ETV Bharat / state

চলতি মাসে কর্পোরেশনে রদবদলের সম্ভাবনা, নির্দেশিকা কমিশনের - কলকাতা কর্পোরেশন

Kolkata Municipal Corporation: নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী কলকাতা কর্পোরেশনের আধিকারিকদের বদলির সম্ভাবনা ৷ তবে কাকে কোথায় পাঠানো হবে তা এখনও চূড়ান্ত হয়নি ৷

ETV Bharat
কলকাতা পৌরনিগম
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 9, 2024, 10:37 AM IST

কলকাতা, 9 জানুয়ারি: লোকসভা ভোটের বাকি আর কয়েকমাস । তার আগেই জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশে এবার সরতে হতে পারে কলকাতা কর্পোরেশনের একাধিক পৌর আধিকারিকদের । কাকে কোথায় বদলি করা হল সেই রিপোর্ট চলতি মাসের 31 তারিখের মধ্যেই কমিশনকে দিতে হবে বলেই খবর নির্বাচন কমিশন সূত্রে ।

নির্বাচন ঘোষণা হলেই সার্বিকভাবে প্রশাসনের রাস চলে যায় কমিশনের হাতে । সেক্ষেত্রে কমিশন মনে করলে বিভিন্ন সময় একাধিক আধিকারিককে বিভিন্ন জায়গায় বদলি করতে পারে । এমনকি সাধারণ নিয়ম অনুসারে, তিন বছরের বেশি কোনও আধিকারিক যদি একই পদে থাকেন তাকেও বদলি করতে হয় । কিন্তু নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে সরাসরি যুক্ত নয়, এমন আধিকারিকদের বদলি করা নিয়ে এত দিন কমিশনের তরফে কোনও পদক্ষেপ ছিল না । কিন্তু আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে যে নির্দেশিকা রাজ্যগুলিকে জাতীয় নির্বাচন কমিশন পাঠিয়েছে সেই নির্দেশিকায় এবার পৌরনিগমের আধিকারিকদের বদলি করার নির্দেশ দেওয়া হয়েছে । পাশাপশি এবার নির্দেশিকায় ইঞ্জিনিয়ার চিকিৎসকদেরও এই আওতায় আনা হয়েছে ।

সেই অনুসারেই এই প্রথম কলকাতা কর্পোরেশন, বিভিন্ন পৌর সংস্থা, নগর উন্নয়ন সংস্থা যারা পরোক্ষেও নির্বাচনের কাজে যুক্ত থাকে সেখানে একই পদে কর্মরত তিন বছরের বেশি সময় আছেন এমন আধিকারিকদের অন্যত্র বদলি করা অনিবার্য । ফলে সেই নির্দেশিকা অনুসারেই কলকাতা কর্পোরেশনের একাধিক উচ্চপদস্থ আধিকারিকের বদলি প্রায় নিশ্চিত । যে তালিকায় আছেন কলকাতা কর্পোরেশনের পৌর কমিশনার বিনোদ কুমার ৷ একই পদে সব থেকে বেশি সময় সচিব হিসেবে রয়েছেন হরিহর প্রসাদ মণ্ডল এবং মেয়রের ওএসডি কলিচরণ বন্দ্যোপাধ্যায় ।

বিশেষ কমিশনার সোমনাথ দে-সহ আছেন অবসরপ্রাপ্ত একাধিক বিভাগীয় ডিজি যাদের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে । ফলে কোন তালিকা এখন পাঠানো হবে কমিশনে, কে কোথায় বদলি হয় সেটাই দেখার । যদিও জাতীয় নির্বাচন কমিশনের চাপে বদলির পথে হাঁটলেও ভোট মিটলে ফের পুনরায় নিজেদের পুরনো পদে বহাল করার পথে হাঁটতে পারে রাজ্য সরকার ।
উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে বিরোধীদের অভিযোগের ভিত্তিতে একাধিক রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশ কর্তাদের রদবদল করেছিল । তবে ভোট মিটতে রাজ্য সরকার কয়েকজনকে পুরনো পদে ফিরিয়েছিল । এবারও তা হয় কি না সেটাই দেখার ৷

আরও পড়ুন :

