ETV Bharat / state

অনিশ্চিত 'ইন্ডিয়া' জোট ! সিপিএমের জাতীয় আলোচনা সভায় নাম নেই প্রদেশ কংগ্রেস সভাপতির - অধীর চৌধুরী

Adhir Chowdhury: সিপিএমের জাতীয় স্তরের আলোচনা সভায় নাম নেই অধীর চৌধুরীর ৷ কংগ্রেসের শীর্ষস্তরের নেতৃত্বের তৃণমূলের প্রতি দুর্বলতা রয়েছে ৷ এই যুক্তিতে অধীরের নাম বাদ দেওয়া হয়েছে ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 16, 2024, 6:58 PM IST

কলকাতা, 16 জানুয়ারি: রাজ্যে 'ইন্ডিয়া' জোটের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত ! সূত্রের দাবি, প্রদেশ কংগ্রেস নেতৃত্বের বড় অংশ তৃণমূলের সঙ্গে জোট বাঁধতে নারাজ ৷ বামেদেরও অবস্থান একই বলে খবর ৷ এর পরেও সিপিএম আয়োজিত 'ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র রক্ষার চ্যালেঞ্জ' শীর্ষক জাতীয়স্তরের আলোচনা সভার বক্তাদের তালিকায় নাম নেই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী ৷

কিন্তু, অন্যান্য বক্তাদের মধ্যে নাম আছে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ৷ উপস্থিত থাকবেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ৷ যদিও সিপিআইএমের ওই সূত্রের দাবি, 'ইন্ডিয়া' জোটে কংগ্রেস শীর্ষ নেতাদের তৃণমূলের প্রতি নরম অবস্থান রয়েছে ৷ সেই কারণেই অধীর চৌধুরীকে প্রথমে বক্তা তালিকায় রাখা হলেও, শেষ পর্যন্ত বাদ দেওয়া হয়েছে ৷ তবে, অনুষ্ঠানে উপস্থিত থাকতে আমন্ত্রণ জানানো হয়েছে তাঁকে ৷ কিন্তু, অধীররঞ্জন চৌধুরী ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না বলে জানিয়ে দিয়েছেন ৷ কারণ, হিসেবে তিনি জানিয়ে এই মুহূর্তে তিনি দিল্লিতে আছেন ৷

প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর 15তম প্রয়াণ দিবসে 17 জানুয়ারি জেবিসিএসএসআর ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান রয়েছে ৷ তার পরে নিউটাউনে জেবিসিএসএসআর প্রাঙ্গণে 'ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র রক্ষার চ্যালেঞ্জ' নামে জাতীয়স্তরের আলোচনা সভা শুরু হবে ৷ যাকে কেন্দ্র করে লোকসভা নির্বাচনের আগে এ রাজ্যে 'ইন্ডিয়া' জোটের ভবিষ্যৎ কী, তা আরও স্পষ্ট হবে বলেই মনে করা হচ্ছে ৷

উল্লেখ্য, 2010 সালে জ্যোতি বসু সোশাল ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারের জন্য রাজারহাটে পাঁচ একর জমি দিয়েছিল হিডকো ৷ কিন্তু, 2011 সালে রাজ্যে পালাবদলের পর আটকে যায় জমি হস্তান্তর প্রক্রিয়া ৷ এ নিয়ে সিপিএমের তরফে রাজ্য সরকারের কাছে একাধিকবার অনুরোধ করা হয়েছিল ৷ বহু টালবাহানার পর জ্যোতি বসু সোশাল ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারের জন্য রাজারহাটে বরাদ্দ পাঁচ একর জমি হস্তান্তরও করে রাজ্য সরকার ৷ সেই সময় সিপিআইএম নেতা রবীন দেবের হাতে জমির প্রয়োজনীয় কাগজপত্র তুলে দেওয়া হয় সরকারের তরফে ৷

আরও পড়ুন:

