ETV Bharat / state

Kolkata Metro: ক্রিসমাসের দিন যাত্রীদের সুরক্ষায় বাড়ানো হচ্ছে মেট্রোয় নিরাপত্তা

আসছে বড়দিন ! আর তার ক'দিন পরেই নিউ ইয়ার ৷ এবারের বড়দিন পড়েছে রবিবার অর্থাৎ ছুটির দিন ৷ সেইদিন ভিড়ও উপচে পড়বে ৷ বড়দিনে পার্ক স্ট্রিট চত্বর আলোর রোশনাতে ভোরে ওঠে এবং তা দেখতেই উপচে পড়ে ভিড়। নতুন করে করোনার নয়া প্রজাতির সংক্রমণে মাথায় রাখতে হবে দূরত্ব বিধি ৷ তাই এই বছর যাত্রী সুবিধার্থে বড়দিনে যেসব স্টেশনে সবচেয়ে বেশি ভিড় হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সব স্টেশনে নিরাপত্তা আরও আঁটোসাঁটো করা হবে বলে কলকাতা মেট্রো রেলের পক্ষ থেকে জানানো হয়েছে (Additional Staff Will Be Deployed at Metro Stations) ।

Kolkata Metro
মেট্রো স্টেশনের ছবি
author img

By

Published : Dec 22, 2022, 10:39 PM IST

কলকাতা, 22 ডিসেম্বর: আর দু'দিন তারপরই বড়দিন ৷ তার ক'দিন পরেই ইংরেজি বর্ষবরণ। করোনা মুক্ত এই ক্রিসমাস (Christmas) যে মানুষজন লুটেপুটে উপভোগ করবে তা বলাই বাহুল্য। তবে করোনার নয়া প্রজাতির সংক্রমণ ফের মাথাচাড়া দিয়েছে অন্যত্র দেশে ৷ করোনা যাতে রাজ্য তথা দেশে ফের প্রভাব ফেলতে না-পারে তাই স্বাস্থ্যমন্ত্রক ইতিমধ্যেই রাজ্যগুলিকে সতর্ক করেছে ৷ বড়দিনে পার্ক স্ট্রিট চত্বর আলোর রোশনাতে ভোরে ওঠে এবং তা দেখতেই উপচে পড়ে ভিড়। আর সেখানেই মাথায় রাখতে হবে দূরত্ব বিধি ৷ তাই এই বছর যাত্রী সুবিধার্থে সব স্টেশনে নিরাপত্তা আরও আঁটোসাঁটো করা হবে বলে জানাল মেট্রো রেল ৷

এছাড়াও ওইদিন নির্দিষ্ট সময়ের অনেক আগে থেকেই চলবে মেট্রো (Kolkata Metro)। পাশাপাশি বাড়ানো হবে মেট্রোর সংখ্যাও। 25 ডিসেম্বর যাত্রী ভিড় সামাল দিতে ও যাত্রীদের নিরাপত্তার দিক সুনিশ্চিত করতে অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হবে। দক্ষিণেশ্বর, দমদম, পার্ক স্ট্রিট, ময়দান ও রবীন্দ্রসদন মেট্রো স্টেশনে বাড়ানো হচ্ছে নিরাপত্তা (Additional Staff Will Be Deployed at Metro Stations on Christmas)। বাড়তি মেট্রো কর্মী মোতায়েন করা হবে ওই স্টেশনগুলোতে। পাশাপাশি উক্ত এই স্টেশনগুলিতে ট্রাফিক ইন্সপেক্টর এবং সুপারভাইজারাও থাকবেন যাত্রীদের সুবিধার জন্য। পার্ক স্ট্রিট স্টেশনে বাড়তি টিকিট কাউন্টার খোলা হবে।

ওইদিন যাদের সমস্ত যাত্রীরা এই সফর করতে পারেন তাই পর্যাপ্ত পরিমাণে টোকেন মজুত রাখা হবে প্রতিটি স্টেশনে। যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না-ঘটে বা কোনওরকম আপৎকালীন পরিস্থিতির সৃষ্টি হলে দ্রুত সাহায্য হাত বাড়িয়ে দেওয়া যায় সেই জন্য মেট্রো ভবনের কন্ট্রোলরুমে 24 ঘণ্টা নজরদারি চালানো হবে। সকাল থেকে রাত পর্যন্ত অর্থাৎ যতক্ষণ পরিসেবা চালু থাকবে ততক্ষণ মেট্রো উচ্চপদস্থ আধিকারিকরাও কন্ট্রোলরুমে উপস্থিত থাকবেন এবং প্রত্যেক মুহূর্তের উপরে নজর রাখবেন।

