ETV Bharat / state

Adhir on Alliance With CPIM: পঞ্চায়েত নির্বাচনে জোটবার্তা অধীরের, জল মাপছে বামেরা - অধীর চৌধুরী

পঞ্চায়েত নির্বাচনে বামেদের সঙ্গে জোট চাইছেন অধীর চৌধুরী (Adhir on Alliance With CPIM) ৷ তবে, তিনি এ নিয়ে আর আগে থেকে উদ্যোগ নেবেন না বলে জানিয়েছেন ৷ তবে, বামেরা এখনও এনিয়ে ভাবনাচিন্তা করেনি বলে জানান মহম্মদ সেলিম ৷

Adhir on Alliance With CPIM ETV BHARAT
Adhir on Alliance With CPIM
author img

By

Published : Mar 1, 2023, 8:45 PM IST

কলকাতা, 1 মার্চ: মুর্শিদাবাদের সাগরদিঘি উপনির্বাচনে বামেদের সঙ্গে জোটে গিয়েছে কংগ্রেস ৷ এবার আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বামেদের সঙ্গে জোট করতে চাইছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব (Adhir Chowdhury Louds for Alliance with Left) ৷ অধীর চৌধুরী এ বিষয়ে মঙ্গলবার কংগ্রেসের অবস্থান স্পষ্ট করেছেন ৷ অধীর এদিন জানান, রাজ্যস্তরের বাম-কংগ্রেস নেতারা জোট না-চাইলেও নিচুতলার সাধারণ কর্মী জোটবদ্ধ হয়ে তৃণমূল আর বিজেপির বিরুদ্ধে লড়াই করতে চায় ৷ তাই সাগরদিঘি উপনির্বাচনের ধাঁচে পঞ্চায়েত ভোটের কংগ্রেস বামেদের সঙ্গে যেতে চায় ৷

2016 বিধানসভা নির্বাচনে জোট এবং 2021 বিধানসভায় আসন সমঝতা করেছিল বাম-কংগ্রেস ৷ এমনকি 2019 লোকসভাতেও আসন সমঝতায় গিয়েছিল তারা ৷ কিন্তু, ফল খুব একটা সুখকর হয়নি ৷ প্রত্যেকবার হারের মুখ দেখতে হয়েছে বাম-কংগ্রেস জোটকে ৷ এবার পঞ্চায়েত নির্বাচনে বামেদের সঙ্গে জোটের আহ্বান জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ৷ সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীকে সমর্থন জানানোর আহ্বান জানিয়ে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে চিঠি পাঠিয়েছিলেন অধীর ৷ ফোনে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে আবেদন করেছিলেন ৷

অধীরের সেই আবেদনে সাড়া দিয়ে সাগরদিঘি উপনির্বাচনে প্রার্থী দেয়নি বামেরা ৷ সেখানে বাম ও কংগ্রেস কর্মীরা একসঙ্গে জোট প্রার্থীর হয়ে ভোট করিয়েছে ৷ এনিয়ে অধীর চৌধুরীর বলেন, ‘‘সাগরদিঘিতে বাম কংগ্রেস কর্মীরা তৃণমূলের বিরুদ্ধে ভোট দিয়েছে ৷ বহু বিজেপি কর্মী-সমর্থক কংগ্রেস প্রার্থীকে ভোট দিয়েছে ৷ কারণ, তাদের কাছে কংগ্রেস প্রার্থীর গুরুত্ব এবং জয়ের সম্ভাবনা বেশি বলেই মনে হয়েছে ৷’’ তিনি দাবি করেন, গোষ্ঠীদ্বন্দ্বের কারণে তৃণমূল ভোট পায়নি ৷ সেই ভোট কংগ্রেস গিয়েছে বলে জানান অধীর ৷ তিনি আশা প্রকাশ করেছেন, এবার পঞ্চায়েতেও বামেদের সঙ্গে জোট বাঁধবে কংগ্রেস ৷

আরও পড়ুন: সাগরদিঘি মডেলেই পঞ্চায়েত নির্বাচন চাইছে কংগ্রেস

তবে, বামেদের মনোভাব নিয়েও প্রশ্ন তুলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি ৷ প্রতিবার তাদের কেন জোটের আহ্ববান জানিয়ে চিঠি দিতে হবে, সেই প্রশ্ন তুলেছেন অধীর ৷ অধীরের কথায়, ‘‘প্রতিবার কেন আমাকে চিঠি পাঠাতে হবে ?’’ সাগরদিঘিতে তাঁর প্রার্থীর অবস্থান বেশি ভালো বলে জানিয়েছেন অধীর ৷ তাই কংগ্রেস প্রার্থীকে সমর্থন করা আবেদন করেছিলেন ৷ যাতে ভোট ভাগাভাগি না হয়ে ৷ তবে, পঞ্চায়েত নির্বাচনে তিনি আর কোনও চিঠি দেবেন না বলে স্পষ্ট জানিয়েছেন অধীর চৌধুরী ৷

