কলকাতা, 2 মার্চ: ভবানীপুরের লি রোডে স্বর্ণব্যবসায়ী খুনের ঘটনার মূল অভিযুক্ত বিমল শর্মা ধরা পড়ল কলকাতা পুলিশের জালে (Bhowanipore Murder Case)। ধৃত বিমল ওরফে শিবমকে আহমেদাবাদ থেকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। বুধবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানান কলকাতার পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েল। বিমল শর্মা নয়াদিল্লির বাসিন্দা। রাজধানীতে তাঁর নামে প্রতারণার মামলাও রয়েছে। কলকাতা পুলিশ বিশেষ সূত্রে জানতে পারে অভিযুক্ত বিমল ছত্তীশগড়, মহারাষ্ট্র, গুজরাত, ওড়িশা একে একে রাজ্য বদলে গা ঢাকা দিয়ে আছেন। তবে শেষরক্ষা হল না। কলকাতা পুলিশের হাতে ধরা পড়ল অভিযুক্ত।
পুলিশ তাকে আহমেদাবাদ থেকে গ্রেফতার করে। মোট ন'বার নাম বদল করেছিল অভিযুক্ত বলেই জানতে পেরেছে তদন্তকারীরা। কলকাতা পুলিশ আহমেদাবাদের আদালতে হাজির করিয়ে তাকে ট্রানজিট রিম্যান্ডে কলকাতা আনার আবেদন জানায়। পুলিশের আবেদন মঞ্জুর করে আদালত। কলকাতা নিয়ে যাওয়ার জন্য অনুমতিও দেওয়া হয়েছে। পুলিশ কমিশনার বিনীত গোয়েল জানান, অভিযুক্ত বিমল শর্মা একাধিক রাজ্যে আশ্রয় নিলেও বেশিদিন কোথাও থাকেনি। বিভিন্ন শহর ঘুরে ঘুরে বেড়ালেও কোনওভাবেই কোনও সূত্র রেখে যাচ্ছিল না। তাকে পাওয়া ক্রমশ কঠিন হয়ে উঠেছিল তদন্তকারীদের কাছে। মুক্তিপণ বাবদ নেওয়া সব নগদ টাকা নিজের কাছেই রেখেছিলে অভিযুক্ত। সেই টাকা থেকে খরচ-খরচা চালাচ্ছিল। ধৃতের কাছ থেকে নগদ সাড়ে ছ'লক্ষ টাকা উদ্ধার হয়েছে বলে জানান নগরপাল।
আরও পড়ুন: বাংলার পৌরভোটে বিরোধীদের পিছনে ফেলে সেঞ্চুরি নির্দল প্রার্থীদের
উল্লেখ্য,গত ফেব্রুয়ারি মাসের 14 তারিখ ভবানীপুরের এক অতিথিশালা থেকে স্বর্ণব্যবসায়ী শান্তিলালের দেহ উদ্ধার করে পুলিশ। তাঁর সঙ্গে ছিলেন এক যুবকও। তিনি শান্তিলালকে 'আঙ্কল' বলে অতিথিশালায় পরিচয় দিয়েছিলেন। পরে শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিটের এক অতিথিশালা থেকে তাঁর দেহ উদ্ধার করে স্থানীয় থানার পুলিশ।