ETV Bharat / state

Abhishek Banerjee: কুড়মি বিক্ষোভকে সরাসরি গুন্ডামি আখ্যা অভিষেকের, দিলেন ব্যবস্থা নেওয়ার হুমকি

কনভয়ে হামলার পরই কুড়মি আন্দোলনের পাশাপাশি বিজেপিকেও এদিন একহাত নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । আন্দোলনের নামে গুন্ডামি বরদাস্ত করা হবে না বলেও জানান তিনি । তবে কোনও তৃণমূল কর্মী যাতে প্ররোচনায় পা না দেয়, তাও এদিন সতর্ক করে দিয়েছেন অভিষেক ।

Etv Bharat
অভিষেক বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : May 26, 2023, 11:02 PM IST

Updated : May 26, 2023, 11:09 PM IST

লোধাশুলি, 26 মে: কনভয় হামলার ঘটনার ঘণ্টা খানেক বাদেই লোধাশুলিতে দলীয় বুথ সভাপতিদের সঙ্গে বৈঠকে কড়া ভাষায় প্রতিক্রিয়া দিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় । শুক্রবার রাতে গড় শালবনিতে অভিষেকের কনভয় ঢুকতেই বিক্ষোভে ফেটে পড়েন কুড়মি সমাজের আন্দোলনকারীরা । ভেঙে দেওয়া হয় অভিষেকের কনভয়ের একের পর এক গাড়ি । রেহাই পাননি রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদাও । আর রাতে লোধাশুলিতে এই ঘটনায় রীতিমতো গর্জে উঠলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় । তাঁর কথায়, "কী ভেবেছিলেন, আমি ভয় পেয়ে পালিয়ে যাব ? খেলা তুমি শুরু করেছ, শেষ আমি করব । আন্দোলন শান্তিপূর্ণ হয়, আন্দোলনের নামে গুন্ডামি হয় না ।" যদিও এদিন পালটা কটাক্ষ ছুড়ে দিয়েছেন দিলীপ ঘোষ ।

এদিনের ঘটনার পিছনে প্রত্যক্ষভাবে বিজেপির হাত রয়েছে বলেও সরাসরি লোধাশুলির সভা থেকে অভিযোগ করেন অভিষেক । তাঁর দাবি, আদতে আদিবাসী কুড়মি সমাজের নাম করে বিজেপি পিছন থেকে এই ঘটনা ঘটিয়েছে । তবে সে ক্ষেত্রে এদিন আদিবাসী কুড়মিদের থেকে ব্যাখ্যাও চেয়েছেন অভিষেক । তিনি বলেন, "আদিবাসী কুড়মি সমাজের সঙ্গে এই ঘটনার কোনও যোগ আছে কি না, তা জানাতে হবে কুড়মি সমাজকেই । আড়াল থেকে বিজেপি কর্মীরা এর মদত দিচ্ছে কি না, তাও জানতে হবে ।" পাশাপাশি কুড়মি আন্দোলনকারীদের মুখে 'জয় শ্রীরাম' স্লোগান কেন, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ।

