ETV Bharat / state

2018 সালের তুলনায় দুর্ঘটনায় মৃত্যু কমল রাজ্যে, প্রকাশ NCRB-র রিপোর্ট - দুর্ঘটনা জনিত কারণে মৃত্যু

দুর্ঘটনা জনিত কারণে শহর কলকাতায় মৃত্যুর হারে যথেষ্ট উন্নতি হয়েছে ৷ প্রাকৃতিক দুর্যোগে দুই বছরই রাজ্যের রাজধানীতে কারো মৃত্যু হয়নি ৷ তবে অন্যান্য কারণে কলকাতায় 2018 সালে মৃত্যু হয়েছিল 734 ৷ 2019 সালে তা কমে হয়েছে 322 ৷

সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা
author img

By

Published : Sep 3, 2020, 10:44 PM IST

কলকাতা, 3 সেপ্টেম্বর : দুর্ঘটনা জনিত কারণে মৃত্যুর পরিসংখ্যানে খানিকটা উন্নতি করল পশ্চিমবঙ্গ । 2018 সালে পশ্চিমবঙ্গে যেখানে 16 হাজার 384 জনের মৃত্যু হয়েছিল, 2019 সালে তা কমে হল 15 হাজার 985 জন ৷ শতাংশের বিচারে 2018 সালে ছিল 17 শতাংশ সেখানে 2019 সালে তা হল 16.5 শতাংশ । জাতীয় ক্রাইম রেকর্ড বিওরো বা NCRB-র সম্প্রতিক রিপোর্টে এই তথ্য প্রকাশিত হয়েছে৷ 2018 সালে বাংলায় প্রাকৃতিক দুর্যোগে মৃত্যু হয়েছিল 275 জন মানুষের ৷ 2019 সালে সেই সংখ্যাটি বেশ খানিকটা বেড়ে 376 জনের মৃত্যু হয়েছে ৷

তবে দুর্ঘটনা জনিত কারণে শহর কলকাতায় মৃত্যুর হারে যথেষ্ট উন্নতি হয়েছে ৷ প্রাকৃতিক দুর্যোগে দুই বছরই রাজ্যের রাজধানীতে কারুর মৃত্যু হয়নি ৷ তবে অনান্য কারণে কলকাতায় 2018 সালে মৃত্যু হয়েছিল 734 ৷ 2019 সালে তা কমে হয়েছে 322 ৷ দুর্ঘটনা জনিত কারণে শহরে প্রতি 1 লাখে 5.2 জনের মৃত্যু হয়েছিল 2018 সালে ৷ 2019 সালে তা কমে দাঁড়ায় 2.3 জন ৷ লিঙ্গের ভিত্তিতে যদি দেখা যায় দুই বছরেই পুরুষের মৃত্যুর হার বেশি ৷ 2019 সালে দুর্ঘটনা জনিত কারণে 12হাজাতর 563 জন পুরুষের, 3 হাজার 421 জন মহিলা ও এক জন ট্রান্সজেন্ডারের মৃত্যু হয়েছে ৷

2019 সালে পশ্চিমবঙ্গে ধসে মৃত্যু হয়েছে 8 জনের ৷ বজ্রপাতে 147 জন ও প্রবল বৃষ্টিতে 1 জনের মৃত্যু হয়েছে ৷ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে মৃত্যু হয়েছে 170 জনের ৷ এছাড়া কোনও নির্মাণ ভেঙে মৃত্যু হয়েছে 5 জনের ৷ জলে ডুবে মৃত্যু হয়েছে 835 জনের ৷ বৈদ্যুতিন শকে মৃত্যু হয়েছে 294 জনের ৷ 271 জনের উুঁচু জায়গা থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে ৷ কোনও কারখানায় মেশিন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 8 জনের ৷ ট্রাফিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 8 হাজার 663জনের ৷ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 5 হাজার 724 জনের ৷ ও রেলওয়ে ক্রসিংয়ে মৃত্যু হয়েছে 107 জনের ৷ কোনও পশুর আক্রমণে মৃত্যু হয়েছে 77 জন মানুষের ৷

2019 সালে মোট ট্র্যাফিক দুর্ঘটনা হয়েছে 15 হাজার 222টি ৷ তার মধ্যে সড়ক দুর্ঘটনা হয়েছে 12 হাজার 233টি ৷ রেল অ্যাক্সিডেন্ট হয়েছে 2 হাজার 876টি ও রেলওয়ে ক্রসিংয়ে দুর্ঘটনা ঘটেছে 113টি ৷ 2019 সালে ন্যাশনাল হাইওয়েতে মোট দুর্ঘটনা ঘটেছে 3 হাজার 465টি তাতে মৃত্যু হয়েছে 1 হাজার 967টি ৷ রাজ্য সড়কে মোট দুর্ঘটনার ঘটনা ঘটেছে 2 হাজার 682টি মৃত্যু 1হাজার 617 জনের ৷ অন্যদিকে এক্সপ্রেসওয়েতে 178টি দুর্ঘটনার কথা সামনে এসেছে ৷ তাতে মৃত্যু হয়েছে 79জনের ৷ 2019 সালে কলকাতায় সড়ক দুর্ঘটনা ঘটেছে 2 হাজার 68টি ৷ 2018 সালে এটি ছিল 2 হাজার 173টি ৷

