ETV Bharat / state

কোরোনা চিকিৎসায় পর্যাপ্ত বেড রাজ্যে, জানাল স্বাস্থ্য দপ্তর - Adequate beds are available in Bengal

কোরোনা ভাইরাস সংক্রমিত রোগীদের নিয়ে ছুটে বেড়াতে হচ্ছে এই হাসপাতাল থেকে অন্য হাসপাতাল । কারণ বেড নেই ৷ এমনটাই অভিযোগ উঠেছিল । কিন্তু এই অভিযোগ খারিজ করে রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে , রাজ্যে কোরোনা রোগীদের জন্য খালি বেডের সংখ্যা 390 টি ৷

Kolkata
কলকাতা
author img

By

Published : Apr 28, 2020, 9:55 PM IST

কলকাতা , 28 এপ্রিল : রাজ‍্যে কোরোনা রোগীদের জন্য পর্যাপ্ত বেড পাওয়া যাচ্ছে না । এমনই অভিযোগ উঠছিল । সেই অভিযোগ খারিজ করে দিল রাজ্য সরকার । আজ রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে জানিয়ে দেওয়া হল , সরকারি এবং আপাতত সরকার অধিগৃহীত হাসপাতালগুলিতে এখনও পর্যন্ত 390 টি বেড রয়েছে ।


কোরোনা ভাইরাস সংক্রমিত রোগীদের নিয়ে ছুটে বেড়াতে হচ্ছে এই হাসপাতাল থেকে অন্য হাসপাতাল । এমনটাই অভিযোগ উঠেছিল । বহু চেষ্টা করে তবেই হাসপাতালের তত্ত্বাবধানে চিকিৎসা পাওয়া যাচ্ছে । কলকাতার একটি নামী বৈদ্যুতিন মাধ্যমের সাংবাদিকের মায়ের ক্ষেত্রে এমন অভিযোগ তোলা হয়েছিল । তারপর এনিয়ে সোশ‍াল মিডিয়ায় সরব হন অনেকেই। বিষয়টির গভীরতা বুঝে নবান্নের তরফে জানানো হল, এই তথ্য ভুল । MR বাঙুর হাসপাতাল, বেলেঘাটা ID হাসপাতাল , AMRI সল্টলেক , CNCI নিউটাউন সহ বিভিন্ন হাসপাতালে রয়েছে বেড ।

রাজ্যের স্বাস্থ্য সচিব বিবেক কুমার জানিয়েছেন , এই মুহূর্তে রাজ্যে কোরোনা রোগীদের জন্য খালি বেলের সংখ্যা 390 টি । এই সবকটি বেডেই বিনামূল্যে সরকারি তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হবে । নবান্নে তরফে আরও জানানো হয়েছে , রাজ্যবাসীর চিকিৎসার জন্য পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে ।

প্রসঙ্গত , দিন কয়েক আগেই রাজ্য সরকারের তরফে জারি করা হয় একটি নির্দেশিকা । তাতে বলা হয় বিশেষ পরিস্থিতিতে রাজ্য সরকারের তরফে যে বেসরকারি হাসপাতালগুলি অধিগ্রহণ করা হয়েছে , সেখানে রোগীদের কোনও চিকিৎসার খরচ দিতে হবে না । সেই খরচ নির্দিষ্ট প্যাকেজ অনুযায়ী বহন করবে রাজ্য সরকার ।

কলকাতা , 28 এপ্রিল : রাজ‍্যে কোরোনা রোগীদের জন্য পর্যাপ্ত বেড পাওয়া যাচ্ছে না । এমনই অভিযোগ উঠছিল । সেই অভিযোগ খারিজ করে দিল রাজ্য সরকার । আজ রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে জানিয়ে দেওয়া হল , সরকারি এবং আপাতত সরকার অধিগৃহীত হাসপাতালগুলিতে এখনও পর্যন্ত 390 টি বেড রয়েছে ।


কোরোনা ভাইরাস সংক্রমিত রোগীদের নিয়ে ছুটে বেড়াতে হচ্ছে এই হাসপাতাল থেকে অন্য হাসপাতাল । এমনটাই অভিযোগ উঠেছিল । বহু চেষ্টা করে তবেই হাসপাতালের তত্ত্বাবধানে চিকিৎসা পাওয়া যাচ্ছে । কলকাতার একটি নামী বৈদ্যুতিন মাধ্যমের সাংবাদিকের মায়ের ক্ষেত্রে এমন অভিযোগ তোলা হয়েছিল । তারপর এনিয়ে সোশ‍াল মিডিয়ায় সরব হন অনেকেই। বিষয়টির গভীরতা বুঝে নবান্নের তরফে জানানো হল, এই তথ্য ভুল । MR বাঙুর হাসপাতাল, বেলেঘাটা ID হাসপাতাল , AMRI সল্টলেক , CNCI নিউটাউন সহ বিভিন্ন হাসপাতালে রয়েছে বেড ।

রাজ্যের স্বাস্থ্য সচিব বিবেক কুমার জানিয়েছেন , এই মুহূর্তে রাজ্যে কোরোনা রোগীদের জন্য খালি বেলের সংখ্যা 390 টি । এই সবকটি বেডেই বিনামূল্যে সরকারি তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হবে । নবান্নে তরফে আরও জানানো হয়েছে , রাজ্যবাসীর চিকিৎসার জন্য পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে ।

প্রসঙ্গত , দিন কয়েক আগেই রাজ্য সরকারের তরফে জারি করা হয় একটি নির্দেশিকা । তাতে বলা হয় বিশেষ পরিস্থিতিতে রাজ্য সরকারের তরফে যে বেসরকারি হাসপাতালগুলি অধিগ্রহণ করা হয়েছে , সেখানে রোগীদের কোনও চিকিৎসার খরচ দিতে হবে না । সেই খরচ নির্দিষ্ট প্যাকেজ অনুযায়ী বহন করবে রাজ্য সরকার ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.