ETV Bharat / state

Suvendu-Abhishek Clash: '21 তারিখেও খারাপ কিছু হবে ?' অভিষেকের 'ডিসেম্বর' খোঁচার পালটা দিলেন শুভেন্দুও

শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কর্মসূচিতে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে 3 জনের (Several died by stampede at Suvendu Adhikari meeting) ৷ তারপরেই টুইটে শুভেন্দুকে বিঁধলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee) । পালটা রুজিরার নাম করে আক্রমণ বিরোধী দলনেতার ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Dec 15, 2022, 7:59 AM IST

Updated : Dec 15, 2022, 8:45 AM IST

কলকাতা, 15 ডিসেম্বর: 12, 14 এবং 21 ডিসেম্বর । ক্যালেন্ডার বিশেষ তাৎপর্যের কথা না-বললেও এই তিনদিনের কথা বারবার শোনা গিয়েছিল শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) মুখে । বিরোধী দলনেতা জানিয়েছিলেন, এই তিনদিন বিশেষ কিছু ঘটবে । শুভেন্দুর ক্রমাগত দাবি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ করে তুলেছিল এই তিনদিনকে । এবার আসানসোলে বিজেপি নেতার অনুষ্ঠানে পদপৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় ওই তিনদিনের কথা তুলেই শুভেন্দুকে বিঁধলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ।

শুভেন্দু ডিসেম্বর মাসের যে 3টি তারিখে বিশেষ কিছু হওয়ার ঘোষণা করেছিলেন, তার মধ্যে 12 ডিসেম্বর মারা গিয়েছেন বগটুই কাণ্ডের প্রধান অভিযুক্ত লালন শেখ । 14 ডিসেম্বর আসানসোলে শুভেন্দুর কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপৃষ্ট হয়ে মারা গিয়েছেন তিনজন । তারপরেই তৃণমূলের সাধারণ সম্পাদক টুইটারে লিখেছেন, "21 ডিসেম্বর এর চেয়েও খারাপ কিছু ঘটবে না তো ?"

  • .@SuvenduWB promised us a ‘DECEMBER DHAMAKA’ on the 12th, 14th and 21st.

    THIS IS HOW IT WENT:

    •12th DEC - Lalan Sk was found DEAD in CBI CUSTODY.

    •14th DEC- 3 INNOCENT LIVES WERE LOST in Asansol due to the chaos created by him.

    Is something more TRAGIC in store for DEC 21 ?

    — Abhishek Banerjee (@abhishekaitc) December 14, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচন নিয়ে শুভেন্দুর মামলার রায়দান স্থগিত হাইকোর্টের

টুইটারে অভিষেক লেখেন, "12, 14 এবং 21 ডিসেম্বর ধামাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী । 12 ডিসেম্বর সিবিআই হেফাজতে থাকা লালন শেখের দেহ পাওয়া গিয়েছে । 14 ডিসেম্বর শুভেন্দুর অনুষ্ঠানে তিন জনের প্রাণ গিয়েছে । 21 ডিসেম্বর কি আরও খারাপ কিছু ঘটতে চলেছে ?"

আরও পড়ুন: শুভেন্দুর কম্বল-প্রদান অনুষ্ঠানে হুড়োহুড়ি, পদপিষ্ট হয়ে মৃত এক শিশু-সহ 3

অভিষেকের টুইটের পালটা দিয়েছেন শুভেন্দুও । খানিক পরেই তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডের করা টুইটকে উদ্ধৃত করে একটি টুইট করেন শুভেন্দু । অভিষেক-পত্নী রুজিরার নাম নিয়ে ওই টুইটে লেখেন, "প্রিয় বাবু সোনা ওরফে কয়লা ভাইপো । এগুলো মনোযোগ দিয়ে পড়ুন । পশ্চিমবঙ্গের মানুষ জানতে চায় রুজিরা নারুলা কে ? আপনার কি উত্তর আছে ? আপনি কি লিপস অ্যান্ড বাউন্ডস কোম্পানির পরিচালকদের নাম ও পরিচয় এবং তাদের সঙ্গে আপনার সম্পর্ক জনসমক্ষে আনতে পারবেন ?"

  • Dear "Babu Sona" aka "Koyla Bhaipo" read these carefully.

    The people of West Bengal want to know who is Ms. Rujira Naroola?
    Do you have the answer?

    Can you reveal the names & identities of the Directors of Leaps & Bounds Company and your relationship with them? https://t.co/bG81CF0uW2 pic.twitter.com/X2Z3wsveOz

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) December 14, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

একই সঙ্গে ওই টুইটে দু'টি ট্রান্সফার ফর্মের ছবি দিয়েছেন তিনি । তার মধ্যে একটি 15 লক্ষ টাকার চেকে রুজিরা নারুলা নামে স্বাক্ষর রয়েছে । অন্য ছবিতে দেখা যাচ্ছে, একটি চার্জশিটে দাবি করা হয়েছে মোরালিটি ডিয়েলকম নামের একটি সংস্থার অ্যাকাউন্টে চার কিস্তিতে প্রায় সাড়ে 29 লক্ষ টাকা দেওয়া হয়েছে । যা পাঠানো হয়েছে লিপস অ্যান্ড বাউন্ডস কোম্পানির তরফে । একইভাবে প্রায় 4 কোটি টাকা গিয়েছে এইচআর ইনফ্রাকন লিমিটেডের অ্যাকাউন্টে ।

