ETV Bharat / state

স্বচ্ছ বায়ুর নিরিখে ভারতে শীর্ষে কলকাতা - কলকাতায় বায়ুদূষণের মাত্র

লকডাউনের ফলে রাস্তায় যানবাহন চলাচল বন্ধ । দূষণে সহায়ককারী অন্যান্য সবকিছুও বন্ধ । ফলে ভারতের মধ্যে কলকাতায় সবচেয়ে স্বচ্ছ বায়ু বইছে বলে জানাল WHO ।

Kolkata
কলকাতার বায়ুদূষণ
author img

By

Published : Apr 29, 2020, 8:59 AM IST

কলকাতা, 29 এপ্রিল : কোরোনার জেরে চারিদিকে শুধুই মৃত্যুর খবর । ঠিক সেই সময়ই সুস্থতার বার্তা দিচ্ছে কলকাতা । এমনই জানালেন পরিবেশ প্রযুক্তিবিদ সোমেন্দ্রমোহন ঘোষ । তিনি জানান, WHO-র বক্তব্য অনুযায়ী ভারতে সবথেকে স্বচ্ছ বায়ু বইছে কলকাতার আকাশে ।

সোমেন্দ্রমোহন ঘোষ জানান, লাগাতার বর্ষণে কলকাতায় তাপমাত্রা কমেছে । পাশাপাশি চলতি সপ্তাহে বায়ুদূষণ নেই বললেই চলে । এই ঘটনা কলকাতায় অতীতে ঘটেনি । WHO-র নির্ধারিত দূষণ স্তরের যে সীমা রয়েছে কলকাতার আকাশে তার থেকেও 20 শতাংশ কম দূষণের পরিমাণ । এমনকী, ন্যূনতম 25 মাইক্রোগ্রাম প্রতি ঘনমিটারে দূষণের পরিমাণের থেকেও কলকাতার আকাশে দূষণ হ্রাস পেয়েছে ।

WHO-র গবেষণায় দেখা গেছে, যে সমস্ত অঞ্চলে বায়ু দূষণ বেশি সেখানে কোরোনা ভাইরাসের প্রভাব বেশি । তাই যেভাবে শহরে দূষণের মাত্রা কমেছে সেভাবে যদি চলতে থাকে তাহলে মানুষের শরীরে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে । মানুষ ফুসফুসের রোগ থেকেও মুক্তি পাবে । ফলে কোরোনা রুখতে অনেক বেশি সক্রিয় হবে কলকাতা ।

বায়ুদূষণের এই পরিমাণ হ্রাস পাওয়ার কারণ হিসেবে সোমেন্দ্রমোহন বলেন, "লকডাউনের ফলে শহরে কোনও যানবাহন নেই । রাস্তার ধারে উনুন জ্বলছে না । রাস্তায় গড়ে প্রায় 10 লাখ মানুষ প্রকাশ্যে ধূমপান করে । সেসব এখন বন্ধ । শহরে প্রতিদিন প্রায় 25 লাখ লিটার পেট্রোল ব্যবহৃত হয় । তার সঙ্গে রয়েছে ডিজ়েলও । সেগুলিও সব বন্ধ । ফলে এখন বিশ্বের অন্যতম স্বচ্ছ বায়ুর শহর কলকাতা । আর ভারতে শীর্ষস্থানীয় ।"

কলকাতা, 29 এপ্রিল : কোরোনার জেরে চারিদিকে শুধুই মৃত্যুর খবর । ঠিক সেই সময়ই সুস্থতার বার্তা দিচ্ছে কলকাতা । এমনই জানালেন পরিবেশ প্রযুক্তিবিদ সোমেন্দ্রমোহন ঘোষ । তিনি জানান, WHO-র বক্তব্য অনুযায়ী ভারতে সবথেকে স্বচ্ছ বায়ু বইছে কলকাতার আকাশে ।

সোমেন্দ্রমোহন ঘোষ জানান, লাগাতার বর্ষণে কলকাতায় তাপমাত্রা কমেছে । পাশাপাশি চলতি সপ্তাহে বায়ুদূষণ নেই বললেই চলে । এই ঘটনা কলকাতায় অতীতে ঘটেনি । WHO-র নির্ধারিত দূষণ স্তরের যে সীমা রয়েছে কলকাতার আকাশে তার থেকেও 20 শতাংশ কম দূষণের পরিমাণ । এমনকী, ন্যূনতম 25 মাইক্রোগ্রাম প্রতি ঘনমিটারে দূষণের পরিমাণের থেকেও কলকাতার আকাশে দূষণ হ্রাস পেয়েছে ।

WHO-র গবেষণায় দেখা গেছে, যে সমস্ত অঞ্চলে বায়ু দূষণ বেশি সেখানে কোরোনা ভাইরাসের প্রভাব বেশি । তাই যেভাবে শহরে দূষণের মাত্রা কমেছে সেভাবে যদি চলতে থাকে তাহলে মানুষের শরীরে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে । মানুষ ফুসফুসের রোগ থেকেও মুক্তি পাবে । ফলে কোরোনা রুখতে অনেক বেশি সক্রিয় হবে কলকাতা ।

বায়ুদূষণের এই পরিমাণ হ্রাস পাওয়ার কারণ হিসেবে সোমেন্দ্রমোহন বলেন, "লকডাউনের ফলে শহরে কোনও যানবাহন নেই । রাস্তার ধারে উনুন জ্বলছে না । রাস্তায় গড়ে প্রায় 10 লাখ মানুষ প্রকাশ্যে ধূমপান করে । সেসব এখন বন্ধ । শহরে প্রতিদিন প্রায় 25 লাখ লিটার পেট্রোল ব্যবহৃত হয় । তার সঙ্গে রয়েছে ডিজ়েলও । সেগুলিও সব বন্ধ । ফলে এখন বিশ্বের অন্যতম স্বচ্ছ বায়ুর শহর কলকাতা । আর ভারতে শীর্ষস্থানীয় ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.