ETV Bharat / state

Rudranil Ghosh on Leaving BJP : বিজেপি ছাড়ছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ ? জল্পনা তুঙ্গে

রাজনীতি ছাড়ার বিষয়ে আজ প্রকাশ্যেই মুখ খুললেন অভিনেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh on Leaving BJP) ৷ আজ তিনি বলেন, "সত্যিই যদি রাজনীতি করে আমি কাজ না পাই, তাহলে আমাকেও রাজনীতি ছেড়ে দিতেই হবে ।"

Rudranil Ghosh
বিজেপি ছাড়ছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ
author img

By

Published : Apr 3, 2022, 9:47 PM IST

কলকাতা, 3 এপ্রিল : এবার কী তিনি রাজনীতির পাশাপাশি বিজেপিও ছা়ড়তে চলেছেন ? শনিবারই রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh on Leaving BJP) জানিয়েছিলেন, রাজনীতি ছাড়ছেন। তিনি বলেন, "আমাকে পেট চালাতে হবে । আমি সিনেমা ও থিয়েটারে অভিনয় করি। এটা করে আমার পেট চলে। সত্যিই যদি রাজনীতি করে আমি কাজ না পাই, তাহলে আমাকেও রাজনীতি ছেড়ে দিতেই হবে ।"

আজ সকালে হঠাৎই বিজেপির সদর কার্যালয়ে হাজির হন রুদ্রনীল। দেখা করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গেও । প্রায় 1 ঘণ্টার বেশি সময় ধরে তিনি এদিন বৈঠকও করেন ।

বিজেপি ছাড়ছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ

আরও পড়ুন: বাংলা ভাষায় দক্ষ মারাঠি সুনীলকেই পর্যবেক্ষক চাইছেন সুকান্ত-শুভেন্দু-দিলীপরা

এদিন বিজেপির সদর কার্যালয়ে রুদ্রনীল ঘোষ বলেন, " শাসকদলের সঙ্গে যুক্ত না থাকলে কাজ পাওয়া যাবে না । বগটুইকাণ্ডের পরও শিল্পী-কলাকুশলীরাও চুপ করে থাকে তেমনই, যারা শাসক বিরোধী দলে আছে তারা সত্যি কথা বললে তাদের পেটের উপর যে আক্রমণটা নেমে আসছে সেটা ভয়ঙ্কর । 2020 সাল পর্যন্ত অভিনেতা হিসেবে পরিচালকদের কাছে আমি সব থেকে পচ্ছন্দের ছিলাম । মানুষের কাছে আজও আছি। কিন্ত 2021 সালের পর থেকে 16 মাস হয়ে গেলেও কোনও পরিচালকই আমাকে আর বিশ্বাস করতে পারছেন না। তাই কেউ কাজও দেয় না। রাজনীতিটা আমার পেশা নয় । অভিনয়টা আমার ভালবাসা এবং পেশা । অনেকেই দাঁতে দাত চেপে লড়াই করতে না পেরে বিজেপি ছেড়ে চলে গিয়েছে । কিন্ত আমি এখনও লড়াই করছি। তাই এই বিষয়টিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ করা উচিৎ বলে আমি মনে করি ৷"

কলকাতা, 3 এপ্রিল : এবার কী তিনি রাজনীতির পাশাপাশি বিজেপিও ছা়ড়তে চলেছেন ? শনিবারই রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh on Leaving BJP) জানিয়েছিলেন, রাজনীতি ছাড়ছেন। তিনি বলেন, "আমাকে পেট চালাতে হবে । আমি সিনেমা ও থিয়েটারে অভিনয় করি। এটা করে আমার পেট চলে। সত্যিই যদি রাজনীতি করে আমি কাজ না পাই, তাহলে আমাকেও রাজনীতি ছেড়ে দিতেই হবে ।"

আজ সকালে হঠাৎই বিজেপির সদর কার্যালয়ে হাজির হন রুদ্রনীল। দেখা করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গেও । প্রায় 1 ঘণ্টার বেশি সময় ধরে তিনি এদিন বৈঠকও করেন ।

বিজেপি ছাড়ছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ

আরও পড়ুন: বাংলা ভাষায় দক্ষ মারাঠি সুনীলকেই পর্যবেক্ষক চাইছেন সুকান্ত-শুভেন্দু-দিলীপরা

এদিন বিজেপির সদর কার্যালয়ে রুদ্রনীল ঘোষ বলেন, " শাসকদলের সঙ্গে যুক্ত না থাকলে কাজ পাওয়া যাবে না । বগটুইকাণ্ডের পরও শিল্পী-কলাকুশলীরাও চুপ করে থাকে তেমনই, যারা শাসক বিরোধী দলে আছে তারা সত্যি কথা বললে তাদের পেটের উপর যে আক্রমণটা নেমে আসছে সেটা ভয়ঙ্কর । 2020 সাল পর্যন্ত অভিনেতা হিসেবে পরিচালকদের কাছে আমি সব থেকে পচ্ছন্দের ছিলাম । মানুষের কাছে আজও আছি। কিন্ত 2021 সালের পর থেকে 16 মাস হয়ে গেলেও কোনও পরিচালকই আমাকে আর বিশ্বাস করতে পারছেন না। তাই কেউ কাজও দেয় না। রাজনীতিটা আমার পেশা নয় । অভিনয়টা আমার ভালবাসা এবং পেশা । অনেকেই দাঁতে দাত চেপে লড়াই করতে না পেরে বিজেপি ছেড়ে চলে গিয়েছে । কিন্ত আমি এখনও লড়াই করছি। তাই এই বিষয়টিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ করা উচিৎ বলে আমি মনে করি ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.