  1. নীতীশের ফেরানো 'ইন্ডিয়া' জোটের আহ্বায়ক পদে খাড়গে
  2. 'গড়ে মাটি পোক্ত নয়, তারা ছোঁয়ার স্বপ্ন', আসন বণ্টন নিয়ে কংগ্রেসকে তোপ অভিষেকের
  3. রাজ্যে 3% ভোটও নেই কংগ্রেসের, কাজেই দুইয়ের বেশি আসন নিয়ে আলোচনায় না তৃণমূলের

কলকাতা, 16 জানুয়ারি: রাজ্যে 'ইন্ডিয়া' জোটের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত ! সূত্রের দাবি, প্রদেশ কংগ্রেস নেতৃত্বের বড় অংশ তৃণমূলের সঙ্গে জোট বাঁধতে নারাজ ৷ বামেদেরও অবস্থান একই বলে খবর ৷ এর পরেও সিপিএম আয়োজিত 'ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র রক্ষার চ্যালেঞ্জ' শীর্ষক জাতীয়স্তরের আলোচনা সভার বক্তাদের তালিকায় নাম নেই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী ৷

কিন্তু, অন্যান্য বক্তাদের মধ্যে নাম আছে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ৷ উপস্থিত থাকবেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ৷ যদিও সিপিআইএমের ওই সূত্রের দাবি, 'ইন্ডিয়া' জোটে কংগ্রেস শীর্ষ নেতাদের তৃণমূলের প্রতি নরম অবস্থান রয়েছে ৷ সেই কারণেই অধীর চৌধুরীকে প্রথমে বক্তা তালিকায় রাখা হলেও, শেষ পর্যন্ত বাদ দেওয়া হয়েছে ৷ তবে, অনুষ্ঠানে উপস্থিত থাকতে আমন্ত্রণ জানানো হয়েছে তাঁকে ৷ কিন্তু, অধীররঞ্জন চৌধুরী ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না বলে জানিয়ে দিয়েছেন ৷ কারণ, হিসেবে তিনি জানিয়ে এই মুহূর্তে তিনি দিল্লিতে আছেন ৷

প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর 15তম প্রয়াণ দিবসে 17 জানুয়ারি জেবিসিএসএসআর ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান রয়েছে ৷ তার পরে নিউটাউনে জেবিসিএসএসআর প্রাঙ্গণে 'ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র রক্ষার চ্যালেঞ্জ' নামে জাতীয়স্তরের আলোচনা সভা শুরু হবে ৷ যাকে কেন্দ্র করে লোকসভা নির্বাচনের আগে এ রাজ্যে 'ইন্ডিয়া' জোটের ভবিষ্যৎ কী, তা আরও স্পষ্ট হবে বলেই মনে করা হচ্ছে ৷

উল্লেখ্য, 2010 সালে জ্যোতি বসু সোশাল ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারের জন্য রাজারহাটে পাঁচ একর জমি দিয়েছিল হিডকো ৷ কিন্তু, 2011 সালে রাজ্যে পালাবদলের পর আটকে যায় জমি হস্তান্তর প্রক্রিয়া ৷ এ নিয়ে সিপিএমের তরফে রাজ্য সরকারের কাছে একাধিকবার অনুরোধ করা হয়েছিল ৷ বহু টালবাহানার পর জ্যোতি বসু সোশাল ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারের জন্য রাজারহাটে বরাদ্দ পাঁচ একর জমি হস্তান্তরও করে রাজ্য সরকার ৷ সেই সময় সিপিআইএম নেতা রবীন দেবের হাতে জমির প্রয়োজনীয় কাগজপত্র তুলে দেওয়া হয় সরকারের তরফে ৷

আরও পড়ুন:

  1. নীতীশের ফেরানো 'ইন্ডিয়া' জোটের আহ্বায়ক পদে খাড়গে
  2. 'গড়ে মাটি পোক্ত নয়, তারা ছোঁয়ার স্বপ্ন', আসন বণ্টন নিয়ে কংগ্রেসকে তোপ অভিষেকের
  3. রাজ্যে 3% ভোটও নেই কংগ্রেসের, কাজেই দুইয়ের বেশি আসন নিয়ে আলোচনায় না তৃণমূলের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.