কলকাতা, 3 এপ্রিল : আলাদা কোনও জনসভা নয়, আসানসোল লোকসভা ও বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনে দলীয় প্রার্থীদের হয়ে রোড শো করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee will take part in Road Shows) ৷ আসানসোলে তৃণমূল প্রার্থী করেছে শত্রুঘ্ন সিনহাকে, বালিগঞ্জে প্রার্থী করা হয়েছে বাবুল সুপ্রিয়কে ৷ এই দুই তৃণমূল প্রার্থীর জন্য দু‘দিন দু‘টো রোড শো করবেন অভিষেক ৷ জানা গিয়েছে, উচ্চমাধ্যমিক পরীক্ষার মধ্যে বড় প্রচারসভা না করে রোড শো করার সিদ্ধান্ত নিয়েছেন অভিষেক ৷ পরীক্ষার্থীদের যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য ছোটছোট প্রচারসভাতে জোর দিচ্ছে ঘাসফুল শিবির ৷
আরও পড়ুন : মতুয়াদের ভাবাবেগকে অসম্মান করা উচিত নয়, জ্যোতিপ্রিয়র সমালোচনা অম্বিকা রায়ের
এখনও পর্যন্ত তৃণমূল সূত্রে যতটুকু জানা যাচ্ছে, আগামী 7 এপ্রিল বালিগঞ্জে বাবুল সুপ্রিয়র সমর্থনে রোড শো করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । মিছিল হবে বালিগঞ্জ ফাঁড়ি থেকে মল্লিক বাজার পর্যন্ত ৷ অন্যদিকে আসানসোলে অভিষেক রোড শো করতে পারেন 9 এপ্রিল । ওইদিন আসানসোল শহরের প্রায় তিন কিলোমিটার এলাকা ধরে পদযাত্রা করতে পারেন তিনি । আসানসোলের এই পদযাত্রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি উপস্থিত থাকবেন তৃণমূলের এই উপনির্বাচনের পর্যবেক্ষক অনুব্রত মণ্ডলও । থাকার কথা মন্ত্রী মলয় ঘটক ও তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ।