কলকাতা, 6 মার্চ : আনিশ খানের মৃত্যুর ঘটনা নিয়ে রাস্তায় নেমেছে একাধিক রাজনৈতিক দল । এবার রাস্তায় নেমে সুর চড়াল প্রদেশ কংগ্রেসও ৷ আনিশ খানের অস্বাভাবিক মৃত্যুর তদন্তে ইতিমধ্যে রাজ্য সরকারের তরফে সিট গঠন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । হাইকোর্টের নির্দেশ মেনে কবর থেকে দেহ তুলে দ্বিতীয়বার ময়নাতদন্তও করা হয়েছে ৷ কিন্তু তারপরেও তদন্তে কোনও দিশা দেখাতে পারেনি সিট । তার প্রতিবাদে অধীররঞ্জন চৌধুরীর নেতৃত্বে এদিন বিধান ভবন থেকে পার্ক সার্কাস 7 পয়েন্ট পর্যন্ত মিছিল করল কংগ্রেস (Adhir Ranjan Chowdhury slams Mamata Banerjee) ।
প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, ''সরকার গোটা ঘটনা গোপন করতে চাইছে । তথ্য গোপন করে আসল দোষীদের আড়াল করতে চাইছে । তার জন্যই আমাদের এই আন্দোলন ।''
আরও পড়ুন : Adhir Slams Mamata : ভোটের সময় মুসলমান, ভোট ফুরলেই জাহান্নাম ; মমতাকে কটাক্ষ অধীরের
এদিন দুপুর তিনটের সময় কলকাতার কংগ্রেসের সদর দফতর বিধান ভবন থেকে মিছিল করে কংগ্রেস । নেতৃত্ব দেন অধীর চৌধুরী-সহ কংগ্রেসের একাধিক রাজ্যস্তরের নেতা ।