কলকাতা, 22 ডিসেম্বর: কয়লা থেকে শুরু করে নিয়োগ দুর্নীতি মামলা। তদন্তের গতি প্রকৃতি সঠিক কী অবস্থায় রয়েছে, তা জানতে বছরের শেষে কলকাতায় এলেন সিবিআইয়ের অ্যাডিশনাল ডিরেক্টর মনোজ শশীধর। বৃহস্পতিবার তিনি কলকাতায় এসে পৌঁছেছেন ৷ আর শুক্রবার সকাল থেকেই তিনি শুরু করেছেন পর্যবেক্ষণের কাজ।
এদিন সকালে নিজাম প্যালেসে সিবিআই আধিকারিকদের সঙ্গে দফায় দফায় বৈঠকে বসেন সিবিআই-এর এই শীর্ষ কর্তা। বেশিরভাগ ঘটনাগুলি বর্তমানে বিচারের জন্য রয়েছে। এদিন দীর্ঘক্ষণ ধরে নিজাম প্যালেসে সিবিআই আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর দুপুরবেলা সল্টলেক সিজিও কমপ্লেক্সে চলে আসেন। এখানে থাকা উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে তিনি দীর্ঘক্ষণ ধরে কথা বলেন বলে জানা গিয়েছে। রাজ্যে গরু পাচার থেকে শুরু করে কয়লা পাচার এবং নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত করছে সিবিআই। মূলত এদিন সিবিআই-এর জয়েন্ট ডিরেক্টর আধিকারিকদের কাছ থেকে জানতে চেয়েছেন যে, তদন্তে কী কী অসুবিধা রয়েছে ?
পাশাপাশি আর কী কী সুযোগ-সুবিধা লাগবে তা নিয়েও দীর্ঘক্ষণ ধরে আলোচনা হয় বলে জানা গিয়েছে। গত বছরের জুলাইয়ে কলকাতায় এসেছিলেন শশীধর। চলতি বছরের মাঝামাঝি সময়ে তাঁকে অ্যাডিশনাল ডিরেক্টর পদে উন্নতি করা হয়। মূলত তিনি এখানকার আধিকারিকদের সঙ্গে কথা বলে একটি খসড়া তৈরি করে সেই খসড়া দিল্লির সিবিআই-এর সদর দফতরে পেশ করবেন বলে জানা গিয়েছে। নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত নেমে সিবিআইয়ের গোয়েন্দারা একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে রাজ্যের বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিত্বদের গ্রেফতার করেছে ইতিমধ্যেই।
তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই সকল তদন্তের গতি প্রায় থমকে রয়েছে বললেই চলে। ফলে এই সকল তদন্তের গতি প্রকৃতি ফের একবার সচল করতে ময়দানে নেমেছেন সিবিআইয়ের উচ্চপদস্থ আধিকারিক। আর সেই অনুযায়ীই এবার কলকাতায় এসে বৈঠক করলেন সিবিআইয়ের অ্য়াডিশনাল ডিরেক্টর ৷
আরও পড়ুন
বিচারপতি অমৃতা সিনহার স্বামীকে সিআইডি তলব, এবার মুখ খুললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়
পিসি সরকার জুনিয়রকে তলব ইডির, সিজিও কমপ্লেক্সে হাজিরা জাদুসম্রাটের
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ চাকরিপ্রার্থীদের, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি