কলকাতা, 20 নভেম্বর: মৃদু পর্যায়ের কার্ডিয়াক অ্যারেস্ট ঐন্দ্রিলার ৷ শনিবার রাতে তাঁর ফের কার্ডিয়াক অ্যারিস্ট হয় । এরপর গভীর রাতে দশবার হৃদরোগে আক্রান্ত হন লড়াকু অভিনেত্রী ৷ তাঁকে ফের সিপিআর সাপোর্টে রাখা হয়েছে ৷ তবে যেহেতু ঐন্দ্রিলা ভেন্টিলেশনে রয়েছেন, তাই এই মাইল্ড অ্যার্টাকে খুব একটা সমস্যা হয়নি বলেই জানিয়েছেন চিকিৎসকেরা । আর এরই মধ্যে এখনও পর্যন্ত ফেসবুকে করা ঐন্দ্রিলাকে নিয়ে তাঁর সমস্ত পোস্ট মুছে দিয়েছেন তাঁর বন্ধু সব্যসাচী চৌধুরী (Aindrila Sharma Health Update) ।
যদিও শনিবার সকালে হাসপাতালের তরফে জানানো হয়েছিল, ঐন্দ্রিলা এখনও একশো শতাংশ ভেন্টিলেশনে রয়েছেন । ওষুধ দিয়ে তাঁর রক্তচাপ স্বাভাবিক রাখার চেষ্টা চলছে । সেভাবে তাঁর রক্তচাপ এখনও স্থিতিশীল রাখা হয়েছে । তাঁর জিসিএস কোমাস্কোর এখনও 5, অর্থাৎ গভীর কোমায় রয়েছেন তিনি ৷ ইতিমধ্যে কলকাতার নিউরোসায়েন্স এবং এসএসকেএম-এর স্নায়ুরোগ বিশেষজ্ঞরা দেখছেন ঐন্দ্রিলাকে ৷
আরও পড়ুন: অবস্থার উন্নতি নয়, এখনও ভেন্টিলেশনেই অভিনেত্রী ঐন্দ্রিলা
এদিকে ঐন্দ্রিলাকে নিয়ে ফেসবুকে পোস্ট করার জন্য ট্রোলিংয়েরও শিকার হতে হয়েছে তাঁর বন্ধু সব্যসাচী চৌধুরীকে । কোনও কোনও নেট নাগরিক এমন প্রশ্নও তুলেছেন, "যদি কারও কাছের মানুষ অসুস্থ হন, তাহলে তিনি ফেসবুকে কে কী বলছেন, সে খবর রাখেন কীভাবে ?" এমনকী সব্যসাচী তাঁর নিজের কেরিয়ারের জন্য এমনটা করছেন সে দাবিও করেছেন অনেকে । তবে নিজের লেখা এই পোস্ট ইতিমধ্যে ফেসবুক থেকে ডিলিট করে দিয়েছেন সব্যসাচী চৌধুরী । শুধু তাই নয়, ঐন্দ্রিলা সংক্রান্ত নিজের পুরনো পোস্টগুলিও ডিলিট করেছেন অভিনেতা ৷ আর এতেই ঐন্দ্রিলাকে নিয়ে আরও চিন্তা বেড়েছে অনুরাগীদের ।