ETV Bharat / state

Abhishek Banerjee: মঙ্গলে নদিয়া থেকে পঞ্চায়েতের প্রচার শুরু অভিষেকের, 5 জুলাই পর্যন্ত ঘুরবেন একাধিক জেলায়

দোরগোড়ায় পঞ্চায়েত নির্বাচন ৷ এবার ভোটের ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ মঙ্গলবার নদিয়া থেকে ভোট প্রচার শুরু করছেন তিনি ৷ 5 জুলাই পর্যন্ত বিভিন্ন জেলায় কর্মসূচি রয়েছে অভিষেকের ৷

Panchayat elections 2023
অভিষেক বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Jun 25, 2023, 2:30 PM IST

কলকাতা, 25 জুন: সোমবারে পঞ্চায়েত নির্বাচনের প্রচারে ময়দানে নামছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । আর অভিষেক নামছেন মঙ্গলবারে। মমতা বন্দোপাধ্যায় প্রচার শুরু করছেন উত্তরবঙ্গ থেকে । আর তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শুরু করছেন দক্ষিণবঙ্গ দিয়ে। মঙ্গলবার নদিয়ায় জোড়া সভা দিয়ে পঞ্চায়েতের প্রচার শুরু করছেন তৃণমূলের এই সর্বভারতীয় সাধারণ সম্পাদক । এখনও পর্যন্ত ঠিক রয়েছে 27 জুন থেকে 5 জুলাই পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে সভা করবেন তিনি ।

প্রথম দিনেই নদিয়া জেলার কৃষ্ণগঞ্জে ও রানাঘাটে সভা করার কথা অভিষেকের । ওই দিনই মুর্শিদাবাদের ডোমকলে মিছিল করবেন। গোটা রাজ্য জুড়ে সবে 60 দিনব্যাপী নবজোয়ার কর্মসূচি সম্পূর্ণ করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । তারই মধ্যে পঞ্চায়েত ভোটের ঘণ্টা বেজে গিয়েছে ৷ ফলে ফের ভোট যুদ্ধে ময়দানে নামতে চলেছেন তিনি ।

আরও পড়ুন: নির্বাচনী প্রচারে তিনদিনের উত্তরবঙ্গ সফরে মমতা

রাজ্যে পঞ্চায়েত ভোট হবে 8 জুলাই ৷ তার আগে 27 থেকে 5 জুলাই পর্যন্ত জেলায় জেলায় ঘুরে পঞ্চায়েতের প্রচার করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । শুধু জনসভা নয়, পঞ্চায়েতের প্রচারে মিছিল ও সাংগঠনিক সভাও করবেন তিনি । আর সমস্ত কর্মসূচির শুরুটা হচ্ছে মতুয়া সমাজের মানুষেরা যেখানে বেশি সেই নদিয়া জেলা দিয়েই । এবার পঞ্চায়েত নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং ভোটের প্রচারে নেমেছেন । তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় এর উপর চাপ কিছুটা হলেও কম বলে মনে করছে তৃণমূল নেতৃত্ব ।

জানা গিয়েছে, ভোটের প্রচারের সময়ও নবজোয়ার কর্মসূচির মতো বেশ কয়েকটি জায়গায় একই মঞ্চে দেখা যেতে পারে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে । এখনও পর্যন্ত জানা গিয়েছে, নদিয়ার পর অভিষেক পৌঁছে যাবেন বীরভূমে । 27 তারিখ নদিয়ার পাশাপাশি মুর্শিদাবাদের কর্মসূচি রয়েছে তাঁর । দুপুর একটায় হাসখালিতে জনসভার পর মুর্শিদাবাদের ডোমকলে রোড শো করবেন তিনি । 30 তারিখ তাঁর বীরভূমের সভা করার কথা । তারপর তাঁর গন্তব্য হতে চলেছে আলিপুরদুয়ার ।

আরও পড়ুন: আগামীতে মশাল ধরবেন অভিষেকই, পারিবারিক স্মৃতিচারণে 'রাজদণ্ড' হস্তান্তর মমতার

1 জুলাই আলিপুরদুয়ারের পাশাপাশি অভিষেক সভা করবেন দিনাজপুরে । 3 জুলাই তাঁর পুরুলিয়া যাওয়ার কথা । সেখান থেকে ওই দিনই তিনি বাঁকুড়ায় যাবেন । এই বাঁকুড়া জেলাতেই রোড শোর পাশাপাশি জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে অভিষেকের । 4 জুলাই তাঁর গন্তব্য হতে চলেছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুর । পূর্ব মেদিনীপুরের তমলুকের পাশাপাশি একই দিনে পশ্চিম মেদিনীপুরেও মিছিল করবেন তৃণমূলের 'সেকেন্ড ইন্ড কমেন্ড' । 5 জুলাই প্রচারের শেষ দিনে অভিষেকের সভা করার কথা কালনায় । ওইদিন পাণ্ডুয়াতে মিছিল করার কথাও রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ।

