ETV Bharat / state

Adhir Ranjan Chowdhury Letter to AICC: কৌস্তভদের ক্ষোভ সামালাতে হাইকম্য়ান্ডকে চিঠি অধীরের - কংগ্রেস

হাইকম্যান্ডকে চিঠি পাঠালেন অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury Letter to AICC) ৷ কৌস্তুভ বাগচিদের ক্ষোভ প্রশমনেই এই উদ্যোগ ৷

Adhir Ranjan Chowdhury sent Letter to reform AICC Members List
ফাইল ছবি
author img

By

Published : Feb 22, 2023, 9:57 PM IST

কলকাতা, 22 ফেব্রুয়ারি: বাংলার প্রদেশ কংগ্রেস থেকে নির্বাচিত ও মনোনীত এআইসিসি সদস্যদের তালিকা নিয়ে মঙ্গলবার সকাল থেকেই ক্ষোভ উগরে দিয়েছেন অনেকে ৷ এমনকী, এই ইস্যুতে বেনজিরভাবে সরব হতে দেখা গিয়েছে যুব কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তুভ বাগচিকে ৷ সামাজিক মাধ্যমে 'স্তাবকতা'র প্রসঙ্গ তুলে কঠোর সিদ্ধান্ত নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি ! এই প্রেক্ষাপটে দলীয় নেতা ও কর্মীদের ক্ষোভ প্রশমন করতে দিল্লিতে হাইকম্য়ান্ডকে চিঠি দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury Letter to AICC) ! দলীয় সূত্র মারফত এই তথ্য সামনে এসেছে ৷

ছত্তিশগড়ের রায়পুরে জাতীয় কংগ্রেসের প্লেনারি অধিবেশন অনুষ্ঠিত হতে চলেছে ৷ সেই অনুষ্ঠানের আগেই যাতে বাংলা থেকে নির্বাচিত ও মনোনীত এআইসিসি সদস্যদের তালিকা সংশোধন করে তালিকা থেকে বাদ পড়া নেতাদের পুনরায় তালিভুক্ত করা যায়, দিল্লির কাছে চিঠি পাঠিয়ে অধীর নাকি সেই চেষ্টাই করেছেন ৷ কারণ, তা না-হলে ভোটমুখী বাংলায় সংগঠনে ভাঙন ঠেকানো কঠিন হয়ে যাবে বলে মনে করা হচ্ছে ৷ অন্যদিকে কৌস্তভ ইতিমধ্য়েই জানিয়ে দিয়েছেন, তিনি স্তাবকতা করতে পারবেন না ৷ উলটে স্তাবকতার বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করেছেন তিনি ! তাঁর বক্তব্য, তিনি এর শেষ দেখে ছাড়বেন ! কিন্তু, এই প্রেক্ষাপটে দল যদি তাঁকে বহিষ্কার করে ? এমন প্রশ্নের উত্তরে কৌস্তভের পালটা হুঁশিয়ারি, "ক্ষমতা থাকলে ওঁরা পদক্ষেপ করুন ৷ তেমনটা হলে দলে থেকেই পালটা ব্যবস্থা নেব ৷ "

আরও পড়ুন: মমতা আর গিরগিটির মধ্যে কোনও ফারাক নেই, কটাক্ষ অধীরের

উল্লেখ্য, এআইসিসি অর্থাৎ জাতীয় কংগ্রেস কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সদস্য হিসাবে 68 জনের নামের তালিকা ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে ৷ একইসঙ্গে, 20 জনকে রাখা হয়েছে কোয়াপ্ট তালিকায়। কিন্তু, সেই তালিকায় রাজ্যস্তরের একাধিক চেনা মুখ বাদ পড়েছে ! যাঁদের মধ্যে অন্যতম হলেন কৌস্তুভ বাগচি, ঋজু ঘোষাল, সুমন রায়চৌধুরী, অশোক ভট্টাচার্য প্রমুখ ৷ অন্যদিকে, নিলয় প্রামাণিক, সুমন পালরা সংশ্লিষ্ট তালিকায় ঠাঁই পেয়েছেন ৷ আর সেই কারণেই ফেসবুকে দলের বিরুদ্ধে সরব হন কৌস্তভ ৷

সূত্রের দাবি, এই ঘটনায় মঙ্গলবারই কৌস্তভের সঙ্গে ফোনে কথা বলেন অধীররঞ্জন চৌধুরী ৷ বিষয়টি তিনি দিল্লিকে জানাবেন বলেও আশ্বাস দেন ৷ কৌস্তভ নিজেও এই ফোনালাপের কথা স্বীকার করেছেন ৷ তিনি বলেন, "আমি দলে আছি ৷ এবং দলে থেকেই জঞ্জাল অপসারণের কাজ করব ৷ অধীরদা আমাকে ফোন করেছিলেন ৷ ওঁর সঙ্গে কথা হয়েছে ৷" এ নিয়ে কথা বলার জন্য অধীররঞ্জন চৌধুরীর সঙ্গে বুধবার একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয় ৷ কিন্তু, তাঁকে পাওয়া যায়নি ৷ যদিও পরে নিলয় প্রামাণিক ইটিভি ভারতকে ফোনে জানান, "ইতিমধ্যেই দিল্লিকে বিষয়টি জানিয়েছেন অধীরদা ৷"