পুরুলিয়া, বাঁকুড়ার পর ঝাড়গ্রামেও এদিন কুড়মি বিক্ষোভের মুখে পড়ে আটকে যায় অভিষেকের কনভয় । তবে গড় শালবনিতে যেভাবে মীরমুখী হয়ে হামলা চালাতে দেখা গেল এদিন কুড়মি বিক্ষোভকারীদের, তাতে রীতিমতো ক্ষুব্ধ অভিষেক বন্দ্যোপাধ্য়ায় । তাঁর নিজের কনভয়ের গাড়ির পাশাপাশি রাজ্যের মন্ত্রীর গাড়ি যেভাবে ভাঙচুর চালানো হয়েছে তা নিয়েও মুখ খুলেছেন তিনি । তিনি নিজেই জানান, গাড়ির পর গাড়ি থেঁতলে দিয়েছে ইট মেরে । তবে এই ঘটনা যে বরদাস্ত করা হবে না, তাও এদিন স্পষ্ট করে দিয়েছেন অভিষেক । রীতিমতো হুঁশিয়ারির সুরে তিনি বলেন, "আমরা কোনও হিংসার ঘটনা বরদাস্ত করব না । ইট, পাটকেল, পাথর ছুড়ে যারা আন্দোলনের নামে ঝাড়গ্রামকে উত্তেজিত করছে তাদের জঙ্গলমহলের মানুষ ক্ষমা করবে না । এদিন লোধাশুলিতে যারা উন্মত্তভাবে গুন্ডামি করেছে, মস্তানি করেছে, এটা কোনও আন্দোলন ! এ তো জল্লাদদের উল্লাসমঞ্চ । যারা এর পিছনে রয়েছে তাদের এক জনকেও রেয়াত করা হবে না । যারা করেছে তাদের সকলকে চিহ্নিত করা হবে । প্রশাসন ব্যবস্থাও নেবে ।"

আরও পড়ুন: অভিষেকের কনভয়ে কুড়মিদের হামলা, মুখ্যসচিবকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর

এদিন অভিষেক বলেন, "আপনাদের অভিযোগ থাকলে শান্তিপূর্ণভাবে কথা বলুন । আন্দোলনের নামে গুন্ডামি, রাহাজানি হয় না । আমি কথা বলতে রাস্তায় নেমেছিলাম, আর আমাকে দেখে পালিয়ে গেলেন কেন ? আমি তো কথা বলতে চেয়েছিলাম ।" অন্যদিকে এদিনের ঘটনা প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, "আমি জঙ্গলমহলের মাটির ছেলে। আমি জানি জঙ্গলমহল কী । কালীঘাটে বসে জঙ্গলমহলের সুখ দুঃখ, ভালো-মন্দ কীভাবে বুঝবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ! তাদের (কুড়মি) দাবি পত্র, চিঠি কেন্দ্রকে দেওয়া হয়নি। আমরা হিংসা সমর্থন করি না। কিন্তু দীর্ঘদিনের অনুন্নয়ন, না পাওয়ার ক্ষোভ যাবে কোথায়। যারা আমার বাড়িতে হামলার জন্য কর্মীদের ক্ষেপিয়ে তুলেছিল, তাদের বোঝা উচিত ছিল একই ঘটনা তাদের সঙ্গেও ঘটতে পারে।"

লোধাশুলি, 26 মে: কনভয় হামলার ঘটনার ঘণ্টা খানেক বাদেই লোধাশুলিতে দলীয় বুথ সভাপতিদের সঙ্গে বৈঠকে কড়া ভাষায় প্রতিক্রিয়া দিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় । শুক্রবার রাতে গড় শালবনিতে অভিষেকের কনভয় ঢুকতেই বিক্ষোভে ফেটে পড়েন কুড়মি সমাজের আন্দোলনকারীরা । ভেঙে দেওয়া হয় অভিষেকের কনভয়ের একের পর এক গাড়ি । রেহাই পাননি রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদাও । আর রাতে লোধাশুলিতে এই ঘটনায় রীতিমতো গর্জে উঠলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় । তাঁর কথায়, "কী ভেবেছিলেন, আমি ভয় পেয়ে পালিয়ে যাব ? খেলা তুমি শুরু করেছ, শেষ আমি করব । আন্দোলন শান্তিপূর্ণ হয়, আন্দোলনের নামে গুন্ডামি হয় না ।" যদিও এদিন পালটা কটাক্ষ ছুড়ে দিয়েছেন দিলীপ ঘোষ ।

