ETV Bharat / state

Bairon Biswas Oath: বাইরন বিশ্বাসের শপথেও জটিলতা ! রাজ্যপালের দ্বারস্থ অধীর-সহ কংগ্রেস নেতৃত্ব - বাইরন বিশ্বাসের শপথেও জটিলতা

ভোটে জেতার পর 9 দিন পেরিয়ে গিয়েছে । এখনও শপথ নিতে পারেননি কংগ্রেসের নব-নির্বাচিত বিধায়ক বাইরন বিশ্বাস । তা নিয়েই এবার রাজ্যপালের দারস্থ প্রদেশ কংগ্রেস (Adhir Ranjan Chowdhury meets Governor) ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 11, 2023, 10:20 PM IST

কলকাতা, 11 মার্চ: সাগরদিঘি উপ-নির্বাচনের ভোট প্রক্রিয়া সম্পন্ন হলেও জটিলতা কাটছে না । 2 তারিখ ভোটের ফল ঘোষণার পরেও নির্বাচিত বিধায়ক বাইরন বিশ্বাস শনিবারও শপথ নিতে পারলেন না । অর্থাৎ ফলপ্রকাশের 9 দিন পেরিয়ে গেলেও শপথ নেওয়া হল না বাইরনের । বাধ্য হয়ে রাজ্যপালের দারস্থ প্রদেশ কংগ্রেস । তাদের আর্জি, দ্রুত বাইরন বিশ্বাসের শপথ হোক । তিনি যাতে শীঘ্রই মানুষের দাবিদাওয়া নিয়ে বিধানসভায় আওয়াজ তুলতে পারেন (Adhir Ranjan Chowdhury meets Governor)।

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন, "2 তারিখ ভোটের ফল ঘোষণা হয়েছে । আজ 11 তারিখ । 9 দিন পরও বাইরন শপথ নিতে পারলেন না । বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় কাছে বাইরন বিশ্বাস-সহ আমাদের প্রাক্তন বিধায়করা যান । কিন্তু, তিনি রাজ্যভবনের উপর দায় চাপান । তাই রাজ্যপালের কাছে এলাম ।"

শনিবার অধীর রঞ্জন চৌধুরী রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করেন । তাঁর সঙ্গে ছিলেন সাগরদীঘির নব-নির্বাচিত বিধায়ক । কংগ্রেস সূত্রে খবর, রাজ্যপাল প্রদেশ কংগ্রেস সভাপতির বক্তব্য শোনেন । তার নির্দিষ্ট বিভাগকে বিষয়টা দেখার নির্দেশ দিয়েছেন । রাজ্যপালের সঙ্গে দেখা করার আগে কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অসিত মিত্র, নেপাল মাহাতোর সঙ্গে বাইরন বিশ্বাস স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন । কিন্তু, বাইরন বিশ্বাসের শপথ গ্রহণ নিয়ে রাজভবন থেকে কোনও বার্তা আসেনি বলেই বিমান বন্দ্যোপাধ্যায় তাদের জানান । বাধ্য হয়ে রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন তাঁরা ।

আরও পড়ুন: 'দলের কিছু মন্ত্রীর অপকর্মের কারণে লাল কার্ড দেখতে হয়েছে', সাগরদিঘির পরাজয়র পর মন্তব্য সাংসদ অপরূপার

রাজভবন থেকে বেরিয়ে অধীর রঞ্জন চৌধুরী জানান, তিনি পাঁচবারের নির্বাচিত সাংসদ । ভোটে জয়ের পর পদ্ধতি মেনেই শপথ নিয়েছেন । সেই পদ্ধতি মেনেই বিধায়কদের শপথ হওয়ার কথা । কিন্তু, আজও বাইরন বিশ্বাস শপথ নিতে পারলেন না । বাইরন শপথ নিতে না-পারায় বিধানসভায় এলাকার মানুষের কথা তুলে ধরতে পারছেন না ।

কলকাতা, 11 মার্চ: সাগরদিঘি উপ-নির্বাচনের ভোট প্রক্রিয়া সম্পন্ন হলেও জটিলতা কাটছে না । 2 তারিখ ভোটের ফল ঘোষণার পরেও নির্বাচিত বিধায়ক বাইরন বিশ্বাস শনিবারও শপথ নিতে পারলেন না । অর্থাৎ ফলপ্রকাশের 9 দিন পেরিয়ে গেলেও শপথ নেওয়া হল না বাইরনের । বাধ্য হয়ে রাজ্যপালের দারস্থ প্রদেশ কংগ্রেস । তাদের আর্জি, দ্রুত বাইরন বিশ্বাসের শপথ হোক । তিনি যাতে শীঘ্রই মানুষের দাবিদাওয়া নিয়ে বিধানসভায় আওয়াজ তুলতে পারেন (Adhir Ranjan Chowdhury meets Governor)।

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন, "2 তারিখ ভোটের ফল ঘোষণা হয়েছে । আজ 11 তারিখ । 9 দিন পরও বাইরন শপথ নিতে পারলেন না । বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় কাছে বাইরন বিশ্বাস-সহ আমাদের প্রাক্তন বিধায়করা যান । কিন্তু, তিনি রাজ্যভবনের উপর দায় চাপান । তাই রাজ্যপালের কাছে এলাম ।"

শনিবার অধীর রঞ্জন চৌধুরী রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করেন । তাঁর সঙ্গে ছিলেন সাগরদীঘির নব-নির্বাচিত বিধায়ক । কংগ্রেস সূত্রে খবর, রাজ্যপাল প্রদেশ কংগ্রেস সভাপতির বক্তব্য শোনেন । তার নির্দিষ্ট বিভাগকে বিষয়টা দেখার নির্দেশ দিয়েছেন । রাজ্যপালের সঙ্গে দেখা করার আগে কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অসিত মিত্র, নেপাল মাহাতোর সঙ্গে বাইরন বিশ্বাস স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন । কিন্তু, বাইরন বিশ্বাসের শপথ গ্রহণ নিয়ে রাজভবন থেকে কোনও বার্তা আসেনি বলেই বিমান বন্দ্যোপাধ্যায় তাদের জানান । বাধ্য হয়ে রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন তাঁরা ।

আরও পড়ুন: 'দলের কিছু মন্ত্রীর অপকর্মের কারণে লাল কার্ড দেখতে হয়েছে', সাগরদিঘির পরাজয়র পর মন্তব্য সাংসদ অপরূপার

রাজভবন থেকে বেরিয়ে অধীর রঞ্জন চৌধুরী জানান, তিনি পাঁচবারের নির্বাচিত সাংসদ । ভোটে জয়ের পর পদ্ধতি মেনেই শপথ নিয়েছেন । সেই পদ্ধতি মেনেই বিধায়কদের শপথ হওয়ার কথা । কিন্তু, আজও বাইরন বিশ্বাস শপথ নিতে পারলেন না । বাইরন শপথ নিতে না-পারায় বিধানসভায় এলাকার মানুষের কথা তুলে ধরতে পারছেন না ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.