ETV Bharat / state

প্রেমের টোপ দিয়ে নারী পাচার, গ্রেপ্তার অভিযুক্ত - প্রফুল্ল নায়েক

প্রেমের প্রলোভনে জড়িয়ে যুবতিদের ভিন রাজ্যে পাচার ও দেহ ব্যবসায় নামানোর অভিযোগ উঠল প্রফুল্ল নায়েকের বিরুদ্ধে । তাকে মধ্য কলকাতার পোস্তা থানা এলাকা থেকে গ্রেপ্তার করল পুলিশ ।

Accused of women trafficking arrested from kolkata
প্রেমের টোপ দিয়ে নারী পাচার
author img

By

Published : Feb 1, 2021, 6:40 PM IST

কলকাতা, 1 ফেব্রুয়ারি : প্রথমে যুবতিদের সাথে ভাব জমিয়ে, প্রেমের জালে জড়িয়ে তাঁদের বাইরের রাজ্যে কাজ পাইয়ে দেওয়ার নাম করে দেহ ব্যবসায় নামিয়ে দেওয়া হত । সেখান থেকেই মুনাফা লুটত অভিযুক্ত । কিন্তু তা আর বেশি দিন চলল না । অবশেষে পুলিশের জালে ধরা পড়ল অভিযুক্ত । ধৃতের নাম প্রফুল্ল নায়েক ।

বাংলাদেশ থেকে ভারতে কাজ খুঁজতে আসা বহু নারীকে প্রেমের প্রলোভনে জড়িয়ে তাঁদের বাইরের রাজ্যে নিয়ে পাচার ও দেহ ব্যবসায় নামানোর অভিযোগ উঠল প্রফুল্ল নায়েকের বিরুদ্ধে । তাকে মধ্য কলকাতার পোস্তা থানা এলাকা থেকে গ্রেপ্তার করল পুলিশ ।

লালবাজার সূত্রের খবরয়, বেশ কিছুদিন আগে বেঙ্গালুরু পুলিশ একটি ফ্ল্যাট থেকে বেশ কয়েকজন যুবতিকে উদ্ধার করে । তাঁদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানা যায় প্রফুল্ল নায়েক নামে এক ব্যক্তির সাথে তাঁদের আলাপ হয় । ওই প্রফুল্ল তাঁদের বাইরের রাজ্যে চাকরি দেওয়ার নামে এনে তাঁদের যৌন ব্যবসায় কাজ করাতে বাধ্য করত ।

বেঙ্গালুরু পুলিশ জানায় উদ্ধার হওয়া যুবতিদের মধ্যে একজন এরাজ্যের । তাঁকে বিশেষভাবে জিজ্ঞাসাবাদ করেই বেশ কিছু তথ্য সামনে আসে এবং ঘটনার ওতপ্রোতভাবে যুক্ত থাকা প্রফুল্ল নায়েক সম্বন্ধে ওয়াকিবহাল হয় পুলিশ । এর পরেই সম্প্রতি ওড়িশার বালেশ্বর-এর বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েও প্রফুল্ল নায়েকের খোঁজ পাওয়া যায়নি । পুলিশ জানায় আদতে সে ওড়িশার বালেশ্বরের বাসিন্দা ।

আরও পড়ুন : হায়দরাবাদ থেকে গ্রেপ্তার আন্তর্জাতিক নারী পাচার চক্রের কিংপিন

এরপরই গোয়েন্দারা জানতে পারেন কলকাতার বড়বাজার, পোস্তা বড়তলা স্ট্রিট সহ বেশ কিছু জায়গায় তার আনাগোনা রয়েছে । সেই মতোই খবর যায় লালবাজারে । সতর্ক হয় কলকাতা পুলিশ । এর পর বড়বাজার-সহ একাধিক এলাকায় তল্লাশি চালিয়ে পোস্তা থানা এলাকার বড়তলা স্ট্রিট থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ । তার সাথে নারী পাচার চক্রের যোগ আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে ।

কলকাতা, 1 ফেব্রুয়ারি : প্রথমে যুবতিদের সাথে ভাব জমিয়ে, প্রেমের জালে জড়িয়ে তাঁদের বাইরের রাজ্যে কাজ পাইয়ে দেওয়ার নাম করে দেহ ব্যবসায় নামিয়ে দেওয়া হত । সেখান থেকেই মুনাফা লুটত অভিযুক্ত । কিন্তু তা আর বেশি দিন চলল না । অবশেষে পুলিশের জালে ধরা পড়ল অভিযুক্ত । ধৃতের নাম প্রফুল্ল নায়েক ।

বাংলাদেশ থেকে ভারতে কাজ খুঁজতে আসা বহু নারীকে প্রেমের প্রলোভনে জড়িয়ে তাঁদের বাইরের রাজ্যে নিয়ে পাচার ও দেহ ব্যবসায় নামানোর অভিযোগ উঠল প্রফুল্ল নায়েকের বিরুদ্ধে । তাকে মধ্য কলকাতার পোস্তা থানা এলাকা থেকে গ্রেপ্তার করল পুলিশ ।

লালবাজার সূত্রের খবরয়, বেশ কিছুদিন আগে বেঙ্গালুরু পুলিশ একটি ফ্ল্যাট থেকে বেশ কয়েকজন যুবতিকে উদ্ধার করে । তাঁদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানা যায় প্রফুল্ল নায়েক নামে এক ব্যক্তির সাথে তাঁদের আলাপ হয় । ওই প্রফুল্ল তাঁদের বাইরের রাজ্যে চাকরি দেওয়ার নামে এনে তাঁদের যৌন ব্যবসায় কাজ করাতে বাধ্য করত ।

বেঙ্গালুরু পুলিশ জানায় উদ্ধার হওয়া যুবতিদের মধ্যে একজন এরাজ্যের । তাঁকে বিশেষভাবে জিজ্ঞাসাবাদ করেই বেশ কিছু তথ্য সামনে আসে এবং ঘটনার ওতপ্রোতভাবে যুক্ত থাকা প্রফুল্ল নায়েক সম্বন্ধে ওয়াকিবহাল হয় পুলিশ । এর পরেই সম্প্রতি ওড়িশার বালেশ্বর-এর বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েও প্রফুল্ল নায়েকের খোঁজ পাওয়া যায়নি । পুলিশ জানায় আদতে সে ওড়িশার বালেশ্বরের বাসিন্দা ।

আরও পড়ুন : হায়দরাবাদ থেকে গ্রেপ্তার আন্তর্জাতিক নারী পাচার চক্রের কিংপিন

এরপরই গোয়েন্দারা জানতে পারেন কলকাতার বড়বাজার, পোস্তা বড়তলা স্ট্রিট সহ বেশ কিছু জায়গায় তার আনাগোনা রয়েছে । সেই মতোই খবর যায় লালবাজারে । সতর্ক হয় কলকাতা পুলিশ । এর পর বড়বাজার-সহ একাধিক এলাকায় তল্লাশি চালিয়ে পোস্তা থানা এলাকার বড়তলা স্ট্রিট থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ । তার সাথে নারী পাচার চক্রের যোগ আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.