ETV Bharat / state

Adenovirus: অ্যাডিনো ভাইরাসের জেরে শিশুর চোখ নষ্ট হওয়ার আশঙ্কা ? কী বললেন বিশেষজ্ঞ চিকিৎসক - Adenovirus Eye Problem

অ্যাডিনো ভাইরাস সংক্রমণের খবর মিলছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ৷ ইতিমধ্যে বহু শিশুর মৃত্যুও হয়েছে এই রোগে ৷ জ্বর, সর্দি, কাশি এই সংক্রমণের প্রাথমিক লক্ষণ ৷ কিন্তু এর সঙ্গে চোখের উপরও প্রভাব পড়তে পারে বলে জানাচ্ছেন চক্ষু বিশেষজ্ঞ (Adenovirus may harm vision of eyes of children as per Ophthalmologist) ৷

Adenovirus
অ্যাডিনোভাইরাস
author img

By

Published : Mar 18, 2023, 12:06 PM IST

Updated : Mar 18, 2023, 1:41 PM IST

অ্যাডিনো ভাইরাস নিয়ে কী বললেন চক্ষু বিশেষজ্ঞ ডাঃ সুজয় বণিক

কলকাতা, 18 মার্চ: অ্যাডিনো ভাইরাসের জেরে শিশুদের মৃত্যুর মিছিল ৷ জ্বর-সর্দি-কাশিতে আক্রান্ত হয়ে শিশুরা হাসপাতালে চিকিৎসাধীন ৷ এই রোগের মূল উপসর্গ- জ্বর, সর্দি কাশি, শ্বাসকষ্টজনিত সমস্যা ৷ এর ফলে চোখ লাল হয়ে যায় ৷ ভাইরাসের জেরে শিশুদের ফুসফুসে জটিলতা দেখা যাচ্ছে ৷ এর সঙ্গে যোগ হয়েছে চোখের সমস্যাও (Ophthalmologist says, Adenovirus infection may harm vision of eyes) ৷

এ প্রসঙ্গে চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক সুজয় বণিক বলেন, "আমার কাছে অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত রোগী এসেছে। তবে সংকটজনক অবস্থায় কোনও রোগীকে পাইনি আমি ৷ আগে এই ভাইরাসের জেরে চোখে দেখতে অসুবিধে হচ্ছে ৷ আমরা আগে দেখেছি, দৃষ্টিশক্তি ধীরে ধীরে কমছে ৷ তা ফিরতে এক সপ্তাহ সময় লাগে ৷ কিন্তু এবারে তা ঠিক হতে প্রায় দু'সপ্তাহ লাগছে ৷ অনেক শিশুর ক্ষেত্রে হয়ত অন্য কোনও সমস্যা নেই ৷ কিন্তু দৃষ্টিশক্তিতে সমস্যা দেখা যাচ্ছে । তা দেখে আমরা অভিভাবকদের জানিয়েছি, শিশুটি অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত ।"

চিকিৎসকের মতে অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হলে চোখ লাল হয়ে যায় ৷ শিশুদের চোখে খুব যন্ত্রণা হয়, চোখ চুলকোয়, চোখে সামনের পর্দাটি ফুলে যায় ৷ এর জন্য অবশ্যই চোখ পরিষ্কার রাখতে হবে ৷ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, এরকম হলে বারবার চোখে গরম জলের ভাপ দেওয়া এবং ঠান্ডা জলে চোখ পরিষ্কার করা দরকার ৷ এ প্রসঙ্গে চিকিৎসক সুজয় বণিক সতর্ক করেন, "যদি কারওর চোখ বেশি চুলকোয়, তাহলে কিন্তু তার চোখে পাওয়ার আসার একটা প্রবল সম্ভবনা থাকে ৷" তবে এই বিষয়ে অনেকেই গুরুত্ব দিচ্ছে না বলে অভিযোগ করেন চিকিৎসক ।

বহু অভিভাবক শিশু সন্তানকে নিয়ে নিকটবর্তী ওষুধের দোকান থেকে ওষুধ কিনে নিয়ে আসছে ৷ এটা একদম করা উচিত নয় বলেই মত চিকিৎসকের ৷ চিকিৎসক বলেন, "এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ৷ আমরা দেখি অনেকের চোখে সংক্রমণ হয়েছে ৷ তবে নিকটবর্তী দোকান থেকে তারা স্টেরয়েড জাতীয় ওষুধ কিনে নিয়ে এসে চিকিৎসা করছে ৷ এর ফলে চোখ লাল হয়ে যাওয়ার ভাবটা কমে যায় ৷ কিন্তু চোখের সংক্রমণ বেড়ে যাবে ৷ চোখ নষ্ট হওয়ার একটা আশঙ্কা থাকে ৷"

কোভিড-পরবর্তী সময়ে অনেকের মধ্যে শারীরিক বেশ কিছু জটিলতা দেখা দিয়েছিল ৷ সেই এক অবস্থা অ্যাডিনো ভাইরাসের ক্ষেত্রেও কি হতে পারে ? এ বিষয়ে চিকিৎসক বলেন, "যদি কারও চোখের মণি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে কিন্তু কিছুদিনের জন্য দৃষ্টি হারিয়ে ফেলার একটা আশঙ্কা থেকে যায় ৷ তবে যথাযথ চিকিৎসা করলে, তা কাটিয়ে আবার দৃষ্টি ফিরে পাওয়া সম্ভব ৷"

