ETV Bharat / state

Actress Rupa Dutta Arrested : পকেটমারির অভিযোগে বইমেলা থেকে গ্রেফতার অভিনেত্রী রূপা দত্ত

গ্রেফতার অভিনেত্রী রূপা দত্ত (Actress Rupa Dutta Arrested From Kolkata International Book fair) । গ্রেফতার করা হয়েছে আন্তর্জাতিক কলকাতা বইমেলা থেকে । গতকাল সন্ধ্যে বেলায় তাকে পকেটমারির অভিযোগে গ্রেফতার করা হয় । আপাতত বিধাননগর উত্তর থানার হেফাজতে তিনি। টলিউডের সিনেমায় এবং বলিউডের সিরিয়ালে অভিনয় করেছেন তিনি ৷

Actress Rupa Dutta
Actress Rupa Dutta
author img

By

Published : Mar 13, 2022, 1:12 PM IST

Updated : Mar 13, 2022, 2:51 PM IST

কলকাতা, 13 মার্চ : সিরিয়াল, সিনেমায় চুরির ঘটনা বা চোরের ভূমিকায় তো প্রায়শই দেখা যায় অভিনেতা-অভিনেত্রীদের ৷ কিন্তু বাস্তবে যদি এমন ঘটনা ঘটে, তাও আবার তিনি যদি অভিনেত্রী হন ৷

শুনে অবাক লাগলেও বইমেলায় ঘটেছে এমনই ঘটনা ৷ পকেটমারির অভিযোগে গতকাল আন্তর্জাতিক বইমেলা থেকে গ্রেফতার করা হয়েছে অভিনেত্রী রূপা দত্তকে (Actress Rupa Dutta Arrested From Kolkata International Book fair) ৷

আরও পড়ুন : Fire at Tangra Update : ট্যাংরায় গুদামে সাদা ধোঁয়া, পাশের বহুতলে উঠে দেওয়া হচ্ছে জল

কলকাতা আন্তর্জাতিক বইমেলায় (Kolkata International Book Fair) টহল দিচ্ছিলেন পুলিশ কর্মীরা। হঠাৎ তাঁদের চোখে পড়ে, এক মহিলা একটি মানিব্যাগ ডাস্টবিনে ফেলে চলে যাচ্ছেন। এমন ঘটনা দেখে সন্দেহ হয় পুলিশ কর্মীদের। ওই মহিলাকে আটকান তাঁরা। কেন তিনি ব্যাগ ফেলে চলে যাচ্ছেন, তা জানতে চায় পুলিশ। সদুত্তর দিতে পারেননি তিনি ।

এর পর মহিলার ব্যাগ খুলে তল্লাশি চালানো হয়। দেখা যায়, তাঁর ব্যাগে একাধিক মানিব্যাগ রয়েছে। প্রচুর টাকাও থাকতে দেখা যায়। তখন জিজ্ঞাসাবাদের জন্য ওই মহিলাকে বিধাননগর উত্তর থানায় নিয়ে আসা হয়। জেরার মুখে ভেঙে পড়েন তিনি। জানা যায় তার নাম পরিচয়।

আরও পড়ুন : Holi Special Trains : হোলিতে স্পেশাল ট্রেন দিল দক্ষিণ-পূর্ব রেল

পুলিশ সূত্রে খবর, ধৃত মহিলার নাম রূপা দত্ত । পেশায় অভিনেত্রী । টলিউডের একাধিক জনপ্রিয় সিনেমা এবং বলিউডের সিরিয়ালে অভিনয় করেছেন তিনি । টেলিভিশনের পর্দায় পরিচিত মুখ ।

পুলিশি জেরায় রূপা জানিয়েছেন, বিভিন্ন জনবহুল এলাকা, মেলা, অনুষ্ঠানে গিয়ে পকেটমারি করতেন তিনি । এদিনও সেই উদ্দেশে বইমেলায় এসেছিলেন । তাঁর কাছ থেকে 75 হাজার টাকা উদ্ধার করে পুলিশ । মিলেছে একটি ডায়েরিও, যেখানে পকেটমারির হিসেব লেখা রয়েছে । কেন একজন অভিনেত্রী এমন কাজ করতেন, তা খতিয়ে দেখছে পুলিশ । তবে পুলিশের অনুমান, রূপা একটি বড় চক্রের অংশ। তাঁকে জেরা করে সেই চক্রের হদিশ পেতে চাইছে পুলিশ ।

আরও পড়ুন : Tiktiki Trailer Release : অনির্বাণ-কৌশিকের যুগলবন্দিতে ট্রেলারেই হইচই ফেলে দিল টিকটিকি

