কলকাতা, 1 জুন : নজরুল মঞ্চে কলেজ ফেস্টে গান গাইতে এসে মঞ্চেই অসুস্থ হয়ে পড়েন কে কে । এরপর তাঁকে বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় । এরই মাঝে শিল্পীকে ঘিরে বিতর্কে জড়িয়েছেন রূপঙ্কর বাগচী ৷ ফেসবুক লাইভ করে তাঁর প্রশ্ন ছিল, "কে এই কে কে ?" যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় বয়ে যায় ৷ আর শিল্পীর মৃত্যুর পর তো রীতিমতো 'ভিলেন' বনে গিয়েছেন রূপঙ্কর ৷ সেই রেশ ধরে গায়ককে পাল্টা দিলেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র (Protest against Rupankar Bagchis comment)।
সারা শহর আজ কে কে বিয়োগে কাতর । এদিকে এ দিনই কে কে-এর অনুষ্ঠান ওড়িশায় বসে টিভিতে দেখে লাইভে আসেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীত শিল্পী রূপঙ্কর বাগচী । তিনি এদিন লাইভে এসে বলেন, "কলকাতার শিল্পীরা কে কে'র থেকে অনেক ভাল গান করেন । তবু বাংলার মানুষ তাঁদের পাত্তা দেয় না । তাঁরা সেই মুম্বই নিয়েই মেতে থাকে । কিন্তু আর কতদিন ? এবার তো বাংলার পাশে থাকতে হবে । কে এই কে কে ? হু ইজ হি ? তিনি কলকাতায় গান গাইতে এলে মাতোয়ারা হন । কই আমাদের বেলায় তো হন না ।"
রূপঙ্করের এই পোস্ট দেখার পরই প্রতিবাদে গর্জে ওঠেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র । তিনি লেখেন, "শেম টু অন ইউ মিস্টার রূপঙ্কর বাগচী । আপনি একজন অত্যন্ত স্বার্থপর মানুষ । আপনি আগে আপনার মনের সংকীর্ণতা সরান, তারপর কে কে'র সঙ্গে নিজের তুলনা করতে আসবেন । আপনার ন্যাশনাল অ্যাওয়ার্ডটি পাওয়টাই কাল হয়েছে ৷ আগে বড় মনের মানুষ হন । বাঙালি শিল্পী হয়ে আপনি কতটা ছোট মনের পরিচয় দিলেন এই ভিডিয়োতে স্পষ্ট । ধিক্কার ! কে কে অনেক আগে আমাদের মন জয় করেছেন তাঁর সৎ গায়কী দিয়ে । এভাবে তাঁকে ছোট করার অধিকার আপনাকে কেউ দেয়নি । হ্যাঁ আমি কে কে'র ফ্যান । আপনার হিংসাত্মক কথাবার্তা আমাকে বেদনা দিয়েছে ।"
আরও পড়ুন : KK Demise : গানের হাত ধরেই সুরের আকাশে পাড়ি কে কে'র
রূপঙ্করের এই ফেসবুক ভিডিও দেখার পর প্রতিবাদের ঝড় তুলেছেন অভিনেত্রী রূপা ভট্টাচার্যও । তিনি লিখেছেন, "উনি চলে গেলেন । ওনাকে করা শেষ অপমানের গ্লানি নিয়ে আপনাকে সারাজীবন চলতে হবে । নিজের কাছে নিজের এই বোঝা বইতে পারবেন তো ?"
অভিনেতা সুদীপ সেনগুপ্ত লিখেছেন, "আগে নিজের জিভের জড়তা কাটান, standing note এ always গলা না কাঁপিয়ে সুর এবং স্বর stable করুন, তারপর অন্যের শিল্পসত্ত্বা নিয়ে মন্তব্য করবেন ! আমজনতার কথা না হয় ছেড়ে দিলাম কিন্তু আজকের পর আপনি নিজেকে নিজে ক্ষমা করতে পারবেন তো ! ছিঃ!"
মঙ্গলবার কে কে'র অসময়ে চলে যাওয়া নিয়ে হতভম্ব সকলেই । তাঁর প্রমাণ মিলছে সোশ্যাল মিডিয়ায় । শিল্পীর এই অসময়ে চলে যাওয়ার খবরে রূপঙ্কর ফের কোনও পোস্ট দেন কিনা সেদিকে নজর থাকবে ।