আরও পড়ুন: অ্যাডিনো উদ্বেগের মধ্যেই শিশুদের চিকিৎসা নিয়ে স্বাস্থ্য দফতরের নয়া নির্দেশিকা

অ্যাডিনো ভাইরাস নিয়ে কী বললেন চক্ষু বিশেষজ্ঞ ডাঃ সুজয় বণিক

কলকাতা, 18 মার্চ: অ্যাডিনো ভাইরাসের জেরে শিশুদের মৃত্যুর মিছিল ৷ জ্বর-সর্দি-কাশিতে আক্রান্ত হয়ে শিশুরা হাসপাতালে চিকিৎসাধীন ৷ এই রোগের মূল উপসর্গ- জ্বর, সর্দি কাশি, শ্বাসকষ্টজনিত সমস্যা ৷ এর ফলে চোখ লাল হয়ে যায় ৷ ভাইরাসের জেরে শিশুদের ফুসফুসে জটিলতা দেখা যাচ্ছে ৷ এর সঙ্গে যোগ হয়েছে চোখের সমস্যাও (Ophthalmologist says, Adenovirus infection may harm vision of eyes) ৷

এ প্রসঙ্গে চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক সুজয় বণিক বলেন, "আমার কাছে অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত রোগী এসেছে। তবে সংকটজনক অবস্থায় কোনও রোগীকে পাইনি আমি ৷ আগে এই ভাইরাসের জেরে চোখে দেখতে অসুবিধে হচ্ছে ৷ আমরা আগে দেখেছি, দৃষ্টিশক্তি ধীরে ধীরে কমছে ৷ তা ফিরতে এক সপ্তাহ সময় লাগে ৷ কিন্তু এবারে তা ঠিক হতে প্রায় দু'সপ্তাহ লাগছে ৷ অনেক শিশুর ক্ষেত্রে হয়ত অন্য কোনও সমস্যা নেই ৷ কিন্তু দৃষ্টিশক্তিতে সমস্যা দেখা যাচ্ছে । তা দেখে আমরা অভিভাবকদের জানিয়েছি, শিশুটি অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত ।"

চিকিৎসকের মতে অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হলে চোখ লাল হয়ে যায় ৷ শিশুদের চোখে খুব যন্ত্রণা হয়, চোখ চুলকোয়, চোখে সামনের পর্দাটি ফুলে যায় ৷ এর জন্য অবশ্যই চোখ পরিষ্কার রাখতে হবে ৷ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, এরকম হলে বারবার চোখে গরম জলের ভাপ দেওয়া এবং ঠান্ডা জলে চোখ পরিষ্কার করা দরকার ৷ এ প্রসঙ্গে চিকিৎসক সুজয় বণিক সতর্ক করেন, "যদি কারওর চোখ বেশি চুলকোয়, তাহলে কিন্তু তার চোখে পাওয়ার আসার একটা প্রবল সম্ভবনা থাকে ৷" তবে এই বিষয়ে অনেকেই গুরুত্ব দিচ্ছে না বলে অভিযোগ করেন চিকিৎসক ।

বহু অভিভাবক শিশু সন্তানকে নিয়ে নিকটবর্তী ওষুধের দোকান থেকে ওষুধ কিনে নিয়ে আসছে ৷ এটা একদম করা উচিত নয় বলেই মত চিকিৎসকের ৷ চিকিৎসক বলেন, "এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ৷ আমরা দেখি অনেকের চোখে সংক্রমণ হয়েছে ৷ তবে নিকটবর্তী দোকান থেকে তারা স্টেরয়েড জাতীয় ওষুধ কিনে নিয়ে এসে চিকিৎসা করছে ৷ এর ফলে চোখ লাল হয়ে যাওয়ার ভাবটা কমে যায় ৷ কিন্তু চোখের সংক্রমণ বেড়ে যাবে ৷ চোখ নষ্ট হওয়ার একটা আশঙ্কা থাকে ৷"

কোভিড-পরবর্তী সময়ে অনেকের মধ্যে শারীরিক বেশ কিছু জটিলতা দেখা দিয়েছিল ৷ সেই এক অবস্থা অ্যাডিনো ভাইরাসের ক্ষেত্রেও কি হতে পারে ? এ বিষয়ে চিকিৎসক বলেন, "যদি কারও চোখের মণি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে কিন্তু কিছুদিনের জন্য দৃষ্টি হারিয়ে ফেলার একটা আশঙ্কা থেকে যায় ৷ তবে যথাযথ চিকিৎসা করলে, তা কাটিয়ে আবার দৃষ্টি ফিরে পাওয়া সম্ভব ৷"

আরও পড়ুন: অ্যাডিনো উদ্বেগের মধ্যেই শিশুদের চিকিৎসা নিয়ে স্বাস্থ্য দফতরের নয়া নির্দেশিকা

Last Updated : Mar 18, 2023, 1:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.