ETV Bharat / state

বাবুলকে হেনস্থা, যাদবপুর চলোর ডাক ABVP-র - Babul Supriya's harassment

আজ যাদবপুর চলো কর্মসূচি ডাক দিল ABVP । আজ দুপুর ১টা নাগাদ গোলপার্ক থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় পর্যন্ত হবে মিছিল ৷

ফাইল ফোটো
author img

By

Published : Sep 23, 2019, 12:34 PM IST

কলকাতা, 23 সেপ্টেম্বর : বাবুল সুপ্রিয়কে হেনস্থার প্রতিবাদে 'যাদবপুর চলো' কর্মসূচির ডাক দিল ABVP । আজ বেলা 11টা থেকে শুরু হয়েছে জমায়েত ৷ দুপুর 1টা নাগাদ গোলপার্ক থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় পর্যন্ত হবে মিছিল ৷ এরপর যাদবপুর ক্যাম্পাসের বাইরে 8B বাসস্ট্যান্ডে একটি পথসভাও করবে তারা ।

আজ এই মিছিলে উপস্থিত থাকবেন বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের কর্মীরা ৷ এছাড়াও উপস্থিত থাকবেন BJP-র শীর্ষ নেতারা । ইতিমধ্যে মিছিলের জন্য গতরাতে উত্তরবঙ্গ থেকে কলকাতায় এসে পৌঁছেছেন ABVP-র সদস্যরা ।

ABVP-র অভিযোগ , বাম ছাত্র সংগঠনের সদস্যরা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে হেনস্থা করেছে ৷ পাশাপাশি, ABVP-র ছাত্র সংগঠনের সদস্যদের খুনের হুমকিও দেওয়া হচ্ছে । তাদের দাবি, এই ঘটনায় দোষীদের অবিলম্বে চিহ্নিত করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে । এছাড়া, ABVP-র সদস্যদের সুষ্ঠু ভাবে ক্লাসের ব্যবস্থা করার দাবিও জানানো হয়েছে ।

রাজ্য ABVP-র সহ সম্পাদক সুবীর হালদার বলেন, "আজ আমরা শান্তিপূর্ণভাবে মিছিলে অংশগ্রহণ করব । বাধা দেওয়ার চেষ্টা হলে, প্রতিরোধ করব৷"

কলকাতা, 23 সেপ্টেম্বর : বাবুল সুপ্রিয়কে হেনস্থার প্রতিবাদে 'যাদবপুর চলো' কর্মসূচির ডাক দিল ABVP । আজ বেলা 11টা থেকে শুরু হয়েছে জমায়েত ৷ দুপুর 1টা নাগাদ গোলপার্ক থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় পর্যন্ত হবে মিছিল ৷ এরপর যাদবপুর ক্যাম্পাসের বাইরে 8B বাসস্ট্যান্ডে একটি পথসভাও করবে তারা ।

আজ এই মিছিলে উপস্থিত থাকবেন বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের কর্মীরা ৷ এছাড়াও উপস্থিত থাকবেন BJP-র শীর্ষ নেতারা । ইতিমধ্যে মিছিলের জন্য গতরাতে উত্তরবঙ্গ থেকে কলকাতায় এসে পৌঁছেছেন ABVP-র সদস্যরা ।

ABVP-র অভিযোগ , বাম ছাত্র সংগঠনের সদস্যরা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে হেনস্থা করেছে ৷ পাশাপাশি, ABVP-র ছাত্র সংগঠনের সদস্যদের খুনের হুমকিও দেওয়া হচ্ছে । তাদের দাবি, এই ঘটনায় দোষীদের অবিলম্বে চিহ্নিত করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে । এছাড়া, ABVP-র সদস্যদের সুষ্ঠু ভাবে ক্লাসের ব্যবস্থা করার দাবিও জানানো হয়েছে ।

রাজ্য ABVP-র সহ সম্পাদক সুবীর হালদার বলেন, "আজ আমরা শান্তিপূর্ণভাবে মিছিলে অংশগ্রহণ করব । বাধা দেওয়ার চেষ্টা হলে, প্রতিরোধ করব৷"

Intro:23-09-19


সুজয় ঘোষ, কলকাতা



কলকাতা: আজ ABVP এর যাদবপুর চলো কর্মসূচি। সকাল ১১ টা থেকে জমায়েত শুরু। দুপুর ১ টায় গোলপার্ক থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় চলো কর্মসূচি শুরু হবে। ABVP সূত্রে এই খবর জানা গিয়েছে।


আজ এই কর্মসূচিতে বিজেপির সিনিয়ার নেতৃত্বও উপস্থিত থাকবেন। কাল রাতেই উত্তরবঙ্গ থেকে এসে পৌচ্ছেছে ABVP এর ছাত্রছাত্রীরা। আজ সকালে গোলপার্কে জমায়েত শুরু করেছে। আজ এই মিছিলে বিশ্বহিন্দু পরিষদ ও বর্জংদলের কর্মীরাও উপস্থিত থাকবে। আজ এই মিছিল ঘিরে বড় ধরণের গন্ডোগোল এর সম্ভবনা।



ABVP এর মূল দাবী, বাবুল সুপ্রিয় কে নিগ্রহ ও যাদবপুর ক্যাম্পাসে ABVP এর ছাত্র সংগঠনের সদস্যদের খুন করার হুমকি দিচ্ছে বাম ছাত্রসংগঠন গুলি। তাই তাদের অবিলম্ভে চিহ্নত করে কঠোর থেকে কঠোরতর শাস্ত্রির দাবী।


বিশ্ববিদ্যাল এর ভিতরে ABVP এর সমস্ত ছাত্রছাত্রীদের সুষ্ঠ ভাবে ক্লাসের ব্যাবস্থা করতে হবে। এই দাবীতেই মূলত মিছিল।
আজ মিছিল শেষে যাদবপুর কাম্পাসের বাইরে 8B বাসস্ট্যান্ডে একটি পথ সভাও করবে ABVP।

ABVP এর রাজ্যের সহ সম্পাদক সুবীর হালদার বলেন, " আজ আমরা শান্তিপূন ভাবে মিছিলে অংশ গ্রহণ করব। কিন্তু আমাদের বাধা দেওয়ার চেষ্টা করলে আমরাও প্রতিরোধ করবো"Body:কপিConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.