কলকাতা, 29 জুন: ফুটপাতের বিভিন্ন কাজে খোঁড়াখুঁড়ি করতে গিয়ে আঘাত লাগছে গাছের মূলে । আঁকড়ে থাকা মাটির সঙ্গে ছিন্ন হচ্ছে সংযোগ। যার জেরে বহু গাছ হয়ে উঠছে বিপজ্জনক পরিস্থিতিতে দাঁড়িয়ে (About thousand footpath trees in Kolkata are in danger) । এই সমস্ত গাছই এখন মাথাব্যথার কারণ কলকাতা পৌরনিগমের উদ্যান বিভাগের । কলকাতায় বড় সংখ্যায় কমেছে গাছ । ফলে শীত বাড়লে দূষণ সূচক লাফিয়ে উপরদিকে ওঠে । ঝড়-জল-প্রাকৃতিক দুর্যোগে লেগে থাকে গাছ পড়ার মতো ঘটনা। তবে আমফান এক ধাক্কায় শহরকে অনেকটাই ফাঁকা করে দিয়েছে । ফলে নাগরিক জীবন রক্ষা করতে পরিবেশ বাঁচাতে গাছ লাগানোয় জোর দেওয়া ছাড়া উপায় নেই । সেই মতোই শহরজুড়ে সবুজ বাড়ানোর নিরন্তর চেষ্টা চালাচ্ছে কলকাতা পৌরনিগম । ফুটপাত ধরেও বৃক্ষরোপণ করা হচ্ছে বেশ কিছু জায়গায় ।
কলকাতা পৌরনিগম সূত্রে খবর, "ছোটবড় মিলিয়ে প্রায় 5 লক্ষেরও কাছাকাছি গাছ রয়েছে। এরমধ্যে ফুটপাতে রয়েছে এক লক্ষের বেশি । এরমধ্যে প্রায় হাজারখানেক গাছ বিপজ্জনক । এর অন্যতম কারণ হল, ফুটপাত দিয়ে গিয়েছে জলের পাইপলাইন, সিইএসসি, টেলিকম ও কেবল সংস্থাগুলির তার । এইসব লাইনে মাঝে মধ্যেই মেরামতির কাজ লেগেই থাকে। সেই কাজ করতে বেশির ভাগ সময়ই খুঁড়তে হয় ফুটপাত ।
আরও পড়ুন : ভুয়ো নিয়োগ ! কলকাতা পৌরনিগমে আটক 3 জালিয়াত
সেই কাজ করতে গিয়েই ঘটে চলেছে বিপত্তি । বারোটা বেজেছে বহু গাছের গোড়া বা মাটির নিচে থাকা মূলের অংশ । কখনও সিইএসসি, টেলিকম সংস্থা ফুটপাত কেটে কাজ করছে । আবার কখনও জলের পাইপলাইনের বা নিকাশি কাজের জন্য কাটা হচ্ছে । বারবার খোঁড়াখুঁড়িতে গাছের শিকড়গুলি অনেক জায়গায় কাটা পড়ছে, আবার বহু জায়গায় তা আলগা হয়ে যাচ্ছে । এমনি কৃষ্ণচূড়ার মতো গাছগুলি বেশি উপড়ে পরে মূল আলগা থাকায় । সেখানে কোদালের বা যন্ত্রের কোপে মূল ছিন্ন হলে আরো বেশি ক্ষতির সম্মুখীন হয় গাছ। এর জেরে অল্প ঝড়বৃষ্টিতেই উপড়ে পড়ার আশঙ্কা তৈরি হচ্ছে বহু গাছের। গাছগুলিকে নিয়ে মাথাব্যথা কর্তৃপক্ষের। কলকাতার ফুটপাতজুড়ে কমপক্ষে হাজারখানেক গাছ বিপজ্জনক অবস্থায় আছে ।
সবচেয়ে বেশি আছে দক্ষিণ কলকাতা ও মধ্য কলকাতায় । যেমন এসএন ব্যনার্জি রোড, কলেজস্ট্রিট, আলিপুর, রাজডাঙা, টালিগঞ্জ, জেমস লং সরণি এইসব রাস্তায় ফুটপাতে বিপজ্জনক গাছ রয়েছে । তবে বিপজ্জনক হলেও বড় গাছ কাটতে পারছে না পৌরনিগম । পরিবেশ কর্মীদের চাপ, অন্যদিকে পরিবেশে তার নেতিবাচক প্রভাব দুই জেরে বিপজ্জনক হলেও কিছু করে উঠতে পারছে না পৌরনিগম । শেষমেশ সেগুলি পুনঃস্থাপন করার দিকেই এগোচ্ছে কর্তৃপক্ষ। ফলে ঝুঁকিও আর থাকবে না । আর যেখানে একান্ত কাটার প্রয়জন হবে তার চারপাশে একাধিক গাছ লাগবে উদ্যান বিভাগ ।