কলকাতা, 25 জুন: সোমবারে পঞ্চায়েত নির্বাচনের প্রচারে ময়দানে নামছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । আর অভিষেক নামছেন মঙ্গলবারে। মমতা বন্দোপাধ্যায় প্রচার শুরু করছেন উত্তরবঙ্গ থেকে । আর তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শুরু করছেন দক্ষিণবঙ্গ দিয়ে। মঙ্গলবার নদিয়ায় জোড়া সভা দিয়ে পঞ্চায়েতের প্রচার শুরু করছেন তৃণমূলের এই সর্বভারতীয় সাধারণ সম্পাদক । এখনও পর্যন্ত ঠিক রয়েছে 27 জুন থেকে 5 জুলাই পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে সভা করবেন তিনি ।

প্রথম দিনেই নদিয়া জেলার কৃষ্ণগঞ্জে ও রানাঘাটে সভা করার কথা অভিষেকের । ওই দিনই মুর্শিদাবাদের ডোমকলে মিছিল করবেন। গোটা রাজ্য জুড়ে সবে 60 দিনব্যাপী নবজোয়ার কর্মসূচি সম্পূর্ণ করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । তারই মধ্যে পঞ্চায়েত ভোটের ঘণ্টা বেজে গিয়েছে ৷ ফলে ফের ভোট যুদ্ধে ময়দানে নামতে চলেছেন তিনি ।

আরও পড়ুন: নির্বাচনী প্রচারে তিনদিনের উত্তরবঙ্গ সফরে মমতা

রাজ্যে পঞ্চায়েত ভোট হবে 8 জুলাই ৷ তার আগে 27 থেকে 5 জুলাই পর্যন্ত জেলায় জেলায় ঘুরে পঞ্চায়েতের প্রচার করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । শুধু জনসভা নয়, পঞ্চায়েতের প্রচারে মিছিল ও সাংগঠনিক সভাও করবেন তিনি । আর সমস্ত কর্মসূচির শুরুটা হচ্ছে মতুয়া সমাজের মানুষেরা যেখানে বেশি সেই নদিয়া জেলা দিয়েই । এবার পঞ্চায়েত নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং ভোটের প্রচারে নেমেছেন । তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় এর উপর চাপ কিছুটা হলেও কম বলে মনে করছে তৃণমূল নেতৃত্ব ।

জানা গিয়েছে, ভোটের প্রচারের সময়ও নবজোয়ার কর্মসূচির মতো বেশ কয়েকটি জায়গায় একই মঞ্চে দেখা যেতে পারে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে । এখনও পর্যন্ত জানা গিয়েছে, নদিয়ার পর অভিষেক পৌঁছে যাবেন বীরভূমে । 27 তারিখ নদিয়ার পাশাপাশি মুর্শিদাবাদের কর্মসূচি রয়েছে তাঁর । দুপুর একটায় হাসখালিতে জনসভার পর মুর্শিদাবাদের ডোমকলে রোড শো করবেন তিনি । 30 তারিখ তাঁর বীরভূমের সভা করার কথা । তারপর তাঁর গন্তব্য হতে চলেছে আলিপুরদুয়ার ।

আরও পড়ুন: আগামীতে মশাল ধরবেন অভিষেকই, পারিবারিক স্মৃতিচারণে 'রাজদণ্ড' হস্তান্তর মমতার

1 জুলাই আলিপুরদুয়ারের পাশাপাশি অভিষেক সভা করবেন দিনাজপুরে । 3 জুলাই তাঁর পুরুলিয়া যাওয়ার কথা । সেখান থেকে ওই দিনই তিনি বাঁকুড়ায় যাবেন । এই বাঁকুড়া জেলাতেই রোড শোর পাশাপাশি জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে অভিষেকের । 4 জুলাই তাঁর গন্তব্য হতে চলেছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুর । পূর্ব মেদিনীপুরের তমলুকের পাশাপাশি একই দিনে পশ্চিম মেদিনীপুরেও মিছিল করবেন তৃণমূলের 'সেকেন্ড ইন্ড কমেন্ড' । 5 জুলাই প্রচারের শেষ দিনে অভিষেকের সভা করার কথা কালনায় । ওইদিন পাণ্ডুয়াতে মিছিল করার কথাও রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.