ETV Bharat / state

Abhishek Banerjee Road Show : আসানসোল-বালিগঞ্জে ভোট প্রচারে অভিষেক, করবেন রোড শো - abhishek banerjee will take part in road shows in asansol and ballygunge for by poll campaign

উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য বড় প্রচারসভা না করে রোড শো করার সিদ্ধান্ত নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee will take part in Road Shows), তৃণমূল সূত্রে এমনই খবর ৷

asansol ballygunge by poll
আসানসোল, বালিগঞ্জে ভোট প্রচারে অভিষেক
author img

By

Published : Apr 3, 2022, 5:57 PM IST

কলকাতা, 3 এপ্রিল : আলাদা কোনও জনসভা নয়, আসানসোল লোকসভা ও বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনে দলীয় প্রার্থীদের হয়ে রোড শো করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee will take part in Road Shows) ৷ আসানসোলে তৃণমূল প্রার্থী করেছে শত্রুঘ্ন সিনহাকে, বালিগঞ্জে প্রার্থী করা হয়েছে বাবুল সুপ্রিয়কে ৷ এই দুই তৃণমূল প্রার্থীর জন্য দু‘দিন দু‘টো রোড শো করবেন অভিষেক ৷ জানা গিয়েছে, উচ্চমাধ্যমিক পরীক্ষার মধ্যে বড় প্রচারসভা না করে রোড শো করার সিদ্ধান্ত নিয়েছেন অভিষেক ৷ পরীক্ষার্থীদের যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য ছোটছোট প্রচারসভাতে জোর দিচ্ছে ঘাসফুল শিবির ৷

আরও পড়ুন : মতুয়াদের ভাবাবেগকে অসম্মান করা উচিত নয়, জ্যোতিপ্রিয়র সমালোচনা অম্বিকা রায়ের

এখনও পর্যন্ত তৃণমূল সূত্রে যতটুকু জানা যাচ্ছে, আগামী 7 এপ্রিল বালিগঞ্জে বাবুল সুপ্রিয়র সমর্থনে রোড শো করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । মিছিল হবে বালিগঞ্জ ফাঁড়ি থেকে মল্লিক বাজার পর্যন্ত ৷ অন্যদিকে আসানসোলে অভিষেক রোড শো করতে পারেন 9 এপ্রিল । ওইদিন আসানসোল শহরের প্রায় তিন কিলোমিটার এলাকা ধরে পদযাত্রা করতে পারেন তিনি । আসানসোলের এই পদযাত্রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি উপস্থিত থাকবেন তৃণমূলের এই উপনির্বাচনের পর্যবেক্ষক অনুব্রত মণ্ডলও । থাকার কথা মন্ত্রী মলয় ঘটক ও তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ।

কলকাতা, 3 এপ্রিল : আলাদা কোনও জনসভা নয়, আসানসোল লোকসভা ও বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনে দলীয় প্রার্থীদের হয়ে রোড শো করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee will take part in Road Shows) ৷ আসানসোলে তৃণমূল প্রার্থী করেছে শত্রুঘ্ন সিনহাকে, বালিগঞ্জে প্রার্থী করা হয়েছে বাবুল সুপ্রিয়কে ৷ এই দুই তৃণমূল প্রার্থীর জন্য দু‘দিন দু‘টো রোড শো করবেন অভিষেক ৷ জানা গিয়েছে, উচ্চমাধ্যমিক পরীক্ষার মধ্যে বড় প্রচারসভা না করে রোড শো করার সিদ্ধান্ত নিয়েছেন অভিষেক ৷ পরীক্ষার্থীদের যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য ছোটছোট প্রচারসভাতে জোর দিচ্ছে ঘাসফুল শিবির ৷

আরও পড়ুন : মতুয়াদের ভাবাবেগকে অসম্মান করা উচিত নয়, জ্যোতিপ্রিয়র সমালোচনা অম্বিকা রায়ের

এখনও পর্যন্ত তৃণমূল সূত্রে যতটুকু জানা যাচ্ছে, আগামী 7 এপ্রিল বালিগঞ্জে বাবুল সুপ্রিয়র সমর্থনে রোড শো করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । মিছিল হবে বালিগঞ্জ ফাঁড়ি থেকে মল্লিক বাজার পর্যন্ত ৷ অন্যদিকে আসানসোলে অভিষেক রোড শো করতে পারেন 9 এপ্রিল । ওইদিন আসানসোল শহরের প্রায় তিন কিলোমিটার এলাকা ধরে পদযাত্রা করতে পারেন তিনি । আসানসোলের এই পদযাত্রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি উপস্থিত থাকবেন তৃণমূলের এই উপনির্বাচনের পর্যবেক্ষক অনুব্রত মণ্ডলও । থাকার কথা মন্ত্রী মলয় ঘটক ও তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.