এদিনের ঘটনার পিছনে প্রত্যক্ষভাবে বিজেপির হাত রয়েছে বলেও সরাসরি লোধাশুলির সভা থেকে অভিযোগ করেন অভিষেক । তাঁর দাবি, আদতে আদিবাসী কুড়মি সমাজের নাম করে বিজেপি পিছন থেকে এই ঘটনা ঘটিয়েছে । তবে সে ক্ষেত্রে এদিন আদিবাসী কুড়মিদের থেকে ব্যাখ্যাও চেয়েছেন অভিষেক । তিনি বলেন, "আদিবাসী কুড়মি সমাজের সঙ্গে এই ঘটনার কোনও যোগ আছে কি না, তা জানাতে হবে কুড়মি সমাজকেই । আড়াল থেকে বিজেপি কর্মীরা এর মদত দিচ্ছে কি না, তাও জানতে হবে ।" পাশাপাশি কুড়মি আন্দোলনকারীদের মুখে 'জয় শ্রীরাম' স্লোগান কেন, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ।

পুরুলিয়া, বাঁকুড়ার পর ঝাড়গ্রামেও এদিন কুড়মি বিক্ষোভের মুখে পড়ে আটকে যায় অভিষেকের কনভয় । তবে গড় শালবনিতে যেভাবে মীরমুখী হয়ে হামলা চালাতে দেখা গেল এদিন কুড়মি বিক্ষোভকারীদের, তাতে রীতিমতো ক্ষুব্ধ অভিষেক বন্দ্যোপাধ্য়ায় । তাঁর নিজের কনভয়ের গাড়ির পাশাপাশি রাজ্যের মন্ত্রীর গাড়ি যেভাবে ভাঙচুর চালানো হয়েছে তা নিয়েও মুখ খুলেছেন তিনি । তিনি নিজেই জানান, গাড়ির পর গাড়ি থেঁতলে দিয়েছে ইট মেরে । তবে এই ঘটনা যে বরদাস্ত করা হবে না, তাও এদিন স্পষ্ট করে দিয়েছেন অভিষেক । রীতিমতো হুঁশিয়ারির সুরে তিনি বলেন, "আমরা কোনও হিংসার ঘটনা বরদাস্ত করব না । ইট, পাটকেল, পাথর ছুড়ে যারা আন্দোলনের নামে ঝাড়গ্রামকে উত্তেজিত করছে তাদের জঙ্গলমহলের মানুষ ক্ষমা করবে না । এদিন লোধাশুলিতে যারা উন্মত্তভাবে গুন্ডামি করেছে, মস্তানি করেছে, এটা কোনও আন্দোলন ! এ তো জল্লাদদের উল্লাসমঞ্চ । যারা এর পিছনে রয়েছে তাদের এক জনকেও রেয়াত করা হবে না । যারা করেছে তাদের সকলকে চিহ্নিত করা হবে । প্রশাসন ব্যবস্থাও নেবে ।"

আরও পড়ুন: অভিষেকের কনভয়ে কুড়মিদের হামলা, মুখ্যসচিবকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর

এদিন অভিষেক বলেন, "আপনাদের অভিযোগ থাকলে শান্তিপূর্ণভাবে কথা বলুন । আন্দোলনের নামে গুন্ডামি, রাহাজানি হয় না । আমি কথা বলতে রাস্তায় নেমেছিলাম, আর আমাকে দেখে পালিয়ে গেলেন কেন ? আমি তো কথা বলতে চেয়েছিলাম ।" অন্যদিকে এদিনের ঘটনা প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, "আমি জঙ্গলমহলের মাটির ছেলে। আমি জানি জঙ্গলমহল কী । কালীঘাটে বসে জঙ্গলমহলের সুখ দুঃখ, ভালো-মন্দ কীভাবে বুঝবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ! তাদের (কুড়মি) দাবি পত্র, চিঠি কেন্দ্রকে দেওয়া হয়নি। আমরা হিংসা সমর্থন করি না। কিন্তু দীর্ঘদিনের অনুন্নয়ন, না পাওয়ার ক্ষোভ যাবে কোথায়। যারা আমার বাড়িতে হামলার জন্য কর্মীদের ক্ষেপিয়ে তুলেছিল, তাদের বোঝা উচিত ছিল একই ঘটনা তাদের সঙ্গেও ঘটতে পারে।"

Last Updated : May 26, 2023, 11:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.