উল্লেখ্য, রূপা দত্ত 2005 সালে টলিউড সিনেমা ‘সাথী’তে অভিনয় করেন। এরপর পাড়ি দিয়েছিলেন মুম্বইয়ে । একাধিক সিরিয়ালে অভিনয় করেছেন তিনি । তবে জনপ্রিয় হন ‘জয় মা বৈষ্ণোদেবী’ সিরিয়ালে অভিনয়ের জন্য । বিভিন্ন সময় একাধিক বিতর্কে জড়িয়েছেন তিনি । 2014 সালে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছিলেন এই অভিনেত্রী। যদিও সেই অভিযোগ ধোপে টেকেনি ।

কলকাতা, 13 মার্চ : সিরিয়াল, সিনেমায় চুরির ঘটনা বা চোরের ভূমিকায় তো প্রায়শই দেখা যায় অভিনেতা-অভিনেত্রীদের ৷ কিন্তু বাস্তবে যদি এমন ঘটনা ঘটে, তাও আবার তিনি যদি অভিনেত্রী হন ৷

শুনে অবাক লাগলেও বইমেলায় ঘটেছে এমনই ঘটনা ৷ পকেটমারির অভিযোগে গতকাল আন্তর্জাতিক বইমেলা থেকে গ্রেফতার করা হয়েছে অভিনেত্রী রূপা দত্তকে (Actress Rupa Dutta Arrested From Kolkata International Book fair) ৷

আরও পড়ুন : Fire at Tangra Update : ট্যাংরায় গুদামে সাদা ধোঁয়া, পাশের বহুতলে উঠে দেওয়া হচ্ছে জল

কলকাতা আন্তর্জাতিক বইমেলায় (Kolkata International Book Fair) টহল দিচ্ছিলেন পুলিশ কর্মীরা। হঠাৎ তাঁদের চোখে পড়ে, এক মহিলা একটি মানিব্যাগ ডাস্টবিনে ফেলে চলে যাচ্ছেন। এমন ঘটনা দেখে সন্দেহ হয় পুলিশ কর্মীদের। ওই মহিলাকে আটকান তাঁরা। কেন তিনি ব্যাগ ফেলে চলে যাচ্ছেন, তা জানতে চায় পুলিশ। সদুত্তর দিতে পারেননি তিনি ।

এর পর মহিলার ব্যাগ খুলে তল্লাশি চালানো হয়। দেখা যায়, তাঁর ব্যাগে একাধিক মানিব্যাগ রয়েছে। প্রচুর টাকাও থাকতে দেখা যায়। তখন জিজ্ঞাসাবাদের জন্য ওই মহিলাকে বিধাননগর উত্তর থানায় নিয়ে আসা হয়। জেরার মুখে ভেঙে পড়েন তিনি। জানা যায় তার নাম পরিচয়।

আরও পড়ুন : Holi Special Trains : হোলিতে স্পেশাল ট্রেন দিল দক্ষিণ-পূর্ব রেল

পুলিশ সূত্রে খবর, ধৃত মহিলার নাম রূপা দত্ত । পেশায় অভিনেত্রী । টলিউডের একাধিক জনপ্রিয় সিনেমা এবং বলিউডের সিরিয়ালে অভিনয় করেছেন তিনি । টেলিভিশনের পর্দায় পরিচিত মুখ ।

পুলিশি জেরায় রূপা জানিয়েছেন, বিভিন্ন জনবহুল এলাকা, মেলা, অনুষ্ঠানে গিয়ে পকেটমারি করতেন তিনি । এদিনও সেই উদ্দেশে বইমেলায় এসেছিলেন । তাঁর কাছ থেকে 75 হাজার টাকা উদ্ধার করে পুলিশ । মিলেছে একটি ডায়েরিও, যেখানে পকেটমারির হিসেব লেখা রয়েছে । কেন একজন অভিনেত্রী এমন কাজ করতেন, তা খতিয়ে দেখছে পুলিশ । তবে পুলিশের অনুমান, রূপা একটি বড় চক্রের অংশ। তাঁকে জেরা করে সেই চক্রের হদিশ পেতে চাইছে পুলিশ ।

আরও পড়ুন : Tiktiki Trailer Release : অনির্বাণ-কৌশিকের যুগলবন্দিতে ট্রেলারেই হইচই ফেলে দিল টিকটিকি

উল্লেখ্য, রূপা দত্ত 2005 সালে টলিউড সিনেমা ‘সাথী’তে অভিনয় করেন। এরপর পাড়ি দিয়েছিলেন মুম্বইয়ে । একাধিক সিরিয়ালে অভিনয় করেছেন তিনি । তবে জনপ্রিয় হন ‘জয় মা বৈষ্ণোদেবী’ সিরিয়ালে অভিনয়ের জন্য । বিভিন্ন সময় একাধিক বিতর্কে জড়িয়েছেন তিনি । 2014 সালে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছিলেন এই অভিনেত্রী। যদিও সেই অভিযোগ ধোপে টেকেনি ।

Last Updated : Mar 13, 2022, 2:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.