কলকাতা, 22 ফেব্রুয়ারি: বাংলার প্রদেশ কংগ্রেস থেকে নির্বাচিত ও মনোনীত এআইসিসি সদস্যদের তালিকা নিয়ে মঙ্গলবার সকাল থেকেই ক্ষোভ উগরে দিয়েছেন অনেকে ৷ এমনকী, এই ইস্যুতে বেনজিরভাবে সরব হতে দেখা গিয়েছে যুব কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তুভ বাগচিকে ৷ সামাজিক মাধ্যমে 'স্তাবকতা'র প্রসঙ্গ তুলে কঠোর সিদ্ধান্ত নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি ! এই প্রেক্ষাপটে দলীয় নেতা ও কর্মীদের ক্ষোভ প্রশমন করতে দিল্লিতে হাইকম্য়ান্ডকে চিঠি দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury Letter to AICC) ! দলীয় সূত্র মারফত এই তথ্য সামনে এসেছে ৷

ছত্তিশগড়ের রায়পুরে জাতীয় কংগ্রেসের প্লেনারি অধিবেশন অনুষ্ঠিত হতে চলেছে ৷ সেই অনুষ্ঠানের আগেই যাতে বাংলা থেকে নির্বাচিত ও মনোনীত এআইসিসি সদস্যদের তালিকা সংশোধন করে তালিকা থেকে বাদ পড়া নেতাদের পুনরায় তালিভুক্ত করা যায়, দিল্লির কাছে চিঠি পাঠিয়ে অধীর নাকি সেই চেষ্টাই করেছেন ৷ কারণ, তা না-হলে ভোটমুখী বাংলায় সংগঠনে ভাঙন ঠেকানো কঠিন হয়ে যাবে বলে মনে করা হচ্ছে ৷ অন্যদিকে কৌস্তভ ইতিমধ্য়েই জানিয়ে দিয়েছেন, তিনি স্তাবকতা করতে পারবেন না ৷ উলটে স্তাবকতার বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করেছেন তিনি ! তাঁর বক্তব্য, তিনি এর শেষ দেখে ছাড়বেন ! কিন্তু, এই প্রেক্ষাপটে দল যদি তাঁকে বহিষ্কার করে ? এমন প্রশ্নের উত্তরে কৌস্তভের পালটা হুঁশিয়ারি, "ক্ষমতা থাকলে ওঁরা পদক্ষেপ করুন ৷ তেমনটা হলে দলে থেকেই পালটা ব্যবস্থা নেব ৷ "

আরও পড়ুন: মমতা আর গিরগিটির মধ্যে কোনও ফারাক নেই, কটাক্ষ অধীরের

উল্লেখ্য, এআইসিসি অর্থাৎ জাতীয় কংগ্রেস কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সদস্য হিসাবে 68 জনের নামের তালিকা ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে ৷ একইসঙ্গে, 20 জনকে রাখা হয়েছে কোয়াপ্ট তালিকায়। কিন্তু, সেই তালিকায় রাজ্যস্তরের একাধিক চেনা মুখ বাদ পড়েছে ! যাঁদের মধ্যে অন্যতম হলেন কৌস্তুভ বাগচি, ঋজু ঘোষাল, সুমন রায়চৌধুরী, অশোক ভট্টাচার্য প্রমুখ ৷ অন্যদিকে, নিলয় প্রামাণিক, সুমন পালরা সংশ্লিষ্ট তালিকায় ঠাঁই পেয়েছেন ৷ আর সেই কারণেই ফেসবুকে দলের বিরুদ্ধে সরব হন কৌস্তভ ৷

সূত্রের দাবি, এই ঘটনায় মঙ্গলবারই কৌস্তভের সঙ্গে ফোনে কথা বলেন অধীররঞ্জন চৌধুরী ৷ বিষয়টি তিনি দিল্লিকে জানাবেন বলেও আশ্বাস দেন ৷ কৌস্তভ নিজেও এই ফোনালাপের কথা স্বীকার করেছেন ৷ তিনি বলেন, "আমি দলে আছি ৷ এবং দলে থেকেই জঞ্জাল অপসারণের কাজ করব ৷ অধীরদা আমাকে ফোন করেছিলেন ৷ ওঁর সঙ্গে কথা হয়েছে ৷" এ নিয়ে কথা বলার জন্য অধীররঞ্জন চৌধুরীর সঙ্গে বুধবার একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয় ৷ কিন্তু, তাঁকে পাওয়া যায়নি ৷ যদিও পরে নিলয় প্রামাণিক ইটিভি ভারতকে ফোনে জানান, "ইতিমধ্যেই দিল্লিকে বিষয়টি জানিয়েছেন অধীরদা ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.