কলকাতা, 2 সেপ্টেম্বর: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কয়লা পাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য তৈরি ইডি। দিল্লির সদর দফতরের সঙ্গে সমন্বয় সাধন করে জেরা হবে । এর আগে কয়লাপাচার কাণ্ডে দিল্লিতে ইডির সদর দফতরে দু'বার যান সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক । তখন তাঁকে বিভিন্ন বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় । মার্চের শেষে 8 ঘণ্টারও বেশি সময় ধরে জেরা পর্ব চলেছিল (Abhishek Banerjee to appear before ED at CGO Complex Kolkata)।
সেই সময় সাংসদ অভিষেকের কাছ থেকে যে সব তথ্য জানতে প্রশ্ন করা হয়েছিল, সেই সব প্রশ্নই আজ আবারও জানতে চাইবে ইডি । মূলত ক্রস কোশ্চেনিং মানে সাংসদের সেই সময়কার দেওয়া উত্তরের সঙ্গে আজকের উত্তর মিলিয়ে নেওয়ার জন্যই পুরনো প্রশ্ন করে জিজ্ঞাসাবাদ করবে ইডি । ইতিমধ্যে দিল্লি থেকে তিন সদস্যের একটি বিশেষ প্রতিনিধি দল কলকাতায় এসেছে ৷ তাঁরা নিয়মিত দিল্লির সদর দফতরের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রাখছেন । তবে শোনা গিয়েছিল, শুক্রবার সকাল 11টা নাগাদ ইডি দফতরে পৌঁছে যেতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee to appear in ED Office Kolkata) ৷ সেই মতো সকাল 10টার কিছু পরে নিজের দক্ষিণ কলকাতারা বাড়ি থেকে রওনা দেন অভিষেক । 11টার মধ্যেই পৌঁছে যান সিজিওতে ।
আরও পড়ুন: কয়লাপাচারকাণ্ডে আর্থিক তছরুপের অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন ইডির
সোমবার, 29 অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান ছিল মেয়ো রোডে ৷ সেখানে সভামঞ্চ থেকে অভিষেক বলেন, "বিজেপি হাজার চেষ্টা করেও মমতা বন্দোপাধ্যায় পর্যন্ত পৌঁছতে পারবে না। বিজেপির অশ্বমেধের ঘোড়া আটকেছেন মমতা । মমতাকে কুত্সা করে আটকানো যাবে না। তৃণমূলের ছাত্র-যুবরাই 10 গোলে হারিয়ে দেবে ।" ডায়মন্ডহারবারের সাংসদ ওইদিন পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি প্রসঙ্গেও মন্তব্য করেন । তিনি বলেছিলেন, "21 জুলাইয়ের সভার পরেই গ্রেফতার করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে । আজকের সভার পরেও হয়তো কাউকে গ্রেফতার করা হবে । তবে মনে রাখবেন গ্রেফতার করে তৃণমূলকে আটকানো যাবে না ।" তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়ও আশঙ্কা প্রকাশ করেছিলেন, এরপরই হয়তো কেন্দ্রীয় এজেন্সি কাউকে সমনের নোটিশ পাঠাবে, নয়তো গ্রেফতার করবে ৷
সভার পরদিন মানে 30 অগস্ট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক কাছে ইডির সমন আসে ৷ তাঁকে কয়লাপাচার কাণ্ডে (Coal Smuggling Case) আর্থিক প্রতারণা অভিযোগে জিজ্ঞাসাবাদ করার জন্য সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷
আরও পড়ুন: কয়লাপাচার কাণ্ডে অভিষেকের শ্যালিকাকে দিল্লিতে তলব ইডির