ETV Bharat / state

Jorabagan Stoneman Issue : 8 মাস পর গ্রেফতার জোড়াবাগান খুনে পলাতক অভিযুক্ত স্টোনম্যান

আট মাস আগে মাথা থেঁতলে জোড়াবাগানে এক যুবককে খুন করে ঝাড়খণ্ড পালিয়ে যায় অভিযুক্ত কৃষ্ণ সাহু ৷ কিন্তু ভিন রাজ্যে পালিয়েও পুলিশের হাত থেকে রেহাই পেল না অপরাধী (Jorabagan Stoneman Issue) ৷ ঠিক কী হয়েছিল 21 জুলাই, 2021-এ ?

Kolkata Crime News
জোড়াবাগান খুনে ধৃত
author img

By

Published : Mar 27, 2022, 8:58 AM IST

কলকাতা, 27 মার্চ : ভিন রাজ্যে পালিয়েও শেষ রক্ষা হল না ৷ অবশেষে প্রায় আট মাস পর ধরা পড়ল অপরাধী ৷ জোড়াবাগানে মাথা থেঁতলে স্টোনম্যানের কায়দায় খুন করা অভিযুক্ত কৃষ্ণ সাহুকে ঝাড়খণ্ড থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশ ৷ গ্রেফতারির পর শনিবার ট্রানজিট রিমান্ডে তাকে কলকাতা নিয়ে আসা হয় ৷

21 জুলাই, 2021 ৷ সাত সকালে উত্তর কলকাতার জোড়াবাগান (Jorabagan Murder) থানা এলাকায় স্টোনম্যানের কায়দায় এক যুবককে মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করে খুনের ঘটনা ঘটে ৷ বি কে পাল অ্যাভিনিউয়ের ফুটপাত থেকে রক্তাক্ত অবস্থায় ওমপ্রকাশ নামের ওই যুবককে উদ্ধার করে পুলিশ ৷ এরপর তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি ৷

ফুটপাথে ক্যাম্প খাট পেতে ঘুমিয়ে থাকাকালীন যুবকের মাথায় ও মুখে ভারি কিছু দিয়ে আঘাত করে পালায় আততায়ী । প্রাথমিকভাবে পুলিশ জানতে পারে যুবককে স্টোনম্যানের কায়দায় খুন করা হয় (Jorabagan Stoneman Murder Case) ।

ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, যেখানে ওই যুবকের দেহ পড়েছিল, সেই ফুটপাতেই মায়ের সঙ্গে তিনি একটি ভাতের হোটেল চালাতেন ৷ পাশাপাশি ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অনুমান করা হয় ব্যক্তিগত বচসার জেরেই ওই যুবককে খুন করা হয় । ঘটনায় সিসিটিভি ফুটেজ-সহ একাধিক নথি সংগ্রহ করে পুলিশ । সেখানেই এক ট্যাক্সির ছবি ধরা পড়ে ৷ সেই সূত্র ধরেই দীর্ঘ প্রায় আট মাস পর শনিবার ঝাড়খণ্ড থেকে গ্রেফতার করা হয় আততায়ী স্টোনম্যান কৃষ্ণকে ।

আরও পড়ুন : শহরে ফের স্টোনম্যান ?

কলকাতা, 27 মার্চ : ভিন রাজ্যে পালিয়েও শেষ রক্ষা হল না ৷ অবশেষে প্রায় আট মাস পর ধরা পড়ল অপরাধী ৷ জোড়াবাগানে মাথা থেঁতলে স্টোনম্যানের কায়দায় খুন করা অভিযুক্ত কৃষ্ণ সাহুকে ঝাড়খণ্ড থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশ ৷ গ্রেফতারির পর শনিবার ট্রানজিট রিমান্ডে তাকে কলকাতা নিয়ে আসা হয় ৷

21 জুলাই, 2021 ৷ সাত সকালে উত্তর কলকাতার জোড়াবাগান (Jorabagan Murder) থানা এলাকায় স্টোনম্যানের কায়দায় এক যুবককে মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করে খুনের ঘটনা ঘটে ৷ বি কে পাল অ্যাভিনিউয়ের ফুটপাত থেকে রক্তাক্ত অবস্থায় ওমপ্রকাশ নামের ওই যুবককে উদ্ধার করে পুলিশ ৷ এরপর তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি ৷

ফুটপাথে ক্যাম্প খাট পেতে ঘুমিয়ে থাকাকালীন যুবকের মাথায় ও মুখে ভারি কিছু দিয়ে আঘাত করে পালায় আততায়ী । প্রাথমিকভাবে পুলিশ জানতে পারে যুবককে স্টোনম্যানের কায়দায় খুন করা হয় (Jorabagan Stoneman Murder Case) ।

ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, যেখানে ওই যুবকের দেহ পড়েছিল, সেই ফুটপাতেই মায়ের সঙ্গে তিনি একটি ভাতের হোটেল চালাতেন ৷ পাশাপাশি ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অনুমান করা হয় ব্যক্তিগত বচসার জেরেই ওই যুবককে খুন করা হয় । ঘটনায় সিসিটিভি ফুটেজ-সহ একাধিক নথি সংগ্রহ করে পুলিশ । সেখানেই এক ট্যাক্সির ছবি ধরা পড়ে ৷ সেই সূত্র ধরেই দীর্ঘ প্রায় আট মাস পর শনিবার ঝাড়খণ্ড থেকে গ্রেফতার করা হয় আততায়ী স্টোনম্যান কৃষ্ণকে ।

আরও পড়ুন : শহরে ফের স্টোনম্যান ?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.