কলকাতা, 3 সেপ্টেম্বর : দুর্ঘটনা জনিত কারণে মৃত্যুর পরিসংখ্যানে খানিকটা উন্নতি করল পশ্চিমবঙ্গ । 2018 সালে পশ্চিমবঙ্গে যেখানে 16 হাজার 384 জনের মৃত্যু হয়েছিল, 2019 সালে তা কমে হল 15 হাজার 985 জন ৷ শতাংশের বিচারে 2018 সালে ছিল 17 শতাংশ সেখানে 2019 সালে তা হল 16.5 শতাংশ । জাতীয় ক্রাইম রেকর্ড বিওরো বা NCRB-র সম্প্রতিক রিপোর্টে এই তথ্য প্রকাশিত হয়েছে৷ 2018 সালে বাংলায় প্রাকৃতিক দুর্যোগে মৃত্যু হয়েছিল 275 জন মানুষের ৷ 2019 সালে সেই সংখ্যাটি বেশ খানিকটা বেড়ে 376 জনের মৃত্যু হয়েছে ৷

তবে দুর্ঘটনা জনিত কারণে শহর কলকাতায় মৃত্যুর হারে যথেষ্ট উন্নতি হয়েছে ৷ প্রাকৃতিক দুর্যোগে দুই বছরই রাজ্যের রাজধানীতে কারুর মৃত্যু হয়নি ৷ তবে অনান্য কারণে কলকাতায় 2018 সালে মৃত্যু হয়েছিল 734 ৷ 2019 সালে তা কমে হয়েছে 322 ৷ দুর্ঘটনা জনিত কারণে শহরে প্রতি 1 লাখে 5.2 জনের মৃত্যু হয়েছিল 2018 সালে ৷ 2019 সালে তা কমে দাঁড়ায় 2.3 জন ৷ লিঙ্গের ভিত্তিতে যদি দেখা যায় দুই বছরেই পুরুষের মৃত্যুর হার বেশি ৷ 2019 সালে দুর্ঘটনা জনিত কারণে 12হাজাতর 563 জন পুরুষের, 3 হাজার 421 জন মহিলা ও এক জন ট্রান্সজেন্ডারের মৃত্যু হয়েছে ৷

2019 সালে পশ্চিমবঙ্গে ধসে মৃত্যু হয়েছে 8 জনের ৷ বজ্রপাতে 147 জন ও প্রবল বৃষ্টিতে 1 জনের মৃত্যু হয়েছে ৷ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে মৃত্যু হয়েছে 170 জনের ৷ এছাড়া কোনও নির্মাণ ভেঙে মৃত্যু হয়েছে 5 জনের ৷ জলে ডুবে মৃত্যু হয়েছে 835 জনের ৷ বৈদ্যুতিন শকে মৃত্যু হয়েছে 294 জনের ৷ 271 জনের উুঁচু জায়গা থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে ৷ কোনও কারখানায় মেশিন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 8 জনের ৷ ট্রাফিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 8 হাজার 663জনের ৷ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 5 হাজার 724 জনের ৷ ও রেলওয়ে ক্রসিংয়ে মৃত্যু হয়েছে 107 জনের ৷ কোনও পশুর আক্রমণে মৃত্যু হয়েছে 77 জন মানুষের ৷

2019 সালে মোট ট্র্যাফিক দুর্ঘটনা হয়েছে 15 হাজার 222টি ৷ তার মধ্যে সড়ক দুর্ঘটনা হয়েছে 12 হাজার 233টি ৷ রেল অ্যাক্সিডেন্ট হয়েছে 2 হাজার 876টি ও রেলওয়ে ক্রসিংয়ে দুর্ঘটনা ঘটেছে 113টি ৷ 2019 সালে ন্যাশনাল হাইওয়েতে মোট দুর্ঘটনা ঘটেছে 3 হাজার 465টি তাতে মৃত্যু হয়েছে 1 হাজার 967টি ৷ রাজ্য সড়কে মোট দুর্ঘটনার ঘটনা ঘটেছে 2 হাজার 682টি মৃত্যু 1হাজার 617 জনের ৷ অন্যদিকে এক্সপ্রেসওয়েতে 178টি দুর্ঘটনার কথা সামনে এসেছে ৷ তাতে মৃত্যু হয়েছে 79জনের ৷ 2019 সালে কলকাতায় সড়ক দুর্ঘটনা ঘটেছে 2 হাজার 68টি ৷ 2018 সালে এটি ছিল 2 হাজার 173টি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.