ETV Bharat / state

Adhir slams Mamata-Abhishek: দুর্নীতি থেকে বাঁচতে বিজেপির সঙ্গে মমতা ও অভিষেকের সেটিং আছে, অভিযোগ অধীরের - সুজয়কৃষ্ণ ভদ্র

দুর্নীতি থেকে বাঁচতে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির সঙ্গে সমঝোতা করেছে বলে অভিযোগ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী । নিয়োগ দুর্নীতিতে কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে গ্রেফতারি প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন তিনি ৷

Adhir slams Mamata-Abhishek
Adhir slams Mamata-Abhishek
author img

By

Published : May 31, 2023, 7:13 PM IST

Updated : May 31, 2023, 8:24 PM IST

সাংবাদিক বৈঠকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী

কলকাতা, 31 মে: কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রর গ্রেফতারি নিয়ে মুখ খুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী । তাঁর দাবি, সুজয়কৃষ্ণ ভদ্র শুধুমাত্র লেনদেনের বিষয়টাই দেখতেন না, টাকাকে ডলারে পরিণত করার মাস্টার ছিলেন । আর দুর্নীতি থেকে বাঁচতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সঙ্গে সেটিং করে কংগ্রেসের বিরুদ্ধেই লড়াই করছেন । বুধবার প্রদেশ কংগ্রেসের সদর দফতর বিধানভবনে এমনটাই দাবি করেছেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী ।

অধীর চৌধিরী বলেন, "ডলার কনভার্ট মাস্টার কালীঘাটের কাকু । যাঁরা মনে করছিলেন দূরে আছি, তাঁরা এখন চিন্তায় আছেন । খোকাবাবুদের বাড়িতে তল্লাশি হতে পারে । তাই টাকা বিদেশে পাঠাতে পারে । নজর রাখতে হবে ।"

এরপরেই বিজেপির সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সেটিং তত্ত্বের ব্যাখ্যায় ক্রোনোলজি তুলে ধরেন বহরমপুরের সাংসদ । তিনি বলেন, "খোকাবাবুর সঙ্গে বিজেপির চুক্তি হয়েছিল কংগ্রেসের বিরুদ্ধে লড়তে হবে । দিল্লিতে সাড়ে নয় ঘণ্টার জিজ্ঞাসাবাদে পর প্রথমেই কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন । 25 সেপ্টেম্বর সর্বদলীয় বৈঠকে সারা দেশ জুড়ে প্রতিবাদের সিদ্ধান্ত হয়েছিল । দিদি করলেন না । 2021 সালের 9 সেপ্টেম্বরের পর সুর বদলে গেল । দিদিমণি খোকাবাবুর সুর পালটে গেল । তারপর তৃণমূল দলের গ্রেফতারি বেড়ে গেলে । এতকিছুর পরেও বিজেপির সর্বভারতীয় কেউ কিছু বলে ?"

রাজ্য বিজেপির বিরুদ্ধেও অভিযোগ করেন অধীর । তিনি বলেন, "সংসদে গিয়েও তৃণমূলের নেতারা কিছু বলেন না । বাংলার বিজেপি নেতারা সংসদে গিয়ে তৃণমূলের বিরুদ্ধে বলেন না । ইডির কাছে খোকাবাবু ভান্ডার উজাড় করে বলে এসেছে । চিন্তার দরকার । শুধু ক্রোনোলোজি দেখুন ।"

কুড়মি আন্দোলন নিয়ে অধীররঞ্জন চৌধুরী বলেন, "গোটা কুড়মি সমাজকে ক্রিমিনাল করে দিচ্ছে । খোকাববুর উপর কোনোরকম হামলা মানবেন না দিদিমণি ।" মুখ্যমন্ত্রীর নতুন চাকরি ঘোষণা নিয়ে অধীর বলেন, "মমতা প্রতিশ্রুতির নায়িকা । নয় বছরে 18 কোটি চাকরি হয়নি । লাখ লাখ পদ খালি রয়েছে । নিয়োগ হচ্ছে না । ধাপ্পা মারা হচ্ছে । বিনে পয়সায় কেউ কাজ করবে না । দিদিমণি বিনে পয়সায় হেলিকপ্টার চড়েন ।"

আরও পড়ুন: মমতার ঘাড়ে দায় ঠেলে 'ক্রীতদাস' নির্বাচন কমিশনারের তত্ত্ব খাঁড়া করলেন অধীর

ধরনায় থাকা চাকরিপ্রার্থীদের প্রসঙ্গ টেনে অধীরে আরও বলেন, "নিষ্ঠুর নির্দয় মুখ্যমন্ত্রী দেখিনি । চাকরি প্রার্থীদের সঙ্গে দেখা করতে পারলেন না । বিবেকের কোনও তাড়না নেই । যাঁর বিবেক বোধ নেই । তিনি মানুষ নন ।" আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রায় পুলিশি ব্যবস্থা নিয়ে শুভেন্দু অধিকারীর টুইট প্রসঙ্গে বলেন, "সংখ্যা ভুল বলছে । আরও বেশি আছে । তারা দর্শক । 60-70 পার্সেন্ট পুলিশ । সিভিক পুলিশ । ভিড় বাড়তে এসব করছে ।"

