনসংখ্যা, এই সকল সামগ্রিক তথ্য জানিয়ে দেওয়া হয়েছে ৷ যাতে উচ্চমাধ্যমিকে সফল প্রার্থীরা এই তথ্যগুলি পেয়ে যান এবং নিজেকে প্রস্তুত রাখেন 10 তারিখ থেকে আবেদনের জন্য ।"
31 অগাস্ট পর্যন্ত চলবে এই আবেদন গ্রহণের প্রক্রিয়া । এই বছর কোরোনা পরিস্থিতির কথা মাথায় রেখে প্রার্থীদের সুবিধার্থে একটি নতুন পরিষেবা দিতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ । এই পরিষেবা নিয়ে মানিক ভট্টাচার্য বলেন, "আবেদনকারীদের অনলাইনে পাঁচটি আবশ্যক নথি স্ক্যান করে আপলোড করতে হবে । উচ্চশিক্ষা দপ্তরের ব্যবস্থাপনা ও শিক্ষামন্ত্রীর পরামর্শে আমরা একটি সংস্থার সঙ্গে যোগাযোগ করে একটি MOU স্বাক্ষর করেছি । রাজ্যজুড়ে এই সংস্থার 17 হাজার সেন্টার রয়েছে । যেখান থেকে প্রার্থী তাঁর অনলাইন আবেদনপত্র পূরণ ও আবেদনের জন্য প্রয়োজনীয় নথিগুলো স্ক্যান করে নিতে পারবেন ৷ আবেদনপত্রটি জমা দিতেও পারবেন । এর জন্য একটি পয়সাও নেওয়া হবে না প্রার্থীর থেকে । খরচ পুরোটাই পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ বহন করবে । আমাদের ভরতির বিজ্ঞপ্তিতেও এই 17 হাজার সেন্টার সম্পর্কে তথ্য সংযুক্ত করা থাকছে । সুতরাং, সেখানে গিয়ে একজন প্রার্থী তাঁর জেলা, তাঁর ব্লকের সেন্টারের তালিকা দেখে নিয়ে নিজের বাড়ির কাছের সেন্টারটি পছন্দ করে নিতে পারবেন । কোনও প্রার্থী চাইলে নিজের ব্যবস্থাপনাতেও আবেদন করতে পারেন । তবে যাদের কাছে ইন্টারনেট, ল্যাপটপ বা কম্পিউটারের সুবিধা নেই তাঁদের জন্য এবার এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছি ।"
আবেদন ফি বাবদ কত টাকা করে প্রার্থীদের থেকে নেওয়া হবে তা এখনও নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছেন পর্ষদ সভাপতি । তিনি বলেন, "অন্যান্য বছর কমপক্ষে পাঁচ লাখ প্রার্থী আবেদনপত্র জমা দেন । সুতরাং, প্রত্যন্ত গ্রামের প্রার্থীরা যাতে বিনামূল্যে অনলাইনে আবেদন করার সুবিধা পান সেই ব্যবস্থা করেছি । আবেদনপত্র পাওয়ার পর সেগুলো স্ক্রুটিনি করে মেধার ভিত্তিতে আমরা মেধাতালিকা তৈরি করব এবং সেই মেধাতালিকার ভিত্তিতে ছাত্রছাত্রীদের আমরা ভরতি করব । ভরতি প্রক্রিয়াও অনলাইনে হবে । সুতরাং, COVID-19 পরিস্থিতিতে কেউই প্রতিষ্ঠানে না গিয়ে যাতে ভরতি হতে পারেন তার ব্যবস্থা করেছি ।"
রাজ্যের মোট 649 টি প্রতিষ্ঠানে D.El.Ed কোর্স করানো হয় । যার মধ্যে 60 টি সরকারি প্রতিষ্ঠান ও বাকিগুলি সেল্ফ ফিনান্স প্রতিষ্ঠান । এই বছর সরকারি প্রতিষ্ঠানগুলিতে মোট আসন সংখ্যা 3 হাজার 700 টি ও বেসরকারিতে 42 হাজার । মোট 45 হাজার 700 টি আসনের মধ্যে 45 হাজার 200টি আসন বাংলা মাধ্যমের জন্য । 300টি আসন হিন্দি, 100টি নেপালি, 50টি উর্দু ও সাঁওতালি মাধ্যমের জন্য 50টি আসন রয়েছে ।