ETV Bharat / state

Aindrila Sharma: গত দু'দিনের তুলনায় একটু ভালো, ঐন্দ্রিলার সুস্থতার আশায় বুক বাঁধছেন অনুরাগীরা - ঐন্দ্রিলা শর্মা

কোমা গ্লাসগো স্কোর এখনও 5-এর নীচে । হাসপাতাল সূত্রে খবর, এখনও গভীর কোমাচ্ছন্ন অবস্থাতে রয়েছেন ঐন্দ্রিলা শর্মা (Actress Aindrila Sharma) ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Nov 18, 2022, 8:06 PM IST

কলকাতা, 18 নভেম্বর: অতি সংকটে থাকলেও গত দু'দিনের থেকে একটু ভালো রয়েছেন ঐন্দ্রিলা শর্মা (Actress Aindrila Sharma) । তবে এখনও ভেন্টিলেশন সাপোর্টেই রয়েছেন অভিনেত্রী । পরিস্থিতির দিকে সর্বক্ষণ নজর রাখছেন চিকিৎসকরা (Aindrila Sharma continues to be on ventilator) ।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ঐন্দ্রিলার ঘনিষ্ঠ বন্ধু সব্যসাচী এবং পরিবার কলকাতার স্বনামধন্য নিউরো মেডিসিন এবং নিউরো সার্জেনদের নিয়ে আসছেন ঐন্দ্রিলাকে দেখানোর জন্য । তবে ইতিমধ্যেই হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছিল, ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর বুধবার সকালে হৃদরোগেও আক্রান্ত হন ঐন্দ্রিলা । যদিও সেদিন চিকিৎসকদের দেওয়া সেই সিপিআরে সাড়াও দেন তিনি । সম্পূর্ণ অক্সিজেন সাপোর্টেই রয়েছেন তিনি ।

কোমা গ্লাসগো স্কোর এখনও 5-এর নীচে, অর্থাৎ কোনওরকম অঙ্গ সঞ্চালন নেই । একজন সুস্থ মানুষের গ্লাসগো কোমা স্কোরের মাত্রা গড়ে থাকা উচিত 14 বা 15 । হাসপাতাল সূত্রে খবর, গভীর কোমাচ্ছন্ন অবস্থাতে রয়েছেন ঐন্দ্রিলা ।

আরও পড়ুন: ঐন্দ্রিলার সুস্থ হওয়ার আশায় বুক বাঁধছে তাঁর পাড়া

অভিনেত্রীর এই জীবনের লড়াইয়ে যাতে জয় হয় সেই কামনাই করছেন তাঁর ভক্তরা । এরমধ্যেই ভাইরাল হয়েছিল তাঁর মৃত্যুর খবর । সেই গুজবের জবাবও দিয়েছিলেন বন্ধু সব্যসাচী । এখন মিরাকেলের আশাতেই দিন কাটাচ্ছেন সকলে ।

কলকাতা, 18 নভেম্বর: অতি সংকটে থাকলেও গত দু'দিনের থেকে একটু ভালো রয়েছেন ঐন্দ্রিলা শর্মা (Actress Aindrila Sharma) । তবে এখনও ভেন্টিলেশন সাপোর্টেই রয়েছেন অভিনেত্রী । পরিস্থিতির দিকে সর্বক্ষণ নজর রাখছেন চিকিৎসকরা (Aindrila Sharma continues to be on ventilator) ।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ঐন্দ্রিলার ঘনিষ্ঠ বন্ধু সব্যসাচী এবং পরিবার কলকাতার স্বনামধন্য নিউরো মেডিসিন এবং নিউরো সার্জেনদের নিয়ে আসছেন ঐন্দ্রিলাকে দেখানোর জন্য । তবে ইতিমধ্যেই হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছিল, ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর বুধবার সকালে হৃদরোগেও আক্রান্ত হন ঐন্দ্রিলা । যদিও সেদিন চিকিৎসকদের দেওয়া সেই সিপিআরে সাড়াও দেন তিনি । সম্পূর্ণ অক্সিজেন সাপোর্টেই রয়েছেন তিনি ।

কোমা গ্লাসগো স্কোর এখনও 5-এর নীচে, অর্থাৎ কোনওরকম অঙ্গ সঞ্চালন নেই । একজন সুস্থ মানুষের গ্লাসগো কোমা স্কোরের মাত্রা গড়ে থাকা উচিত 14 বা 15 । হাসপাতাল সূত্রে খবর, গভীর কোমাচ্ছন্ন অবস্থাতে রয়েছেন ঐন্দ্রিলা ।

আরও পড়ুন: ঐন্দ্রিলার সুস্থ হওয়ার আশায় বুক বাঁধছে তাঁর পাড়া

অভিনেত্রীর এই জীবনের লড়াইয়ে যাতে জয় হয় সেই কামনাই করছেন তাঁর ভক্তরা । এরমধ্যেই ভাইরাল হয়েছিল তাঁর মৃত্যুর খবর । সেই গুজবের জবাবও দিয়েছিলেন বন্ধু সব্যসাচী । এখন মিরাকেলের আশাতেই দিন কাটাচ্ছেন সকলে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.