কলকাতা, 15 ডিসেম্বর: 12, 14 এবং 21 ডিসেম্বর । ক্যালেন্ডার বিশেষ তাৎপর্যের কথা না-বললেও এই তিনদিনের কথা বারবার শোনা গিয়েছিল শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) মুখে । বিরোধী দলনেতা জানিয়েছিলেন, এই তিনদিন বিশেষ কিছু ঘটবে । শুভেন্দুর ক্রমাগত দাবি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ করে তুলেছিল এই তিনদিনকে । এবার আসানসোলে বিজেপি নেতার অনুষ্ঠানে পদপৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় ওই তিনদিনের কথা তুলেই শুভেন্দুকে বিঁধলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ।

শুভেন্দু ডিসেম্বর মাসের যে 3টি তারিখে বিশেষ কিছু হওয়ার ঘোষণা করেছিলেন, তার মধ্যে 12 ডিসেম্বর মারা গিয়েছেন বগটুই কাণ্ডের প্রধান অভিযুক্ত লালন শেখ । 14 ডিসেম্বর আসানসোলে শুভেন্দুর কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপৃষ্ট হয়ে মারা গিয়েছেন তিনজন । তারপরেই তৃণমূলের সাধারণ সম্পাদক টুইটারে লিখেছেন, "21 ডিসেম্বর এর চেয়েও খারাপ কিছু ঘটবে না তো ?"

  • .@SuvenduWB promised us a ‘DECEMBER DHAMAKA’ on the 12th, 14th and 21st.

    THIS IS HOW IT WENT:

    •12th DEC - Lalan Sk was found DEAD in CBI CUSTODY.

    •14th DEC- 3 INNOCENT LIVES WERE LOST in Asansol due to the chaos created by him.

    Is something more TRAGIC in store for DEC 21 ?

    — Abhishek Banerjee (@abhishekaitc) December 14, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচন নিয়ে শুভেন্দুর মামলার রায়দান স্থগিত হাইকোর্টের

টুইটারে অভিষেক লেখেন, "12, 14 এবং 21 ডিসেম্বর ধামাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী । 12 ডিসেম্বর সিবিআই হেফাজতে থাকা লালন শেখের দেহ পাওয়া গিয়েছে । 14 ডিসেম্বর শুভেন্দুর অনুষ্ঠানে তিন জনের প্রাণ গিয়েছে । 21 ডিসেম্বর কি আরও খারাপ কিছু ঘটতে চলেছে ?"

আরও পড়ুন: শুভেন্দুর কম্বল-প্রদান অনুষ্ঠানে হুড়োহুড়ি, পদপিষ্ট হয়ে মৃত এক শিশু-সহ 3

অভিষেকের টুইটের পালটা দিয়েছেন শুভেন্দুও । খানিক পরেই তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডের করা টুইটকে উদ্ধৃত করে একটি টুইট করেন শুভেন্দু । অভিষেক-পত্নী রুজিরার নাম নিয়ে ওই টুইটে লেখেন, "প্রিয় বাবু সোনা ওরফে কয়লা ভাইপো । এগুলো মনোযোগ দিয়ে পড়ুন । পশ্চিমবঙ্গের মানুষ জানতে চায় রুজিরা নারুলা কে ? আপনার কি উত্তর আছে ? আপনি কি লিপস অ্যান্ড বাউন্ডস কোম্পানির পরিচালকদের নাম ও পরিচয় এবং তাদের সঙ্গে আপনার সম্পর্ক জনসমক্ষে আনতে পারবেন ?"

  • Dear "Babu Sona" aka "Koyla Bhaipo" read these carefully.

    The people of West Bengal want to know who is Ms. Rujira Naroola?
    Do you have the answer?

    Can you reveal the names & identities of the Directors of Leaps & Bounds Company and your relationship with them? https://t.co/bG81CF0uW2 pic.twitter.com/X2Z3wsveOz

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) December 14, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

একই সঙ্গে ওই টুইটে দু'টি ট্রান্সফার ফর্মের ছবি দিয়েছেন তিনি । তার মধ্যে একটি 15 লক্ষ টাকার চেকে রুজিরা নারুলা নামে স্বাক্ষর রয়েছে । অন্য ছবিতে দেখা যাচ্ছে, একটি চার্জশিটে দাবি করা হয়েছে মোরালিটি ডিয়েলকম নামের একটি সংস্থার অ্যাকাউন্টে চার কিস্তিতে প্রায় সাড়ে 29 লক্ষ টাকা দেওয়া হয়েছে । যা পাঠানো হয়েছে লিপস অ্যান্ড বাউন্ডস কোম্পানির তরফে । একইভাবে প্রায় 4 কোটি টাকা গিয়েছে এইচআর ইনফ্রাকন লিমিটেডের অ্যাকাউন্টে ।

Last Updated : Dec 15, 2022, 8:45 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.