ETV Bharat / state

Ek Daake Abhishek: বিদ্যুৎ সংযোগ নেই, উত্তরবঙ্গ থেকে মাঝরাতে 'এক ডাকে অভিষেকে' ফোন - অভিষেক বন্দ্যোপাধ্যায়

উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে ৷ তার জেরে চৈত্রের শুরুতে ঝড়-বৃষ্টি হচ্ছে রাজ্যের বিভিন্ন অঞ্চলে ৷ বুধবার উত্তরবঙ্গের উপরের দিকে কয়েকটি জেলা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে জরুরি ফোন আসে ৷ বিদ্যুৎ সংযোগ নেই ৷ কী করলেন সাংসদ (Emergency Distress call to Ek Daake Abhishek) ?

Abhishek Banerjee
এক ডাকে অভিষেক
author img

By

Published : Mar 16, 2023, 9:10 AM IST

কলকাতা, 16 মার্চ: উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জীবনে আলো ফেরালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ বুধবার মাঝরাত নাগাদ 'এক ডাকে অভিষেক'-এ ফোন আসে ৷ সেখানে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলা থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা ফোন করে জানান, আলো নেই ৷ রাজ্যের বিভিন্ন জায়গায় ঝড়-বৃষ্টি শুরু হয়েছে ৷ তাতেই কোনও ভাবে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বিস্তীর্ণ এলাকায় ৷ তাই প্রশাসনের কাছে পৌঁছতে পড়ুয়ারা অভিষেকের বিশেষ নম্বরটিতে ফোন করে সমস্যার কথা জানান ৷ আর তাতে ফলও মিলেছে ৷ টুইট করে খবরটি জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নিজে (Emergency call to Abhishek Banerjee over power disruption in North Bengal) ৷

বুধবার গভীর রাতে অভিষেক টুইট করে লেখেন, "আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে আজ ঝড়-বৃষ্টি হয়েছে ৷ তাতে এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ৷ এ নিয়ে জরুরি ফোন আসে এক ডাকে অভিষেকে ৷ এদিকে উচ্চমাধ্যমিক পরীক্ষা চলছে ৷ আমি এ নিয়ে বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে কথা বলেছি ৷" এর সমাধানে তাঁর পরবর্তী পদক্ষেপ সম্পর্কে তিনি আরেকটি টুইট করেন ৷ সেখানে তিনি জানান, "বিদ্যুৎ সংযোগ ফেরাতে 250 জনেরও বেশি কর্মী কাজে লেগে পড়েছেন ৷ আগামী 6 থেকে 8 ঘণ্টার মধ্যে বিদ্যুৎ সংযোগ ফিরবে ৷ এভাবে মানুষের সঙ্গে যোগাযোগ করতে পেরে আমার খুব ভালো লাগছে ৷ আপতকালে তাঁদের অসুবিধের কথা জানিয়ে তাঁরা আমাদের সাহায্য করছেন ৷"

  • Got emergency distress calls on #EkDaakeAbhishek regarding power cuts due to stormy weather in many areas of Alipurduar, Jalpaiguri & Cooch Behar today.

    Keeping the ongoing HS examinations in mind, I have already spoken to the Minister in Charge-Power @aroopbiswasaitc . (1/2)

    — Abhishek Banerjee (@abhishekaitc) March 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রসঙ্গত, গত বছর জুলাই মাসে 'এক ডাকে অভিষেক' চালু করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ 7887778877 নম্বরে ফোন করে জনসাধারণ তাদের সমস্যার কথা সরাসরি তাঁকে জানাতে পারবেন ৷ যে কোনও সময় এই নম্বরে যোগাযোগ করা যাবে বলে জানিয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ ৷ তৃণমূল কংগ্রেসের জনসংযোগ বাড়াতে এই পদক্ষেপ করেছিলেন তৃণমূল নেতা ৷ প্রসঙ্গত, 14 মার্চ থেকে রাজ্যে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে ৷ এর মধ্যে চৈত্রের শুরুতে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস ৷ গতকাল উত্তরের কয়েকটি জায়গায় শিলাবৃষ্টিও হয়েছে ৷

আরও পড়ুন: 'এক ডাকে অভিষেক', নয়া পরিষেবা চালু ডায়মন্ড হারবারের সাংসদের

কলকাতা, 16 মার্চ: উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জীবনে আলো ফেরালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ বুধবার মাঝরাত নাগাদ 'এক ডাকে অভিষেক'-এ ফোন আসে ৷ সেখানে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলা থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা ফোন করে জানান, আলো নেই ৷ রাজ্যের বিভিন্ন জায়গায় ঝড়-বৃষ্টি শুরু হয়েছে ৷ তাতেই কোনও ভাবে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বিস্তীর্ণ এলাকায় ৷ তাই প্রশাসনের কাছে পৌঁছতে পড়ুয়ারা অভিষেকের বিশেষ নম্বরটিতে ফোন করে সমস্যার কথা জানান ৷ আর তাতে ফলও মিলেছে ৷ টুইট করে খবরটি জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নিজে (Emergency call to Abhishek Banerjee over power disruption in North Bengal) ৷

বুধবার গভীর রাতে অভিষেক টুইট করে লেখেন, "আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে আজ ঝড়-বৃষ্টি হয়েছে ৷ তাতে এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ৷ এ নিয়ে জরুরি ফোন আসে এক ডাকে অভিষেকে ৷ এদিকে উচ্চমাধ্যমিক পরীক্ষা চলছে ৷ আমি এ নিয়ে বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে কথা বলেছি ৷" এর সমাধানে তাঁর পরবর্তী পদক্ষেপ সম্পর্কে তিনি আরেকটি টুইট করেন ৷ সেখানে তিনি জানান, "বিদ্যুৎ সংযোগ ফেরাতে 250 জনেরও বেশি কর্মী কাজে লেগে পড়েছেন ৷ আগামী 6 থেকে 8 ঘণ্টার মধ্যে বিদ্যুৎ সংযোগ ফিরবে ৷ এভাবে মানুষের সঙ্গে যোগাযোগ করতে পেরে আমার খুব ভালো লাগছে ৷ আপতকালে তাঁদের অসুবিধের কথা জানিয়ে তাঁরা আমাদের সাহায্য করছেন ৷"

  • Got emergency distress calls on #EkDaakeAbhishek regarding power cuts due to stormy weather in many areas of Alipurduar, Jalpaiguri & Cooch Behar today.

    Keeping the ongoing HS examinations in mind, I have already spoken to the Minister in Charge-Power @aroopbiswasaitc . (1/2)

    — Abhishek Banerjee (@abhishekaitc) March 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রসঙ্গত, গত বছর জুলাই মাসে 'এক ডাকে অভিষেক' চালু করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ 7887778877 নম্বরে ফোন করে জনসাধারণ তাদের সমস্যার কথা সরাসরি তাঁকে জানাতে পারবেন ৷ যে কোনও সময় এই নম্বরে যোগাযোগ করা যাবে বলে জানিয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ ৷ তৃণমূল কংগ্রেসের জনসংযোগ বাড়াতে এই পদক্ষেপ করেছিলেন তৃণমূল নেতা ৷ প্রসঙ্গত, 14 মার্চ থেকে রাজ্যে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে ৷ এর মধ্যে চৈত্রের শুরুতে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস ৷ গতকাল উত্তরের কয়েকটি জায়গায় শিলাবৃষ্টিও হয়েছে ৷

আরও পড়ুন: 'এক ডাকে অভিষেক', নয়া পরিষেবা চালু ডায়মন্ড হারবারের সাংসদের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.