ETV Bharat / state

নতুন বছর থেকে নবান্নে অ্যাক্সেস কার্ডের মাধ্যমে প্রবেশাধিকার, চলছে কার্ড তৈরির প্রক্রিয়া - New Year

Nabanna Access Card: নবান্নের গেট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় নিরাপত্তার খাতিরে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এবার নতুন বছরের শুরু থেকে নবান্নের কর্মীদের দেওয়া হচ্ছে এক্সেস কার্ড। এর মাধ্যমে শুধু হাজিরা নয়, নির্দিষ্ট এলাকার বাইরে তারা যাতায়াত করতেও পারবেন না বলে খবর।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 27, 2023, 10:48 PM IST

কলকাতা, 27 ডিসেম্বর: নবান্নের নিরাপত্তা নিয়ে সতর্ক রাজ্য প্রশাসন। নবান্নের কর্মীদের এবার দেওয়া হচ্ছে এক্সেস কার্ড। নতুন বছরের শুরু থেকে এই এক্সেস কার্ডের মাধ্যমেই হাজিরা নিশ্চিত করতে হবে কর্মীদের। ইতিমধ্যেই নবান্নের নিরাপত্তা নিশ্ছদ্র করতে দফায় দফায় বৈঠক করেছেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল ও নিরাপত্তা উপদেষ্টা পীযূষ পাণ্ডে।

ইতিমধ্যেই নবান্নের গেট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় নিরাপত্তার খাতিরে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এবার নতুন বছরের শুরু থেকে নবান্নের কর্মীদের দেওয়া হচ্ছে এক্সেস কার্ড। এর মাধ্যমে শুধু হাজিরা নয়, নির্দিষ্ট এলাকার বাইরে তারা যাতায়াত করতেও পারবেন না বলে খবর। ইতিমধ্যেই নবান্নের একাধিক ফ্লোরে বায়োমেট্রিক হাজিরার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু সমস্ত কর্মীদের ক্ষেত্রে তা অবশ্য চালু করা হয়নি । এবার সকলের জন্যই এই ব্যবস্থা নির্দিষ্ট করা হচ্ছে বলে জানা গিয়েছে।

এর ফলে পূর্বনির্ধারিত থাকবে কোনও ব্যক্তি কোন তলা পর্যন্ত যেতে পারবেন। অর্থাৎ, যে কোনও কর্মীরা নবান্নের যেখানে সেখানে ঘুরে বেড়াতে আর পারবেন না এই নতুন কার্ড চালু হওয়ার জেরে। তবে একতলার জন্য এক কার্ড প্রাথমিকভাবে প্রয়োজন নেই বলেও জানা যাচ্ছে। এক তলার উপরে উঠতে চাইলে তখন এই কার্ড প্রয়োজন পড়বে। সেক্ষেত্রে ওই ব্যক্তির ওই নির্দিষ্ট তলে যাওয়ার প্রবেশাধিকার থাকলে তবেই সেই কার্ড মেশিন ঠেকালে স্বয়ংক্রিয় পদ্ধতিতে গেটটি খুলবে।

জানুয়ারি থেকে এই পদ্ধতি শুরু হয়ে যাবে, তাই বুধবার নবান্নের বিভিন্ন স্থানে দেখা গেল এই অ্যাক্সেস কার্ড তৈরি প্রক্রিয়া। নবান্নের কর্মীরা লম্বা লাইনে দাঁড়িয়ে এই নির্দিষ্ট ব্যবস্থায় যুক্ত হওয়ার চেষ্টা করেছেন। প্রশ্ন উঠেছে এই অবস্থা চালু হলে আগামী দিনে কি নবান্নের নিরাপদ করা সম্ভব আদৌ হবে !

আরও পড়ুন:

  1. লোকসভা নির্বাচনের আগে শেষ গঙ্গাসাগর মেলা, প্রস্তুতিতে একগুচ্ছ পদক্ষেপ মমতার
  2. পরবর্তী ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমার, মুখ্যসচিব হচ্ছেন ভগবতী প্রসাদ গোপালিকা
  3. ত্রিস্তর পঞ্চায়েত কর্মীদের জন্য হেলথ স্কিমের সুবিধা, সিদ্ধান্ত মন্ত্রিসভার শেষ বৈঠকে

কলকাতা, 27 ডিসেম্বর: নবান্নের নিরাপত্তা নিয়ে সতর্ক রাজ্য প্রশাসন। নবান্নের কর্মীদের এবার দেওয়া হচ্ছে এক্সেস কার্ড। নতুন বছরের শুরু থেকে এই এক্সেস কার্ডের মাধ্যমেই হাজিরা নিশ্চিত করতে হবে কর্মীদের। ইতিমধ্যেই নবান্নের নিরাপত্তা নিশ্ছদ্র করতে দফায় দফায় বৈঠক করেছেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল ও নিরাপত্তা উপদেষ্টা পীযূষ পাণ্ডে।

ইতিমধ্যেই নবান্নের গেট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় নিরাপত্তার খাতিরে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এবার নতুন বছরের শুরু থেকে নবান্নের কর্মীদের দেওয়া হচ্ছে এক্সেস কার্ড। এর মাধ্যমে শুধু হাজিরা নয়, নির্দিষ্ট এলাকার বাইরে তারা যাতায়াত করতেও পারবেন না বলে খবর। ইতিমধ্যেই নবান্নের একাধিক ফ্লোরে বায়োমেট্রিক হাজিরার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু সমস্ত কর্মীদের ক্ষেত্রে তা অবশ্য চালু করা হয়নি । এবার সকলের জন্যই এই ব্যবস্থা নির্দিষ্ট করা হচ্ছে বলে জানা গিয়েছে।

এর ফলে পূর্বনির্ধারিত থাকবে কোনও ব্যক্তি কোন তলা পর্যন্ত যেতে পারবেন। অর্থাৎ, যে কোনও কর্মীরা নবান্নের যেখানে সেখানে ঘুরে বেড়াতে আর পারবেন না এই নতুন কার্ড চালু হওয়ার জেরে। তবে একতলার জন্য এক কার্ড প্রাথমিকভাবে প্রয়োজন নেই বলেও জানা যাচ্ছে। এক তলার উপরে উঠতে চাইলে তখন এই কার্ড প্রয়োজন পড়বে। সেক্ষেত্রে ওই ব্যক্তির ওই নির্দিষ্ট তলে যাওয়ার প্রবেশাধিকার থাকলে তবেই সেই কার্ড মেশিন ঠেকালে স্বয়ংক্রিয় পদ্ধতিতে গেটটি খুলবে।

জানুয়ারি থেকে এই পদ্ধতি শুরু হয়ে যাবে, তাই বুধবার নবান্নের বিভিন্ন স্থানে দেখা গেল এই অ্যাক্সেস কার্ড তৈরি প্রক্রিয়া। নবান্নের কর্মীরা লম্বা লাইনে দাঁড়িয়ে এই নির্দিষ্ট ব্যবস্থায় যুক্ত হওয়ার চেষ্টা করেছেন। প্রশ্ন উঠেছে এই অবস্থা চালু হলে আগামী দিনে কি নবান্নের নিরাপদ করা সম্ভব আদৌ হবে !

আরও পড়ুন:

  1. লোকসভা নির্বাচনের আগে শেষ গঙ্গাসাগর মেলা, প্রস্তুতিতে একগুচ্ছ পদক্ষেপ মমতার
  2. পরবর্তী ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমার, মুখ্যসচিব হচ্ছেন ভগবতী প্রসাদ গোপালিকা
  3. ত্রিস্তর পঞ্চায়েত কর্মীদের জন্য হেলথ স্কিমের সুবিধা, সিদ্ধান্ত মন্ত্রিসভার শেষ বৈঠকে
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.