যদিও সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এখনই জোট নিয়ে কোনও মন্তব্য করতে নারাজ ৷ কারণ, রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হয়নি ৷ আর ভোট ঘোষণার পর কী পরিস্থিতি থাকে, তা বিচার করেই কংগ্রেসের সঙ্গে জোটের কথা ভাবা বলে জানিয়েছেন সেলিম ৷

কলকাতা, 1 মার্চ: মুর্শিদাবাদের সাগরদিঘি উপনির্বাচনে বামেদের সঙ্গে জোটে গিয়েছে কংগ্রেস ৷ এবার আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বামেদের সঙ্গে জোট করতে চাইছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব (Adhir Chowdhury Louds for Alliance with Left) ৷ অধীর চৌধুরী এ বিষয়ে মঙ্গলবার কংগ্রেসের অবস্থান স্পষ্ট করেছেন ৷ অধীর এদিন জানান, রাজ্যস্তরের বাম-কংগ্রেস নেতারা জোট না-চাইলেও নিচুতলার সাধারণ কর্মী জোটবদ্ধ হয়ে তৃণমূল আর বিজেপির বিরুদ্ধে লড়াই করতে চায় ৷ তাই সাগরদিঘি উপনির্বাচনের ধাঁচে পঞ্চায়েত ভোটের কংগ্রেস বামেদের সঙ্গে যেতে চায় ৷

2016 বিধানসভা নির্বাচনে জোট এবং 2021 বিধানসভায় আসন সমঝতা করেছিল বাম-কংগ্রেস ৷ এমনকি 2019 লোকসভাতেও আসন সমঝতায় গিয়েছিল তারা ৷ কিন্তু, ফল খুব একটা সুখকর হয়নি ৷ প্রত্যেকবার হারের মুখ দেখতে হয়েছে বাম-কংগ্রেস জোটকে ৷ এবার পঞ্চায়েত নির্বাচনে বামেদের সঙ্গে জোটের আহ্বান জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ৷ সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীকে সমর্থন জানানোর আহ্বান জানিয়ে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে চিঠি পাঠিয়েছিলেন অধীর ৷ ফোনে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে আবেদন করেছিলেন ৷

অধীরের সেই আবেদনে সাড়া দিয়ে সাগরদিঘি উপনির্বাচনে প্রার্থী দেয়নি বামেরা ৷ সেখানে বাম ও কংগ্রেস কর্মীরা একসঙ্গে জোট প্রার্থীর হয়ে ভোট করিয়েছে ৷ এনিয়ে অধীর চৌধুরীর বলেন, ‘‘সাগরদিঘিতে বাম কংগ্রেস কর্মীরা তৃণমূলের বিরুদ্ধে ভোট দিয়েছে ৷ বহু বিজেপি কর্মী-সমর্থক কংগ্রেস প্রার্থীকে ভোট দিয়েছে ৷ কারণ, তাদের কাছে কংগ্রেস প্রার্থীর গুরুত্ব এবং জয়ের সম্ভাবনা বেশি বলেই মনে হয়েছে ৷’’ তিনি দাবি করেন, গোষ্ঠীদ্বন্দ্বের কারণে তৃণমূল ভোট পায়নি ৷ সেই ভোট কংগ্রেস গিয়েছে বলে জানান অধীর ৷ তিনি আশা প্রকাশ করেছেন, এবার পঞ্চায়েতেও বামেদের সঙ্গে জোট বাঁধবে কংগ্রেস ৷

আরও পড়ুন: সাগরদিঘি মডেলেই পঞ্চায়েত নির্বাচন চাইছে কংগ্রেস

তবে, বামেদের মনোভাব নিয়েও প্রশ্ন তুলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি ৷ প্রতিবার তাদের কেন জোটের আহ্ববান জানিয়ে চিঠি দিতে হবে, সেই প্রশ্ন তুলেছেন অধীর ৷ অধীরের কথায়, ‘‘প্রতিবার কেন আমাকে চিঠি পাঠাতে হবে ?’’ সাগরদিঘিতে তাঁর প্রার্থীর অবস্থান বেশি ভালো বলে জানিয়েছেন অধীর ৷ তাই কংগ্রেস প্রার্থীকে সমর্থন করা আবেদন করেছিলেন ৷ যাতে ভোট ভাগাভাগি না হয়ে ৷ তবে, পঞ্চায়েত নির্বাচনে তিনি আর কোনও চিঠি দেবেন না বলে স্পষ্ট জানিয়েছেন অধীর চৌধুরী ৷

যদিও সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এখনই জোট নিয়ে কোনও মন্তব্য করতে নারাজ ৷ কারণ, রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হয়নি ৷ আর ভোট ঘোষণার পর কী পরিস্থিতি থাকে, তা বিচার করেই কংগ্রেসের সঙ্গে জোটের কথা ভাবা বলে জানিয়েছেন সেলিম ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.