কলকাতা, 7 নভেম্বর : সন্দেহ নেই বাংলা সাহিত্যের ক্ষতি হয়ে গেল ৷ আমার সঙ্গে ওনার তেমন ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্ক ছিল না ৷ চিনতাম ৷ উনিও আমায় চিনতেন ৷ দেখাও হতো ৷ আমার বইয়ের সমালোচনাও উনি করেছিলেন ৷
সাহিত্যিক নবনীতা দেব সেনের একটি বিষয় আমায় খুব অবাক করত তা হল ওনার দ্বৈতসত্তা ৷ যখন গুরুগম্ভীর উপন্যাস লিখেছেন তখন একরকম আবার ওনার হাত থেকেই হালকা চালের লেখা বেরিয়েছে ৷ একজন অধ্যাপিকা কীভাবে এত সুন্দরভাবে দু'টো দিক বজায় রাখতে পারেন তা আমাকে বারবার ভাবিয়েছে ৷
মুজতবা আলি রসিক সাহিত্যিক ছিলেন ৷ ওনার শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন উঠতে পারে না ৷ নবনীতা দেব সেনের মধ্যে এমনই দ্বৈতসত্তার পরিচয় পেয়েছিলাম আমি ৷
আবার ব্যক্তি মানুষ হিসেবে ওনার মতো আভিজাত্য খুব কমই দেখেছি ৷ অভিজাত পরিবারে জন্ম ৷ উচ্চ শিক্ষিত ৷ গভীর পড়াশোনা ছিল ৷ তবে শেষে আবার একটা কথা বলব ওনার পাণ্ডিত্য এবং রসবোধের মিশ্রণ, মননশীল লেখা আমাকে বারবার অবাক করেছে ৷