1. কলকাতায় চুরি যাচ্ছে জলের মিটার, সমস্যার মুখে ওয়াটার লস ম্যানেজমেন্ট প্রকল্প

2. বেআইনি হোর্ডিং ঠেকাতে শহরে চালু হচ্ছে কিউআর কোড

3. পৌর স্বাস্থ্যকেন্দ্রে এমআরআই-সিটি স্ক্যানের সুবিধা পাবেন নাগরিকরা

কলকাতা, 9 জানুয়ারি: লোকসভা ভোটের বাকি আর কয়েকমাস । তার আগেই জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশে এবার সরতে হতে পারে কলকাতা কর্পোরেশনের একাধিক পৌর আধিকারিকদের । কাকে কোথায় বদলি করা হল সেই রিপোর্ট চলতি মাসের 31 তারিখের মধ্যেই কমিশনকে দিতে হবে বলেই খবর নির্বাচন কমিশন সূত্রে ।

নির্বাচন ঘোষণা হলেই সার্বিকভাবে প্রশাসনের রাস চলে যায় কমিশনের হাতে । সেক্ষেত্রে কমিশন মনে করলে বিভিন্ন সময় একাধিক আধিকারিককে বিভিন্ন জায়গায় বদলি করতে পারে । এমনকি সাধারণ নিয়ম অনুসারে, তিন বছরের বেশি কোনও আধিকারিক যদি একই পদে থাকেন তাকেও বদলি করতে হয় । কিন্তু নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে সরাসরি যুক্ত নয়, এমন আধিকারিকদের বদলি করা নিয়ে এত দিন কমিশনের তরফে কোনও পদক্ষেপ ছিল না । কিন্তু আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে যে নির্দেশিকা রাজ্যগুলিকে জাতীয় নির্বাচন কমিশন পাঠিয়েছে সেই নির্দেশিকায় এবার পৌরনিগমের আধিকারিকদের বদলি করার নির্দেশ দেওয়া হয়েছে । পাশাপশি এবার নির্দেশিকায় ইঞ্জিনিয়ার চিকিৎসকদেরও এই আওতায় আনা হয়েছে ।

সেই অনুসারেই এই প্রথম কলকাতা কর্পোরেশন, বিভিন্ন পৌর সংস্থা, নগর উন্নয়ন সংস্থা যারা পরোক্ষেও নির্বাচনের কাজে যুক্ত থাকে সেখানে একই পদে কর্মরত তিন বছরের বেশি সময় আছেন এমন আধিকারিকদের অন্যত্র বদলি করা অনিবার্য । ফলে সেই নির্দেশিকা অনুসারেই কলকাতা কর্পোরেশনের একাধিক উচ্চপদস্থ আধিকারিকের বদলি প্রায় নিশ্চিত । যে তালিকায় আছেন কলকাতা কর্পোরেশনের পৌর কমিশনার বিনোদ কুমার ৷ একই পদে সব থেকে বেশি সময় সচিব হিসেবে রয়েছেন হরিহর প্রসাদ মণ্ডল এবং মেয়রের ওএসডি কলিচরণ বন্দ্যোপাধ্যায় ।

বিশেষ কমিশনার সোমনাথ দে-সহ আছেন অবসরপ্রাপ্ত একাধিক বিভাগীয় ডিজি যাদের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে । ফলে কোন তালিকা এখন পাঠানো হবে কমিশনে, কে কোথায় বদলি হয় সেটাই দেখার । যদিও জাতীয় নির্বাচন কমিশনের চাপে বদলির পথে হাঁটলেও ভোট মিটলে ফের পুনরায় নিজেদের পুরনো পদে বহাল করার পথে হাঁটতে পারে রাজ্য সরকার ।
উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে বিরোধীদের অভিযোগের ভিত্তিতে একাধিক রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশ কর্তাদের রদবদল করেছিল । তবে ভোট মিটতে রাজ্য সরকার কয়েকজনকে পুরনো পদে ফিরিয়েছিল । এবারও তা হয় কি না সেটাই দেখার ৷

আরও পড়ুন :

1. কলকাতায় চুরি যাচ্ছে জলের মিটার, সমস্যার মুখে ওয়াটার লস ম্যানেজমেন্ট প্রকল্প

2. বেআইনি হোর্ডিং ঠেকাতে শহরে চালু হচ্ছে কিউআর কোড

3. পৌর স্বাস্থ্যকেন্দ্রে এমআরআই-সিটি স্ক্যানের সুবিধা পাবেন নাগরিকরা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.