আরও পড়ুন: বড়দিন, নিউ ইয়ারে উপচে পড়বে ভিড়! পরিষেবা বাড়াল মেট্রো কর্তৃপক্ষ

পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে যেহেতু ক্রিসমাসের দিন অনেক বেশি ভিড় হয় তাই ওই স্টেশনে মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট বুথ খোলা থাকবে। অতিরিক্ত আরপিএফ (RPF) কর্মী মোতায়েন করার ব্যবস্থা করা হয়েছে। ভিড় সামাল দিতে প্রতিটি স্টেশনেই আরপিএফ-এর সংখ্যা বাড়ানো হতে পারে। এছাড়াও মহিলা, বয়স্ক যাত্রী ও শিশুদের নিরাপত্তা বিশেষভাবে সুনিশ্চিত করতে বদ্ধপরিকর মেট্রোরেল কর্তৃপক্ষ।

কলকাতা, 22 ডিসেম্বর: আর দু'দিন তারপরই বড়দিন ৷ তার ক'দিন পরেই ইংরেজি বর্ষবরণ। করোনা মুক্ত এই ক্রিসমাস (Christmas) যে মানুষজন লুটেপুটে উপভোগ করবে তা বলাই বাহুল্য। তবে করোনার নয়া প্রজাতির সংক্রমণ ফের মাথাচাড়া দিয়েছে অন্যত্র দেশে ৷ করোনা যাতে রাজ্য তথা দেশে ফের প্রভাব ফেলতে না-পারে তাই স্বাস্থ্যমন্ত্রক ইতিমধ্যেই রাজ্যগুলিকে সতর্ক করেছে ৷ বড়দিনে পার্ক স্ট্রিট চত্বর আলোর রোশনাতে ভোরে ওঠে এবং তা দেখতেই উপচে পড়ে ভিড়। আর সেখানেই মাথায় রাখতে হবে দূরত্ব বিধি ৷ তাই এই বছর যাত্রী সুবিধার্থে সব স্টেশনে নিরাপত্তা আরও আঁটোসাঁটো করা হবে বলে জানাল মেট্রো রেল ৷

এছাড়াও ওইদিন নির্দিষ্ট সময়ের অনেক আগে থেকেই চলবে মেট্রো (Kolkata Metro)। পাশাপাশি বাড়ানো হবে মেট্রোর সংখ্যাও। 25 ডিসেম্বর যাত্রী ভিড় সামাল দিতে ও যাত্রীদের নিরাপত্তার দিক সুনিশ্চিত করতে অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হবে। দক্ষিণেশ্বর, দমদম, পার্ক স্ট্রিট, ময়দান ও রবীন্দ্রসদন মেট্রো স্টেশনে বাড়ানো হচ্ছে নিরাপত্তা (Additional Staff Will Be Deployed at Metro Stations on Christmas)। বাড়তি মেট্রো কর্মী মোতায়েন করা হবে ওই স্টেশনগুলোতে। পাশাপাশি উক্ত এই স্টেশনগুলিতে ট্রাফিক ইন্সপেক্টর এবং সুপারভাইজারাও থাকবেন যাত্রীদের সুবিধার জন্য। পার্ক স্ট্রিট স্টেশনে বাড়তি টিকিট কাউন্টার খোলা হবে।

ওইদিন যাদের সমস্ত যাত্রীরা এই সফর করতে পারেন তাই পর্যাপ্ত পরিমাণে টোকেন মজুত রাখা হবে প্রতিটি স্টেশনে। যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না-ঘটে বা কোনওরকম আপৎকালীন পরিস্থিতির সৃষ্টি হলে দ্রুত সাহায্য হাত বাড়িয়ে দেওয়া যায় সেই জন্য মেট্রো ভবনের কন্ট্রোলরুমে 24 ঘণ্টা নজরদারি চালানো হবে। সকাল থেকে রাত পর্যন্ত অর্থাৎ যতক্ষণ পরিসেবা চালু থাকবে ততক্ষণ মেট্রো উচ্চপদস্থ আধিকারিকরাও কন্ট্রোলরুমে উপস্থিত থাকবেন এবং প্রত্যেক মুহূর্তের উপরে নজর রাখবেন।

আরও পড়ুন: বড়দিন, নিউ ইয়ারে উপচে পড়বে ভিড়! পরিষেবা বাড়াল মেট্রো কর্তৃপক্ষ

পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে যেহেতু ক্রিসমাসের দিন অনেক বেশি ভিড় হয় তাই ওই স্টেশনে মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট বুথ খোলা থাকবে। অতিরিক্ত আরপিএফ (RPF) কর্মী মোতায়েন করার ব্যবস্থা করা হয়েছে। ভিড় সামাল দিতে প্রতিটি স্টেশনেই আরপিএফ-এর সংখ্যা বাড়ানো হতে পারে। এছাড়াও মহিলা, বয়স্ক যাত্রী ও শিশুদের নিরাপত্তা বিশেষভাবে সুনিশ্চিত করতে বদ্ধপরিকর মেট্রোরেল কর্তৃপক্ষ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.