কলকাতা, 19 মার্চ : বেশ কিছুদিন ধরে গুরুতর অসুস্থ ছিলেন টলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার । অ্যাক্সিডেন্টের পর বেশ কিছুদিন শয্যাশায়ী ছিলেন তিনি । কিন্তু অসুস্থতাকে জয় করে এখন তিনি সম্পূর্ণ সুস্থ । অভিনেত্রী ফিরছেন তাঁর জীবনের স্বাভাবিক চেনা ছন্দে ।
দোলের দিন প্রিয়াঙ্কা তাঁর সোশ্যাল মিডিয়া পেজে প্রকাশ করেছেন ছেলে সহজের সঙ্গে দোল খেলার একটি ভিডিও ৷ যেটি কিছুদিন আগেই শ্যুট করা হয়েছে বলে জানা গিয়েছে । এই নতুন ভিডিওটিতে দেখা যাচ্ছে, জীবনের রংয়ে প্রিয়াঙ্কা আনন্দের রং মিশিয়ে এক নতুন উপহার দিলেন তাঁর দর্শকদের (Priyanka Celebrates Holi With Son)।
আরও পড়ুন : New Song of Bhuban Badyakar : আসছে ভুবনের নতুন গান, শ্যুটিংয়ে মুম্বই পাড়ি শিল্পীর
এ বিষয়ে প্রিয়াঙ্কা বলেন যে, "দীর্ঘদিন অসুস্থ ছিলাম, অ্যাক্সিডেন্টের কারণে প্রায় শয্যাশায়ী হয়ে থাকতে হয়েছিল । তবে এখন আবার হাঁটতে পারছি । স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছি । আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, এই গোটা খারাপ সময়টা জুড়ে আমাকে ভীষণভাবে সাপোর্ট করার জন্য । সকলকে দোলের অনেক শুভেচ্ছা । সকলের জীবনের ধূসর রং কেটে গিয়ে জীবন হয়ে উঠুক রঙিন, এই কামনাই করব ।"
আরও পড়ুন : Dev And Others On Tonic : পরাণদার জন্য টিভিতে দেখতে হবে 'টনিক', বললেন দেব
প্রসঙ্গত, শ্যুটিংয়ের কাজ করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার । তাঁর দুই পায়েই অস্ত্রোপচার করতে হয়েছিল । মাস কয়েক আগে নিউটনের কাছে রাস্তায় একটি ওয়েব সিরিজের শ্যুটিংয়ের জন্য অভিনেতা অর্জুন চক্রবর্তীর সঙ্গে শ্যুটিংয়ের সময় এক বাইক অ্যাক্সিডেন্টে তাঁর দুটি পা যখম হয়। বেশ কিছুদিন বিশ্রাম নিয়ে এখন অনেকটাই সুস্থ নায়িকা । প্রিয়াঙ্কা আবার স্বাভাবিকভাবে শ্যুটিংয়ে ফিরে আসবেন বলে অপেক্ষায় রয়েছেন তাঁর ফ্যানরা।
অভিনেত্রীর বেশ কিছু ছবি তৈরি হয়ে রয়েছে । যেমন পরিচালক সুজিত মণ্ডলের ছবি ‘অমর প্রেম’ ৷ এই ছবিতে যশের সঙ্গে জুটি বেঁধে আসছেন প্রিয়াঙ্কা । এছাড়াও বহু ছবি ও সিরিজের শ্যুট আটকে রয়েছে তাঁর অসুস্থতার কারণে ।