সাংবাদিক বৈঠকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী

কলকাতা, 31 মে: কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রর গ্রেফতারি নিয়ে মুখ খুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী । তাঁর দাবি, সুজয়কৃষ্ণ ভদ্র শুধুমাত্র লেনদেনের বিষয়টাই দেখতেন না, টাকাকে ডলারে পরিণত করার মাস্টার ছিলেন । আর দুর্নীতি থেকে বাঁচতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সঙ্গে সেটিং করে কংগ্রেসের বিরুদ্ধেই লড়াই করছেন । বুধবার প্রদেশ কংগ্রেসের সদর দফতর বিধানভবনে এমনটাই দাবি করেছেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী ।

অধীর চৌধিরী বলেন, "ডলার কনভার্ট মাস্টার কালীঘাটের কাকু । যাঁরা মনে করছিলেন দূরে আছি, তাঁরা এখন চিন্তায় আছেন । খোকাবাবুদের বাড়িতে তল্লাশি হতে পারে । তাই টাকা বিদেশে পাঠাতে পারে । নজর রাখতে হবে ।"

এরপরেই বিজেপির সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সেটিং তত্ত্বের ব্যাখ্যায় ক্রোনোলজি তুলে ধরেন বহরমপুরের সাংসদ । তিনি বলেন, "খোকাবাবুর সঙ্গে বিজেপির চুক্তি হয়েছিল কংগ্রেসের বিরুদ্ধে লড়তে হবে । দিল্লিতে সাড়ে নয় ঘণ্টার জিজ্ঞাসাবাদে পর প্রথমেই কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন । 25 সেপ্টেম্বর সর্বদলীয় বৈঠকে সারা দেশ জুড়ে প্রতিবাদের সিদ্ধান্ত হয়েছিল । দিদি করলেন না । 2021 সালের 9 সেপ্টেম্বরের পর সুর বদলে গেল । দিদিমণি খোকাবাবুর সুর পালটে গেল । তারপর তৃণমূল দলের গ্রেফতারি বেড়ে গেলে । এতকিছুর পরেও বিজেপির সর্বভারতীয় কেউ কিছু বলে ?"

রাজ্য বিজেপির বিরুদ্ধেও অভিযোগ করেন অধীর । তিনি বলেন, "সংসদে গিয়েও তৃণমূলের নেতারা কিছু বলেন না । বাংলার বিজেপি নেতারা সংসদে গিয়ে তৃণমূলের বিরুদ্ধে বলেন না । ইডির কাছে খোকাবাবু ভান্ডার উজাড় করে বলে এসেছে । চিন্তার দরকার । শুধু ক্রোনোলোজি দেখুন ।"

কুড়মি আন্দোলন নিয়ে অধীররঞ্জন চৌধুরী বলেন, "গোটা কুড়মি সমাজকে ক্রিমিনাল করে দিচ্ছে । খোকাববুর উপর কোনোরকম হামলা মানবেন না দিদিমণি ।" মুখ্যমন্ত্রীর নতুন চাকরি ঘোষণা নিয়ে অধীর বলেন, "মমতা প্রতিশ্রুতির নায়িকা । নয় বছরে 18 কোটি চাকরি হয়নি । লাখ লাখ পদ খালি রয়েছে । নিয়োগ হচ্ছে না । ধাপ্পা মারা হচ্ছে । বিনে পয়সায় কেউ কাজ করবে না । দিদিমণি বিনে পয়সায় হেলিকপ্টার চড়েন ।"

আরও পড়ুন: মমতার ঘাড়ে দায় ঠেলে 'ক্রীতদাস' নির্বাচন কমিশনারের তত্ত্ব খাঁড়া করলেন অধীর

ধরনায় থাকা চাকরিপ্রার্থীদের প্রসঙ্গ টেনে অধীরে আরও বলেন, "নিষ্ঠুর নির্দয় মুখ্যমন্ত্রী দেখিনি । চাকরি প্রার্থীদের সঙ্গে দেখা করতে পারলেন না । বিবেকের কোনও তাড়না নেই । যাঁর বিবেক বোধ নেই । তিনি মানুষ নন ।" আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রায় পুলিশি ব্যবস্থা নিয়ে শুভেন্দু অধিকারীর টুইট প্রসঙ্গে বলেন, "সংখ্যা ভুল বলছে । আরও বেশি আছে । তারা দর্শক । 60-70 পার্সেন্ট পুলিশ । সিভিক পুলিশ । ভিড় বাড়তে এসব করছে ।"

Last Updated : May 31, 2023, 8:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.