কলকাতা, 1 জানুয়ারি: বিরোধীদের অত্যাচার স্বত্তেও তিনি লড়তে পেরেছেন ৷ কারণ জনগণের সমর্থন তাঁকে শক্তি জুগিয়েছে । এমনটাই জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ 2022 সাল তাঁর কেমন কাটল ? এ প্রসঙ্গে তিনি আরও জানান, এবছরটা তাঁকে অনেক কিছু শিখিয়েছে (Senior Trinamool Congress leader Abhishek Banerjee) ৷ প্রসঙ্গত উল্লেখ্য, আজ তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাদিবস ৷ 1997 সালের এই দিনে তৃণমূল কংগ্রেসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷
সিবিআই এবং ইডির নামের উল্লেখ না করলেও কেন্দ্রীয় সংস্থাগুলির ডেকে পাঠানো এবং জেরার কথা মনে করিয়ে দেন ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ (Diamond Harbour MP) ৷ তিনি বলেন, "বিরোধী শিবির আমায় নিশানা করেছে ৷ যদিও মা-মাটি-মানুষের (Ma Maati Manush) আশীর্বাদ আমায় শক্তি জুগিয়েছে ৷" তিনি আরও বলেন, "আমার মনে হয়, পথে যত বাধাই আসুক না কেন, সততা আপনার মাথা উঁচু করে রাখতে সাহায্য করে ৷"
আরও পড়ুন: 'এক ডাকে অভিষেক'-এ অভিযোগ, পঞ্চায়েত প্রধানকে পদত্যাগের নির্দেশ তৃণমূলের
বিগত দু'বছর ধরে তৃণমূল গোয়া, মেঘালয়া এবং ত্রিপুরায় নিজেদের সংগঠন বিস্তারের চেষ্টা করছে ৷ সারা দেশে দলের শাখা বিস্তার করাই সর্বভারতীয় সাধারণ সম্পাদকের মিশন বলে জানালেন অভিষেক ৷ গত বছরের প্রথম দিকে তিনি বিজেপি শাসিত ত্রিপুরায় মা ত্রিপুরেশ্বরীর মন্দিরে (blessings of Goddess Tripureshwari) গিয়ে আশীর্বাদ নিয়েছিলেন ৷ অভিষেক বলেন, "মা ত্রিপুরেশ্বরীর আশীর্বাদ নিয়ে বছরটা শুরু করেছিলাম ৷ সেটাই আমায় সারা বছর সব নেতিবাচকতার বিরুদ্ধে লড়তে শক্তি জুগিয়েছে ৷" মা ত্রিপুরেশ্বরী ত্রিপুরায় পূজিত হন ৷ শেষে এ বছর তিনি অন্ধকারের মধ্যে আশার আলো দেখতে পেয়েছেন বলে জানালেন তৃণমূল সাংসদ ৷
এর আগে বারবার দলের নেতা-কর্মীদের সতর্ক করেছেন অভিষেক । স্পষ্টই জানিয়েছেন কোনও রকম দুর্নীতি সহ্য করবে না দল ৷ সে যেই হোক না কেন, তাকে দল থেকে বের করে দেওয়া হবে ৷ তিনি জোর দিয়ে বলেন, "খুব শিগগিরি নতুন রূপে আরও শক্তিশালী তৃণমূল আসছে" ৷ 2022 সালে দলের হেভিওয়েট নেতা শিক্ষক নিয়োগ দুর্নীতিতে (SSC Recruitment Scam) অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় এখন জেল হেফাজতে ৷ তৃণমূলের আরেক দাপুটে নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) গরুপাচার মামলায় (cattle smuggling case) গ্রেফতার হয়েছেন ।
আরও পড়ুন: পাখির চোখ পঞ্চায়েত, 2 জানুয়ারি সভাতেই তৈরি হবে জনসংযোগের রূপরেখা